পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o ভাদ্র বিৰিখ প্রসঙ্গ-cমদিনীপুরে সিপাহী প্রভৃতির বিরুদ্ধে অভিযোগ ৭৬৩ বারিষ্টারের তর্ক করেন, জেরা করেন, সাফাই সাক্ষী হাজির করেন, ইত্যাদি । অতএব, এই সিদ্ধান্ত করা অঙ্গর নহে, যে, যাঁহাদের বিচার হয় না তাহীদের বিরুদ্ধে পুলিস যতটা সাবধানে প্রমাণ সংগ্রহ ও উপস্থিত করে. তার চেয়ে বেশী সাবধানে ও যত্ন করিয়া প্রকাগু ভাবে বিচারিত আসামীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ও উপস্থিত করে। কিন্তু শেবেীক্ত যেীকদমাগুলাতেও শতকরা ৯৫টা আসামী দণ্ডিত হয় না। ১৯৩২ সালের ( ১৯৩৩-এর এখনও পাই নাই) বঙ্গীয় পুলিস রিপোর্টের ১৫ পৃষ্ঠ হইতে প্রমাণ দিতেছি । > *** c colo cofoal (Offences against the State, public tranquillity, safety and justice, যাহা প্রায় সবই রাজনৈতিক— “Of the totul number of cases îustituted, 28425 or 307 per cont wore tried in court, ngainst 27493 ot 28 por cont in 1931, and convictions were obtained it, lso per cent against sir2 per ecnt.” যতগুলি বেীকদমা দায়ের করা হইয়াছিল, তাঁহায় মধ্যে কেবল শতকরা ৪৫.২টিতে আসামীদের শাস্তি श्ध्नlक्केिब f - “The uumber of persous brought to trial was 68,053 ugainst 34.988 in 193i, of whom 33.837. cr #07 por čont were couvicted, against 21,572 or 39.2 per cent in the previous year.” আসামীদের মধ্যে ১৯৩১ ও ১৯৩২ সালে যথাক্রমে শতকরণ ৩৯.২ ও ৪০.৭ জন দণ্ডিত হইয়াছিল । অতএব, ইহা খুব জোরের সহিত বলিতে পারা যায়, মে, বিন বিচারে বন্দীদের প্রকাগু বিচার হইলে অনুন শতকরা ৬০ জন থালাস পাইত, অর্থাৎ আইনের চক্ষে নিরপরাধ অনুন শতকরা ৬৪ জন মানুষ স্বাধীনতা হইতে বঞ্চিত হইয়াছে । এক জন জো-হুকুমের উক্তি ভারতীয় ব্যবস্থাপক সভায় কাপ্তেন লীলচাদ নামক এক জন সরকার-নিযুক্ত (nominated ) সদস্ত আছেন । তিনি সে-দিন সভায় ত্রযুক্ত অমরনাথ দত্তকে বলেন, ষে, অমরনাথবাবু ১৮১৮ সালের তিন নম্বর রেগুলেঙ্গন রদ করিবার জন্ত বিল পেশ করিয়া, পরবর্তী সভায় নিৰ্ব্বাচিত . হইবার চেষ্টা করিতেছেন । বীরপূজব লালটা ঐ রেগুলেগুনের স্থাবিৰ সমৰ্থন করিয়া ও অমরনাথবাবুকে বিদ্ধপ করিয়া পরবর্তী সভায় গবন্মেণ্ট কর্তৃক নিযুক্ত হইবার চেষ্ট অবশুই করিতেছেন না ! দক্ষিণ-আফ্রিকা হইতে ফুটবল দলের প্রত্যাবর্তন ণে ভারতীয় ফুটবল দল দক্ষিণ-আফ্রিকাবাসী ভারতীয়দের সঙ্গে ফুটবল থেলিতে গিয়াছিলেন, তাহারা নির্বিশ্নে ও গৌরবের সহিত ফিরিয়া আসিয়াছেন। - উহার ১৬ বার থেলিয়াছিলেন, তার মধ্যে ১৫ বার জিতিয়াছিলেন। যদি উহাদের আট বীর জিত ও আট বীর হা'র হইও, তাহা হইলে হয়ত আরও সন্তোবের বিষয় হইত : কারণ তাহারা দক্ষিণ -আফ্রিকার ভারতীয়দের সঙ্গেই খেলিয়াছিলেন । বিমানচালক চাওলা পঞ্জাবী যুবক চাওলা সুদক্ষ ও সাহসী বিমানচালক । তিনি এক এরোপ্লেনে পৃথিবী প্ৰদক্ষিণ করিতে বাহির হইয়াছেন। ডাক্তার মুঞ্জের উদ্যোগে তাহার এই কার্ষের छछ श्रर्थ मरशृशैठ श्छ। cकांन ७क छन हेरrद्रछ यूवक ভারতে এরূপ কাজে প্রবৃত্ত হইলে তঁহিকে বিজtয় দিবার জন্ত ভারতপ্রবাসী ইংরেজরা দল বাধিয়া উপস্থিত হইতেন। কিন্তু পঞ্চাৰী যুবকটি যখন দিল্লী হইতে রওনা হন, তখন সরকারী বিমান-বিভাগের কোন ইংরেজ বা অষ্ট কোন ইংরেজ তাহীকে বিদায় দিতে আসেন নাই । গবন্মেণ্ট যেসব জাতের লোককে সমর্যক্ষ বলিয়া অভিহিত করেন, চাওলা তাঁহা লছেন—পঞ্জাবী-মুসলমান; শিখ, জাম, রাজপুত, ডোগর, কিছুই নহেন। অথচ তিনি অসাধারণ সাহসের কাজ আগেও কৰিয়ছিলেন, আবার করিতেছেন। ইহা বিধুমাত্রও আশ্চর্য্যের বিষয় লছে। বাঙালীকে ত ভীরু বলিয়া অবজ্ঞা করিবার ভাগ ইংরেজরা করেন । কিন্তু মনে মনে কি ভাবেন ? মেদিনীপুরে সিপাহী প্রভৃতির বিরুদ্ধে অভিযোগ প্রযুক্ত সত্যেন্দ্রচন্দ্র মিত্র ভারতীয় ব্যবস্থাপক সভায় মেদিনীপুর জেলায় মোতায়েন কতকগুলি সিপাহীর বিরুদ্ধে