পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ বলিতে গেলে আমাদের সর্বাগ্রে কুমারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা মনে পড়ে। ১৮৫৪ খৃষ্টাব্দে বিখ্যাত ‘ক্রিমিয়ান যুদ্ধ সংঘটিত হয়, এবং স্কুটারীতে ( Scutari ) যে সামরিক হাসপাতাল ছিল তাহার অবস্থ। তখন অতীব শোচনীয় । মানুষের দুঃখ এবং যন্ত্রণা দেখিলে কুমারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের হৃদয়ে অত্যস্ত করুণার সঞ্চার হইত এবং তিনি দেশের এই দুৰ্দ্দিনে নিজেকে সৰ্ব্বতোভাবে নিয়োজিত করিয়ছিলেন। সাঁইত্রিশ জন শুশ্ৰুষাকারিণীর সহিত তিনি স্কুটারীতে উপস্থিত হন । এই সময় তিনি যেরূপ পরিশ্রম এবং স্বচারুরূপে তাহার কৰ্ত্তব্য সমাধান করিয়াছিলেন, ইংরেজ জাতির ইতিহাসে তাহা চিরকাল সুবর্ণ অক্ষরে লিখিত থাকিবে। তিনি অস্ত্রোপচারের গৃহে উপস্থিত থাকিয় নিয়ত আহত ব্যক্তিদিগকে সত্ত্বেনা ও সাহসের কথা শুনাইতেন । রাত্রিকালে একটি প্রদীপহস্তে তিনি হাসপাতালের প্রতি গুহে ঘুরিয়া বেড়াইতেন এবং অনেক সময় হতভাগ্য আহত ব্যক্তিগণের পাশ্বে দাড়াইয় তাহীদের অবস্থা পৰ্য্যবেক্ষণ করিতেন । তিনি যে-সমস্ত পরিচয্যার নিয়মাবলী অবলম্বন করাইলেন তাহাতে হাসপাতালে মৃত্যুর সংখ্যা অনেক কমিয় গেল । তিনি আসিবার পূৰ্ব্বে মৃত্যুসংখ্য শতকরা বিয়াল্লিশ জন ছিল, কিন্তু তাহার অক্লান্ত পরিশ্রমের ফলে মৃত্যুসংখ্যা অবশেষে মাত্র শতকরা দুই জনে দাড়াইল । তাহার পরিশ্রমের প্রতিদানে কৃতজ্ঞ ইংরেজ জাতি চাদ তুলিয় তাহাকে পঞ্চাশ হাজার পাউণ্ড অর্থাৎ প্রায় সাত লক্ষ টাকা উপহার দেন, এবং তিনি সেই অর্থ দ্বারা সেন্ট টমাস্ ও কিংস্ কলেজ হাসপাতালে শুশ্ৰুষাকারিণীদিগের শিক্ষার জন্য নাইটিঙ্গেল czfn (Ni-liingale Home) zsfsfềE FERR i খৃষ্টাব্দে ইতিহাসপ্রসিদ্ধ ফ্রাঙ্কো-প্রসিয়ান (Franco-Prussian) যুদ্ধ সংঘটিত হয় । মাতৃভূমির পরাজয়ে এবং লোকক্ষয়ে পাস্তয়রের মনে অভ্যস্ত বেদনার উদ্রেক হয় । যুদ্ধক্ষেত্রে যাহারা প্রাণ দিয়াছে তাহারা বীরোচিত সম্মান লাভ করিয়াছে। কিন্তু যে সমস্ত সৈনিক সামান্ত আহত হইয়া হাসপাতালে ক্ষতস্থান-বিষাক্ত (septic) হওয়ায় অসহায় ভাবে মৃত্যুর কবলে পজিত হয় তাহদের জন্য পাস্তরের দয়ার্ড প্রাণ কৰি উঠিঞ্জ পচন নিবারণের জন্ত পান্তর দখাইলেন ষ্টে মাসের কোলকে উত্তপ্ত করিয়া জীবাণু o ול-ל כ "প্রেবচনাটঃ ఏ983 বিহীন বাতাসে ( filtered air ) রাখিয়া দিলে পুনরা পচন হইতে পারে না। কিন্তু মচুন্যশরীরে পচন নিবার সম্বন্ধে এই পদ্ধতি প্রযোজ্য নহে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের শল্য-বিভাগের অধ্যক্ষ অধ্যাপক লিষ্টার পচননিবারব 罗 জোসেফ লিষ্টার f5fņsji zelfstą (antiseptic treatment) zz$3 করিয়া মছুষ জাতির অশেষ উপকার করিয়াছেন এবং এই সূত্রে জোসেফ লিষ্টার সম্বন্ধে দুই-চারিটি কথা বল অপ্রাসঙ্গিক হইবে না । এই বিখ্যাত ইংরেজ অস্ত্র-চিকিৎসক এসেক্সের অন্তর্গত আপটন (Upton) নামক স্থানে ১৮২৭ খৃষ্টাব্দের ৫ই এপ্রিল জন্মগ্রহণ করেন। তাহার পিতা জোসেফ জ্যাক্সন লিষ্টার যশস্বী বৈজ্ঞানিক ছিলেন । ১৮৪৭ খৃষ্টাব্দে জোসেফ লিষ্টার লণ্ডন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্য। শিক্ষা করিতে আর করেন এবং ১৮৫২ খৃষ্টাব্দে এম, বি. ও এফ, আবু, সি, এ উপাধি প্রাপ্ত হন । তৎকালে হাসপাতালে অনেক রো তাহাদের ক্ষতস্থানে পচনের জন্য মায়। যাইত। লিষ্ট অণুবীক্ষণ যন্ত্র দ্বারা এই পচনের কারণ নিরূপণ করিতে চে আরম্ভ করেন। তিনি পায়েমিয়া (Pyaemia) নামক