পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&Psilot উঠে। অক্ষমের মত বিপক্ষের মৃত্যুকামনা ও আয়ুর দিন গণনার লজ্জা কাটার মত তাহাকে বিধিতে থাকে । সে-দিন সকালে বসিয়া এই চিন্তাই সে করিতেছিল । এই মাত্র বুদ্ধ সম্মুখ দিয়া ঘড়ির কাটাটির মত একগতিতে চলিয়া গেল । খুকী আসিয়া ডাকিল-বাবা ! ঠাকৃম। তোমাকে ডাকছেন । বিমল তেলেবেগুনে জলিয়া উঠিল । নিশ্চম কোন ব্ৰত পাৰ্ব্বণ ! বুদ্ধ গেল--অব্য-বহিত পরেই মা ডাকিলেন—ডাক লইয়া আসিল খুকী। সাজান বন্দোবস্ত। এ যেন নালিশ দায়ের হইল—হাকিম সমন সহি করিয়া দিলেন—পেয়দা সমন জারি করিল । সে বিরক্তিভরে বলিয়া উঠিল—যা—এখন আমার সময় নাই যা ! খুকী বলিল –মায়ের যে জর হয়েছে বাবা । বিমলের মনে পড়িল সত্যই ত গত রাত্রে চারু সমস্ত রাত্রি কাতরাইয়াছে। শরীরে যেন উত্তাপও সে অনুভব করিয়াছিল। সে তাড়াতাড়ি উঠিয়া বাড়ির ভিতর গেল । মা বলিলেন—বউমার জর হয়েছে রে, ডাক্তার ডাকতে পাঠিয়ে দে । —কতটা জর হয়েছে ? —খুব বেশী নয়। কিন্তু বেলার সঙ্গে জ্বরটা বাড়ছে মনে হচ্ছে । ওঠেনি বেচারী আজ সকাল থেকে। বিমল উপরে উঠিয়া গেল। বিছানায় গুইয়া চারু ছটফট করিতেছিল। দাহে সুন্দর রং রাঙা হইয়া উঠিয়াছে । কপালে হাত দিয়া সে অকুভব করিন্স উত্তাপ অনেকখানি । 晏 恪 景 দেখিতে দেখিতে চারুর অম্বখ ভীষণাকার ধারণ করিল। জেলার সদর হইতে বড় ডাক্তার মানান হইল । তিনি বলিলেন – টাইফয়েড । দিনের পর দিন কাটিতে আরম্ভ করিল—যমের সঙ্গে যুদ্ধ করিয়া । বিমল মাথার শিয়রে বাসা গাড়িয়াছে। একখানি চেয়ারের উপর বসিয়া তাহার বিনিদ্র নয়নে দিনরাত্রি কাটিয়া যায়। মনের মধ্যে অনুশোচনার তাহার অম্ভ নাই। ইদানীং ঐ বৃন্ধের প্রতি আক্রোশ-বৃন্ধের প্রতি ভক্তির জন্য চারুর উপরও কতকটা পুয়েছিণ্ড Wo আসিয়া পড়িআছিল। শুধু চারু কেন ঐ বুদ্ধ আজ তাহার সংসারের সকলকে আড়ালে রাখিয় তাহার প্রতিপক্ষৰূপে দাড়াইয়া আছে। একদিকে সে এক ; জন্ত দিকে বৃদ্ধের আড়ালে দাড়াইয়া সকলে যেন সভtয় তাহার দিকে চায় । —বউঠাকরুণ: — মা বলেন—এস ঠাকুরপো ! —গোবিনজীর চরণামৃত এনেছি । বিছানার পাশে দাড়াইয়া তিনি ডাকেন-বউমা ! বউমা ! গোবিনজীর চরণামুত-ই কর । সামান্য জ্ঞান থাকিলেও চারু মুখ মেলিয়া চরণামুক্ত পান করিমু বলে—আঃ । জ্ঞান না থাকিলে সজলনয়নে বৃদ্ধ ললাটে স্পর্শ বুলাইম্বা দিয়া চলিয়া যান। মা বলেন -ঠাকুরপো, সেবার ভার তোমার ওপর । - কথা বলিতে বুদ্ধের ঠোঁট দুইট থর থর করিয়া কাপে । বলেন–নিশ্চিস্ত থাক বেী ! প্রয়োজনে বা বিপুল আশঙ্কার দুৰ্য্যোগ ঘনাইয়া আসিতেছে মনে হইলে বিমল পলাইয়া আন্সে কাছারীতে। পথে দেখে মন্দিরের মধ্যে বসিয়া বৃদ্ধ কিছু-না-কিছু করিতেছে । সন্ধ্যায় ডাক্তার আসেন—র্তাহাকে বিদায় করিতে গিয়া নিত্য বিমলের নজরে পড়ে একটি পুটুলী হাতে বুদ্ধ চলিয়াছে। এই অবস্থাতেও বিমলের হাসি পায়-লুণ্ঠন চলিয়াছেই— লুণ্ঠন চলিয়াছেই । যাই হউক, চারু বঁচিল । আটাশ দিনের পর ডাক্তার হাসিমুখে বলিলেন—আজ ভরসা হচ্ছে বিমলবাবু। উঃ, যা ভয় আমাদের হয়েছিল । সকল কথা ত আপনাকে বলতে পারতাম না । বত্রিশ দিন পেরিয়ে গেলেই আউট অফ ডেঞ্জার) । তিনি একটু হাসিলেন । বিমল কৃতজ্ঞ ভাবে তাহার দিকে চাহিয়া বলিল—কি ব’লে ধন্যবাদ দেব আপনাকে— ডাক্তার হাসিয়া বলিলেন—ওপরের তাকে ধন্যবাদ দেন বিমলবাবু । ধন্যবাদ জামাদের পাওনা নয়—আমরা নিই ফি। Gæði s&i UtcAR—Medicine can cure disease but cannot prevent death. Sista bfool cocoa foot