পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بنایع۹ নুতন সেলুস রিপোর্টে তাহীদের সংখ্যা দেওয়া না থাকিলেও তাহারা ষে আছেন, তাঁহা ত প্রত্যক্ষ দেখিতেছি ; এবং সন্দেশ রসগোল্লা থাইবার সময় কোন বাঙালী তাহা ভুলিতে পরিবে না । কিন্তু সেন্সসের কর্তৃপক্ষের কাছে র্তাহীদের জানিয়া লওয়া উচিত, যে, এখন তাহাদের সংখ্যা কত । তাহা হইলে তাহীরা বুঝিতে পরিবেন, যে, তাহারা বাড়িতেছেন, কমিতেছেন, না আগেকার সমান আছেন । ১৯২১ সালের সেন্সসে লেখা হইয়tfছল, ষে, তাহারা ১৯১১র চেয়ে শতকরা ৩৮ এবং ১৯০১ এর চেয়ে শতকরা ৫.১ কমিয়াছেন। হ্রাসের কারণ ঘটি বলা হইয়াছে। (১) অধিকাংশ মোদক পশ্চিমবঙ্গে থাকেন, যাহার লোকসংখ্যা , ১৯১১-১৯২১ দশকে কমিয়াছিল ; (২) অনেক মোদক হয়ত আপনাদের কায়স্থ বলিয়া পরিচয় লিখাইয়াছেন, কারণ র্তাহারা "কায়স্থ কুরী” মান দাবি করেন । ইহা সেন্সস রিপোর্টের কথা, আমাদের নয়। যাহা হউক, এখনও যদি হ্রাস চলিতে থাঞ্চে, তাহ হইলে তাঁহার কারণ অনুসন্ধান করিয়া তাঁহার প্রতিকারচেষ্টা মোদক-নেতাদের করা কর্তব্য। মোদকের অন্ত সব জাতের মত সব রকম বৃত্তি অবলম্বন করিতে অবশ্যই অধিকারী, তাহ অনেকে করিতেছেলও। কিন্তু তাহাদের কৌলিক বৃত্তি লাভজনক এবং বিন্দুমাত্রও হের বা স্কুণ-উৎপাদক নহে। অতএব, তাহাঁতেও লাগিয়া থাকা এবং তাঁহার উন্নতি কর। আবণ্ঠক । বাঙালীকে যেন বিদেশী লজেঞ্জুস, ললিপপ, টফি, চকলেট ও কেকের উপর নির্ভর করিতে না-হয়। বরং উদ্যোগী হইয়া বাঙালী মোদকের দেশী মিষ্ট দ্রব্য যেমন প্রস্তুত করেন, তেমনি বিদেশী লজেঞ্জস প্রভূতিও প্রস্তুত কবিয়া তাহীও বিক্ৰী করিতে থাকুন। করাচীর হরিজনদের বাসগৃহ ও সমবায়-সমিতি করাচীর মেয়র ঐযুক্ত জমশেদ মেহতা এক জন শ্ৰেষ্ঠ আদর্শবান ও কম্মিট পুরুষ । তিনি শহরটির সাধারণ পরিচ্ছন্নত, সৌম্বৰ্য্য ও স্বাস্থ্যকরতীয় দৃষ্টি ত দেনই, হরিজনদের থাকিবার জন্ত যে ২৫০ গৃহ নিৰ্ম্মাণ করিয়াছেন ও আরও ৭৫০ করাইবেন এবং তাহদেরই স্বীর চালিত যে-সব সমবায়-সমিতি প্রতিষ্ঠিত করিয়াছেন, তাহ অন্ত সব শহরের অনুকরণযোগ্না, কলিকাতার অনুকরণধুেীগ্য। কলিকাতা মিউনিসিপালিটীর সব সদস্য ও কৰ্ম্মীর করাচী দেখিরা আস্বন। বিলাতের বার্মিংহাম শহরের যে স্বন্দর বার্ষিক বৃত্তান্তপুস্তক পাইয়াছি, তাহ দেখিয়া বার্মিংহামের অপব কাজ প্রত্যক্ষ করিতে ও অপরকে তাঁহা করিতে বলিতেও ইচ্ছা ఎం8ు