পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাতের দশন রবীন্দ্রনাথ ঠাকুর পথের শেষে নিবিয়া আসে আলে, গানের বেলা আজ ফুরালে । কী নিয়ে তবে কাটিবে তব সন্ধা ? রাত্রি নহে বন্ধা, অন্ধকারে না-দেখা ফুল ফুটায়ে তোলে সে যে – দিনের অতি নিঠুর খর তেজে যে-ফুল ফুটিল না, যাহার মধুকণা বনভূমির প্রত্যাশাতে গোপনে ছিল ব’লে গিয়েছে কবে আকাশপথে চ’লে তোমার উপবনের মৌমাছি কৃপণ বনবাঁথিকাতলে বৃথা করুণা যাচি } আঁধারে-ফোটা সে-ফুল নহে ঘরেতে আনিবার, সে-ফুলদলে গাঁথিবে না তো হার ; সে শুধু বুকে আনে গন্ধে-ঢাকা নিভৃত অনুমানে দিনের ঘন জনতামাঝে হারানো আঁখিখানি, মেনে-ডোবা বাণী ; সে শুধু আনে পাইনি যারে তাহারি পরিচিতি, ঘটেনি যাঙ্গ ব্যাকুল তারি স্মৃতি। স্বপনে-ঘেরা সুদূর তারা নিশার ডালি-ভরা দিয়েছে দেখ, দেয় নি তবু ধরা ; রাতের ফুল দূরের ধ্যানে তেমনি কথা ক'বে, অনধিগত সার্থকতা বুঝাবে অমুভবে, না-জানা সেই ন-ছোওয়া সেই পথের শেষ দান বিদায়বেলা তরিবে তল প্রাণ ॥