পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مقاطنين ধি-পু ২৪৪৯ অব্দে কৃত্তিকালক্ষত্রভাগের প্রথম পাদন্তে মহবিধুত্বসম্পাত হইয়াছিল । কৃত্তিকাতার হইতে সম্পাতবিদু এক নক্ষত্রপাদ অর্থাৎ ৩২• অস্তরে ছিল। বিষ্ণুদিনে পূর্ণিমা হইয়াছিল। সেট বৈশাখী পুর্ণিমা । ইংরেজী তারিখ, ১২ই এপ্রিল । এই সময়ে এবং ইহার কয়েক শত বৎসর পরেও চিত্র-তারার ১৮০° অংশ দুয়ে অীিসক্ষত্রের আদি ছিল না। বিষুব ও অয়নদ্বয় তার হইতে পিছাইতে লাগিল। কিন্তু জ্যোতিষীরা বৈশাখী পূর্ণিময় মহাবিষুবদিন স্বীকার করিতে লাগি লন । যুহি চলিতে থাকে, সহজে তাহার পরিবতন হয় না। প্রায় থ্রি-পূ ১৮৫• অঙ্গে মঘা-তার হইতে দক্ষিণায়নবিদু অৰ্পনক্ষত্রভাগ পিছাইয়া গিয়াছিল । অর্থাৎ তখন মঘ-তfয়ার স্থান ৯৬°৪০% কিন্তু মঘা নক্ষত্রভাগের আরম্ভ ৯• অংশে পুর্ববৎ রহিয়া গেল। এই সময়ে চিত্র। তারার ১৮•• অংশ দূরে অশ্বিনী-নক্ষত্রের আদি ঘটিয়াছিল। গণিতদ্বারা এই ইতিবৃত্ত জানিতেছি। কেতকর মৈত্রায়ণিউপনিষদের এক উক্তি হইতে চিত্র-তীরা ও অশ্বিনী-নক্ষত্রের অদিবিদুর এই সম্বন্ধ আবিষ্কায় করিয়াছিলেন । গণিতদ্বারা লিখিত উক্তি সমর্থিত হইতেছে। প্রার দুই সহস্ৰ বৎসর এই নক্ষত্রভাগ চলি আসিয়াছিল। যতদূর স্থানা যায়, আর্যভট নক্ষত্র-চক্রের আদিবিদু অর্থাৎ অশ্বিনীনক্ষত্রের অদিবিন্দু পুর্বস্থান হইতে ২-৩e' পশ্চিমে সরাইয়া দিয়াছিলেন। কারণ তাৎীয় কালে সে স্থানে মহাবিষুবসম্পাত হইত। বতর্মানস্বৰ্য-সিদ্ধান্ত আর্যভটের মত,গ্ৰহণ করিয়াছেন। কেবল মৈত্রায়ণ-উপনিষদ, নয়, বায়ু ও বিষ্ণুপুরাণে বৈশাখী পূর্ণিমার মহাবিষুবের বর্ণনা আছে। গণিতত্ত্বারা জান৷ যায়, খি-পু ১৮৩৮ সালের ১১ই এপ্রিল তারিখের ঘটনা। মৈত্রার+িউপনিষ,এই কালের উল্লেখ করিয়াছেন, পরবর্তী বেদাঙ্গ-জ্যোভিবের কালের উল্লেখ করেন নাই । ইহাতে ঘনে হয়, উপনিষদুখানি এই দুই কালের মধ্যে প্রণীত হইয়াছিল । বেদের ছয় অঙ্গের মধ্যে জ্যোতি এক অঙ্গ। আমরা ঋণু-যজুর্বেদের কালের জ্যোতিষ পাই নাই। পরবর্তী কালের সংশোধিত জ্যোতিষ পাইয়াছি। এখন ইহই "প্রবাসীস্ট Sన98S বেদাঙ্গ-জ্যোতিঘ নামে প্রসিদ্ধ হইয়াছে । ইহার রচনাকাম নানা জনে নানাবিধ অনুমান করিয়াছিলেন । এখন নিৰ্ভয়ে বলিতে পারি, বতর্মান বেদাঙ্গ-জ্যোতিষ খি, পূ ১৩৭২ অব্দে প্রণীত হইয়াছিল । উক্ত অব্দের ২রা জানুআরি উত্তরায়ণ হইয়’ছিল এবং সেদিন ধনিষ্ঠ।-তারা ধনিষ্ঠা-নক্ষত্রভাগের আদিতে ছিল । ইহা হইতেও চিত্রতার ও অশ্বিনী-নক্ষত্রের আদির সম্বন্ধ পাওয়া যায় ; বস্তুত: কেতকর তষ্ঠার গবেষণায় ধনিষ্ঠীর উপর নির্ভর করিয়াছিলেন । বেদাঙ্গ-জ্যোতিষে এক যুগ পঞ্চবর্ষাত্মক ৷ পাচ বর্ষের এই যুগ প্রাচীন। অন্ততঃ যজুর্বেদের কাল হইতে চলিতেছিল । নানা পুরাণে এই যুগের বর্ণনা আছে । মহাভারতে বিরাট পর্বে ভীষ্ম পঞ্চবর্ষাত্মক যুগ ধরিয়া পাওবগণের প্রতিজ্ঞত ত্রয়েদশ বর্ষ গণিয়ছিলেন । পীচ বর্যের পাঁচ নাম ছিল। প্রথম বর্ষের নাম সংবৎসর । উত্তরকালে বে বিক্রম সংবৎ প্রচলিত হইয়াছিল, বোধ হয় সংবৎসর শশ্বের সংক্ষেপে সংবৎ নাম । বেদাঙ্গ-জ্যোতিষের ধনিষ্ঠার স্থান হইতে ধি,-পর ৭৮ ও ৩১৯ অব্দের এক এক বিখ্যাত জ্যোতিধিক ঘটনা পাওয়া যায়। প্রথমটিতে শুকরস্তু, দ্বিতীয়টিতে গুপ্তাপআরম্ভ। এই ঐক্য আশ্চর্যজনক । মনে হয় উহাদের মুল জ্যোতিষিক । থি-প ৩১৯=শক ২৪১ । ৪২১ শকে আর্যভট । এই ১৮০ বৎসরের মধ্যে প্রণীত পঞ্জি কিম্ব জ্যোতিষ্কগ্রন্থ অজ্ঞাত। বরাহমিহিরের পঞ্চসিদ্ধাস্তিকাগ্রন্থ আছে বটে, কিন্তু তদ্বারা আমাদেয় উপস্থিত প্রশ্নের উত্তর পাওয়া ধায় না । পঞ্চসিদ্ধাস্তিকীর অন্তর্গত স্বর্যসিদ্ধান্তে সাতটি তারার ধ্রুবস্থান আছে, কিন্তু সুধাকর দ্বিবেদী ও ডক্টর থিবো বে পাঠ তুলিয়াছেন, তাহাতে সন্দেহের কারণ আছে । স্থল পরিমাণেও এত ভূল অসম্ভব । পুষ্যা ও অশ্লেষ। তারাস্বত্বও বর্তমান সুর্যসিদ্ধান্তের তাঁর নয় । ম্য ও চিত্র-তারার ধ্রুবস্থানের ভূল স্পষ্ট । কেতকর নেপাল হইতে এক পুর্ণী পাইয়াছিলেন, তাঁহাতে যথাতার ১২৬', চিত্র-তীর ১৮০° আছে। এইটি শুদ্ধ যমে হয়। গ্রুিপ ৩.৯ অব্দে চিত্র-তারার স্বাভাবিক স্থান প্রায়