হইয়াছিল। কিন্তু ঐ বিলাতী শহর বহু দূরবর্তী এক প্রভূতধনশালী। তাই শুধু দেশী করাচীর কথাই বলিলাম দেওলী কাহাদের ভোটে কায়েম হইল যে-আইনের জোরে বাংলা-গবন্মেণ্ট বরাবর বিনা বিচারে বন্দী বাঙালীদিগকে বঙ্গের বাহিরে দেওলী বা অন্ত কোথাও নিৰ্ব্বাসিত করিতে পরিবেন, তাহ ভারতীয় ব্যবস্থাপক সভার অধিকাংশ সদস্তের ভোটে স্থায়ী হইয়াছে বটে, কিন্তু এই অধিকাংশের মধ্যে নিৰ্ব্বাচিত সদস্যদের অধিকাংশ ছিলেন না। তাহীদের মধ্যে ৩৪ জন বিলটার বিরুদ্ধে ভোট দেন, কেবল ১০ জন, র্যাহারা প্রীয় সদাই গবন্মেন্টের পক্ষে ভোট দিতে অভ্যস্ত, বিলটার পক্ষে ভোট দেন । সুতরাং সরকার বাহাদুর এই দ্বীবি করিতে পারেন না, যে, বিলটা নিৰ্ব্বাচিত অধিকাংশ সদস্যদের ভোটে আইনে পরিণত হইয়াছে। এমন কি, যে মুসলমান সম্প্রদায়কে হাতে রাধিবার জন্ত গবন্মেণ্ট ক্রমাগত অনুগ্রহ বৃষ্টি করিতেছেন, তাহার প্রতিনিধিদের মধ্যে সাত জন গবন্মেটের বিপক্ষে এবং কেবল চারি জুন সপক্ষে ভোট দেন । যাহারা বিলটার বিপক্ষে ভোট দিয়াছেন, তাহদের কৰ্ত্তব্য কিন্তু- ঐখানেই শেষ হয় নাই। স্বরাজলাভের জন্ত প্রবল অহিংস-প্রচেষ্টা দমন করিয়া সরকার পরোক্ষ ভাবে ও অনভিপ্রেত রূপে হিংস্র প্রচেষ্টার আয়ু বাড়াইয়াছেন। অতএব স্বরাজলাভ প্রচেষ্টা আবার জোরের সৃহিত চালাইতে হইবে। সন্ত্রাসনবাদের বিরুদ্ধে ইহা একটি শ্রেষ্ঠ অস্ট্র । - - - - - - ইম্পরিয়্যাল কেমিক্যাল কোম্পানী । ভারতবর্ষে খনিজ ও অন্যান্ত প্রব্যের সাহায্যে রাসায়নিক নানা পণ্যদ্রব্য প্রস্তুত করিয়া ধনশালী হইবার জন্ত একটি খুব বড় কোম্পানী ইংরেজরা গঠন করিয়াছেন। ভূতপূৰ্ব্ব বড়লাট লর্ড রেডিং তাঁহার চেয়ারম্যান । ইহা গোপনে গোপনে স্থাপিত হইয়াছে। ভারতীয় ব্যবস্থাপক সভায় উড়িষ্যার অন্ততম প্রতিনিধিত্রযুক্ত ভবানন্দদাস প্রথম খবরটা পান ও প্রকাশ করেন। পরে ব্যবস্থাপক সভায় এ-বিষয়ে প্রশ্নোত্তর ও কথা-কাটাকাটিও হইয়াছে। কিন্তু ঐ পর্যস্ত। স্বরাজ না-থাকার ভারতীয়ের ভারতের ধন অন্তদের ধীরা অধিকৃত হওয়ার বাধা দিতে পারে না । ভারতীয় মুলধনে, ভারতীয়দের কর্তৃত্বে ও ভারতীয় শ্রমে উৎপন্ন জিনিষের সাহায্যেই যথাসাধ্য জীবন যাপন করিব, এইরূপ ভারতীয় ঞ্জিনিযের প্রতিদ্বন্দ্বী বিদেশী কিনিব না—এই প্রকার প্রতিজ্ঞ ভারতীরের করিয়া তাহা রক্ষা করিলে, কেবল তাহামু : স্বারাই কতকটা প্রতিকার বর্তমান অবস্থায় হইতে পারে। -.