পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ8 এবং তধীকার অল্প কোন কোন সরকারী লোকের বিরুদ্ধে কতকগুলি গুরুতর অভিযোগ উপস্থিত করেন এবং তাঁহার সমর্থক চিঠিপত্রও পড়েন। তাহায় কয়েক মাস পরে ঐ সভায় সরকারপক্ষ হইতে বলা হইয়াছে, যে, অনুসন্ধান করিয়া দেপা হইয়াছে, সে, সমস্ত অভিযোগই মিথ্যা । ইহাতে আমরা একটুও বিস্থিত হই সাই । যদি কাহারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ আযে, এবং তাহাঁকে বা তাহার ব্যবহারের জন্ত দায়ী তাহীর উপরওয়ালাকে গোপনে জিজ্ঞান করা হয়, “কথাটা কি সত্যি ?” তাহা হইলে যদি কেহ আশা করেন, যে, উত্তর হইবে, “ই হুজুর, সম্পূর্ণ সত্য", তাহা হইলে তাহার বুদ্ধির তারিফ অবগুই করিতে হয়। অনুসন্ধাসের কলে সঞ্চালtধারণ বিশ্বান স্থাপন করে ইহা যদি গবন্মেণ্ট চান, তাহা হইলে অনুসন্ধান প্রকাহ হওয়া উচিত এবং অভিযোগকারীদের ও সৰ্ব্বসাধারণের পক্ষ হইতে সাক্ষী ও উকীল .ব্যারিষ্টার উপস্থিত করিবার হযোগ দেওয়া উচিত— যেমন হিজলীর তদন্তে হইয়াছিল। সরকার-পক্ষ হইতে বলা হয়, যে, এক জন মিথ্যা অভিযোগ করিয়াছিল বলিয় তাহার নামে মোকদম কুঞ্জ করা হইয়াছে। কিন্তু তাহার নামে মোকদমাটাই বে হার্কিমের বিচারে মিথ্যা ধার্ঘ্য হইয়াছে, সে কথাটা ব্যবস্থাপক সভায় সরকারপক্ষ হইতে এখনও বলিতে বাকী আছে । “সরকারী কৰ্ম্মচারীরা সাম্প্রদায়িক দাঙ্গা বাধান না” স্বরাষ্ট্রসচিব সম্প্রতি একু দিন ব্যবস্থাপক সভায় তর্কবিতর্কের সময় উত্তেজনায়ু সহিত বলেন, “সরকারী কৰ্ম্মচারীরা সাম্প্রদায়িক দাঙ্গণ বাধীন, ইহা একট। স্থবৃত্তত-প্রস্বত ও বিদ্বের্যজাত মিথ্যা কথা । স্বরাষ্ট্রসচিব বৃথা উয়ার অপব্যয় করিয়াছেন । ইহা কেহই বলে না, যে, সরকারী কৰ্ম্মচারীরণ, অর্থাৎ তাহারা সবাই বা সমষ্টিগত তাযে এইরূপ দুষ্কৰ্ম্ম করে। কিন্তু ভারতীয় জনসাধারণের মধ্যে এইপি একটা ধাৰণা আছে, যে, কৌন কোন সরকারী কৰ্ম্মচারী ইহণ করে, এবং কোন "প্রবাসী . t - ఏనుES কোন বেপরোরা ভারতীয় লোক স্থলবিশেষে ও সময়বিশেযে তাহ বলিয়াছেনও। যেমন স্বৰ্গীয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত চট্টগ্রামে হিন্দুদের উপর আক্রমণ ও তাঁহাদের ঘরবাড়ি লুটের পর এ-কথা প্রকাশ্বে পুন:পুন: বলিয়াছিলেন। র্তাহীকে তাহার জন্ত ফৌজদারী সোপর্দ করা হয় নাই। সুতরাং তাহার কথার অসত্যতা বা সত্যতা প্রকfখ্যভাবে প্রমাণিত হয় নাই । চট্টগ্রামের হাঙ্গানার সরকারী তদন্তের রিপোর্ট প্রকাশ করা হউক, জনসাধারণের পক্ষ হইতে এরূপ দাবি পুনঃপুনঃ করা হয়। কিন্তু রিপোট প্রকাশিত হয় নাই, বিলম্বে সংক্ষেপে তাহার একটা ফিকে আভাস মাত্র দেওয়া হইয়াছিল। ঢাকার হাঙ্গীমা সম্বন্ধে কোন গোপনীয় রিপোর্ট' থাকিলে তাহাও দ্রষ্টব্য। ঢাকা ও চট্টগ্রাম উভয় স্থানের ব্যাপারের উল্লেখ ব্যবস্থাপক সভায় স্বরাষ্ট্রসচিবের বক্তৃতা উপলক্ষ্যে করা হইয়াছিল । সুনামগঞ্জের কয়েকটি ছাত্রের দুঃখ সুনামগঞ্জের কয়েকটি ছাত্র ইস্কুলে জাতীয় পতাকা উত্তোলন করায় নানা দুঃখ পায় । খাহা হউক, কলিকাতা বিশ্ববিদ্যালয় তাহাদের নিকট হইতে ম্যাট্রিকুলেশন পরীক্ষার ধী গ্রহণ করেন এবং তাহাদিগকে পরীক্ষণ দিতে দেন । কিন্তু তাহীদের পরীক্ষার ফল প্রকাশ করিতেছেন না। কাগজে দেখিলাম, আসাম-গবন্মেটি স্বীয় শিক্ষামন্ত্রীর মারফৎ বাঁধা দিতেছেন। এই শিক্ষামন্ত্রী এক সময়ে খিলাফতী ও অসহযোগী ছিলেন । তাহীতেও তিনি যে মন্ত্ৰী হইতে পারিয়াছেন, তাহা বিস্ময়ের বিষয় নহে। কারণ, জেল খাটিয়াছেন এরূপ লোকও মর্থী হইয়াছেন। যাহা হউক, ছাত্রগুলির সম্বন্ধে বক্তব্য এই যে, জাতীয় পতাকা উত্তোলন হাইকোটের মতে দ্বগুণীয় অপরাধ নহে, এবং বৃদি তাহ হয়ও, তাহ হইলেও যখন জেলের বিনা বিচারে রাজবন্দী আনেককে বিশ্ববিদ্যালয় পরীক্ষণ দিতে দিরছেন এবং তাহীদের পরীক্ষার ফলও বাহির করিয়াছেন, তখন সুনামগঞ্জেব ছাত্রগুলির কলও বহির করুন । জ্ববিখ্যাত গুর আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র