পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ ”; &pstial পুরেছিভ .# €ు অলঙ্কারে বস্থ টাকা আবদ্ধ হইয়া আছে। সে মায়ের পা ছুইটা উত্তেজনায় বিমল জরিভাবে পাঙ্কারি করিতেছিল। জড়াইয়া উপুড় হইয়া পড়িল । হাসিমুখে বাড়ি ঢুকিয়া ভটচাষ বলিলেন-কি হুকুম গো ব্যস্ত হইয়া চিবুকে হাত দিয়া চুমা খাইম মা বলিলেন-- ওঠ-ওঠ—কি হ’ল কি ? বিমল উঠিল না। বলিল-আগে বল—আমার কথা রাখবে ? --রাখব রাখব— ওঠ তুই । —আমার মাথায় হাত দিয়ে দিব্যি কর । –তাই করছি—সাধ্যি থাকলে করব । তুই ওঠ বাবা । বিমল উঠিয়া বলিল – ঠাকুরদের গমনাগুলি দাও। ম সভয়ে শিহরিয়া উঠিলেন –দে কি রে ? বিমল বলিল-আমি আবার গড়িয়ে দেব। নেব তার চেয়ে বেশী দেব । মা কথার উত্তর দিতে পারিলেন না । বিমল বলিল— গোবিনজীর নামেই ও-সম্পত্তি কিনব মা। তা হ’লে ত হবে । মা দ্বিধাভরে বলিলেন—তাই ত বিমল । আবার তাহার পা দুইটা ধরিয়া বিমল বলিল--তিন পুরুষের লজ্জ মা— এ স্থযোগ গেলে সে লজ্জা আর ঘুচবে না। .. মা বলিলেন—দাড়া বাবা, ভটচার্য ঠাকুরপোকে ডাকি । বিমল বলিয়া উঠিল-না—না—না। তা হলে আর হবে না । সে একধারার মাতুষ—সে প্রাণ ধরে কখনও দিতে বলতে পারবে না । মা বলিলেন--কিন্তু গমন যে তার কাছেই বাবা । বিমল আঁতকাইয়া উঠিল।—বল কি মা ! সে কি ? সে যদি হঠাৎ মরে যায়-কি— মা বাধা দিয়া বলিলেন—ছিঃ বিমল—কা'কে কি বলছ ? দৃঢ়স্বরে বিমল বলিল— ঠিক বলছি মা । তোমরা যাই ভাব এমন লোভী আমি কখনও দেখিনি । মা বলিলেন—গয়না কখনও তিনি বাড়ি নিয়ে যান না বিমল । ঠাকুরঘরেই দেবোত্তরের আমরণ চেষ্টে সে-সব মজুত থাকে । –চাৰি ? --চাবি তারই কাছে থাকে । -छ्रे ! নাবোৰু ভট্টগজ মশাহ্মকে ডাকুন ত । যত টাকার বউ-ঠাকরুশ । বিমল এবার তাহার পায়ে উপুড় হইয়া পড়িল । ব্যস্তভাবে ঠাকুর তাহাকে আশীৰ্ব্বাদ করিম বলিলেন–কি-কি-হ’ল কি — বাবা বিমল ? বিমলের মা সমস্ত কথা বলিয়া বন্সিলেন– সম্পত্তি গোবিনজীর নামেই কেনা হবে ঠাকুরপো । আর R গহনা নেওয়া হবে এক বছরের মধ্যে বিমল তার দেড়গুণ বেশী দেবে। মাথা নাড়িয়া ভটচাষ বলিলেন—ত হয় না বউ । সে আমি দিতে পারব না। না—সে কিছুতেই হবে না। বিমল বলিল—বুঝুন আপনি ভটচাষ কাকা-গোবিনজীর সম্পত্তি বাড়বে। —উহু । সম্পত্তি নিয়ে কি করবে ঠাকুর ? উস্থ, সে জামি দিতে পারব না । নায়েব বলিন্স-নিজ গ্রাম ঠাকুরের দখলে আসবে। পরের জমিদারীতে ঠাকুরকে বাস করতে হম ভটচাষ মশাই— ভটচাযের সেই এক জবাব-—উহু—গয়না আমি দিতে পারব না বাপু । উ—হু ! এবার বিমল উঠিল। দৃঢ়স্বরে বলিল—চাবি দেন সিন্দুকের । বিস্মিতভাবে ভটচার্য তাহার দিকে চাহিয়া বলিলেম— কেন ? * কঠোর স্বরে বিমল আদেশ করিল-দেন ! দেন বলছি । ভটচাষ বলিলেন-চাবি ত আমার কাছে নাই। অকস্মাৎ তাহার হাত ধরিয়া রূঢ় ভাবে ঝাকি দিয়া বিমল চীৎকার করিয়া উঠিল—চাব দে বলছি ভণ্ড বামুন ! নইলে গুলী ক’রে তোকে মেরে ফেলব ! গিস্ত্রী চীৎকার করিয়া ডাকিলেন- ধিমল ! ভটচার্য বিমলের মূৰ্ত্তি দেখিয়া ভয় পাইমা গেলেন— ভীতস্বরে বলিলেন—চাবি ত তোমার মায়ের কাছে থাকে বাপু ! দৃঢ়স্বরে বিমল বলিল—চাবি দাও মা ! মা বলিলেন-ঠাকুরপে। ।