পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

---- ra - o কোকস্ অভিযান ঐবিমলেন্দু কয়াল, এমএ সম্প্রতি লওন হইতে এক ইতিহাসংপ্ৰসিদ্ধ অভিধানের উদ্যোগ হইয়াছে। এই যাত্রার লক্ষ লোকালয় হইতে ছয় শত মাইল দূরে অবস্থিত প্রশান্ত-মহাসাগরের মধ্যবৰ্ত্তী কোক নামক একটি ক্ষুদ্র দ্বীপ। জানা গিয়াছে পৃথিবীর এই ক্ষুদ্র স্থানে বিরাট ধনসম্পত্তি স্পেন-দেশীয় জলদস্থ্যগণ গ্রোথিত রাখিয়া গিয়াছে। এই অভিযান আধুনিক নানাবিধ বৈজ্ঞানিক বস্ত্রপাতি ও তেত্রিশ জন খ্যাতনাম আবিষ্কারক লইয়া গঠিত। বাস্ত্রীদল গত মার্চ দাসে পানাম যোজক হইতে র্তাহীদের বাত্র আরম্ভ করিয়াছেন। এতাবৎ কালের মধ্যে সংবাদপত্রে এ-বিষয়ের কোমও বিশেখ জ্ঞাতব্য বিষয় প্রকাশিত হয় নাই ; কেননা এই অনির্দেশ যাত্রার আরোঙ্গল ও উদ্যোগপৰ্ব্ব অতি সংগোপনে: অনুষ্ঠিত হইয়াছে । বহু পরিমাণে স্বর্ণরৌপ্য মণিমুক্ত ও অনান্ত মূল্যবান প্রস্তরাদি এই দ্বীপের কোন গহন গহবরে লুকায়িত আছে । সেই গুপ্ত ধনের রহস্যময় কাহিনী যাহাঁতে তfত অনায়াসে সাধারণো প্রকাশ না পায়, বোধ হয় সেইঙ্গগুই এই অভিযানের কার্য্যাবলীর বিবরণ সাধারণের নিকট হইতে যথাসাধ্য গোপন রাগিবীর চেষ্ট হইয়াছে। তবে এই অভিযানের প্রধান উদ্যোগী বৰ্ত্তমান ব্রিটিশ সাম্রাজ্যের অম্লত্তম পোতাধ্যক্ষ ক্যাপ্টেন ওরস্লির (Worsley) নিকট হইতে যতটুকু জানা গিয়াছে তাহারই মোটামুটি বিবরণ নিয়ে প্রদত্ত হইল । যে শেকলটন অভিযান (Shackleton Expedition ) fro-cow stfyltag হস্ত যাত্রা করিয়াছিল, তাহীদের ইনডিয়োরেন্স' নামক জtহাজের ইনিই পরিচালক ছিলেন । বৰ্ত্তমান যুগে অভিশনকারিগণের মধ্যে ইনিই অগ্রণী । জলদস্থা ও তাঁহাদের ধনরত্ব পুৰ্ব্বকালে স্থলদস্যগণ সচরাচর তাহীদের লুষ্ঠিত ধনরত্ন পুতির রাখিত । এই ভীমে শ8রাশি লুকায়িত রাথিবীর তাহদের যথেষ্ট কারণও ছিল । স্থত হইবার ভয় ও কাহাজভুবি প্রভৃতি দুর্ঘটনা তাহীদের ভাগ্যে নিতাই ঘটিত, সুতরাং এই সকল ধনরত্ব তাহর । স্বদেশে লইয়! যাইতে সমর্থ ও সাহসী হইত না । জাহাজের দয়াসঙ্গার এই অসীম ধনরত্ব জাহাজের কোেযাগীয়ে রীথিবীর বিপদ সম্যক উপলব্ধি করিত ; কারণ যে-কেনি মুহূৰ্বে জাহাজের লোঞ্চেরণ তাহাকে হত্যা করিয়া ধনরত্ব আত্মসাৎ করিতে বিন্দুমাত্র কুষ্ঠিত হইবে না । বস্তুতঃ এই বিরাট সম্পদ কিরূপে রক্ষণ করা যাইতে পারে তাহা সর্দারের বিশেয চিস্তার কারণ হইত ; তাই, যত শীঘ্র পরিত, সঞ্জর সেগুলিকে কোন গুপ্ত স্থানে সরাইল ফেলিত । যদি কথন দুর্ভাগ্যবশতঃ সর্দার ও তাঁহার দলের লোকের ধঃ। পড়িত অথধা সর্দার মৃত্যুমুখে পতিত হইত, তাহা হইলে এই বিরাট ধনরাশি অনুচরগণের তথ্য সাধারণের সম্পূর্ণ অঞ্জত থাকিত। তবে অনুচরগণ মাঝে মাঝে এই সকল অর্থ উস্কারের ঘথেষ্ট চেষ্টা করিত, কিন্তু সে-পথে তাঁহাদের বিলক্ষণ বtধাবিঘ্ন ছিল । কেন-ম, এই ধনরশি উদ্ধার করিতে হইলে প্রথমে একটি জ্ঞহাঙের প্রয়োজন হয় কিন্তু তখনকার দিনে এরূপ একটি বিরাট জলধন সংগ্রহ কল্প। দুরূহ ও কঠিন ব্যাপার বলিয়ু পরিগণিত হইত ; কখনও কখনও তাহারণ অল্প দস্থ্যসদারের নিকট কথা পীড়িত বটে, তবে বিশেয অস্থা ন পাইলে তাহারণ গুপ্তধনের সুন্ধন কহায়ও নিকট প্রকাশ কfস্থত না । ত:হীদের দুর্বলতার হস্ততম কারণ কুসংস্থার এবং এই দুৰ্ব্বলতার হযোগ লইয়। দলপতির তাহাদিগকে ধনরশি হইতে যঞ্চিত করিত । সুতরাং এই বিজ্ঞান দ্বীপের জলদস্থ্যগণ প্রাণের বিনিময়েও কাহাঝেও ভtহাদের এই গুপ্ত যনের কথা প্রকাশ করিত না । এই ভূগর্ভনিহিত বিরাট ধনরাশির কথ। অনেকট রূপকথার আখ্যাত্বিকর মত প্রতীয়মান হয় বটে, কিন্তু ইহার মধ্যে যে প্রভূক্ত-যতা নিহিত কাছে সে-বিষয়ে কেলৈ সম্মেহ নাই । জলদহ্যদের ধনসম্পত্তির বিষয় ভালোচনা ও পরিমাণ