পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-So,

  • প্রবাসী ;

S38ు. যুবকটি আমায় বললে—আপনি তা হ’লে একটু मैंiफून नम्न म'.ब्र-श्रांमि मकül छैrांछि tङएक निtग्न श्रांनिএখানে জ্বরে বনুচে নী— সে চলে গেল। ছোটবৌ-ঠাকরুণ বললেন-মাগে, কি কালীমুৰ্বি চেহারা হয়েচে । বড়দি বলছিল আপনি নাকি কোথায় চলে গিয়েছিলেন, খোজ নেী-সত্যি ? --নিতান্ত মিথ্যে কি ক’রে বলি ! তবে সম্প্রতি -দেশে যাচ্চি । ছোটবৌ-ঠাকরুণ হাসিমুখে চুপ ক’রে রইলেন একটু, তার পর বললেন--আপনার মত লোক যদি কখনও দেখেচি । আপনার পক্ষে সবই সম্ভব। জানেন, আপনি চলে আসবার পরে বড়দির কাছ থেকে আপনার সম্বন্ধে অনেক কথা জিজ্ঞোসু ক'রে করে শুনেচি। তখন কি অত জানতাম ? বড়দি বীপের বাড়ি গিয়েচে আশ্বিন মাসে-আপনার সঙ্গে দেথা হবে’খন । আচ্ছ, আর খ্রীরামপুরে গেলেন না কেন ? এত ক’রে বললাম, স্বাখলেন না কথা ? আমার ওপর রাগ এখনও যায় নি बूशि ! —রাগ কিসের ? আপনি কি সত্যি ভাবেন আমি আপনার ওপর রাগ করেছিলাম ? ছোটবৌ-ঠাকরুণ নতমুখে চুপ ক’রে রইলেন । —বলুন ! ছোটবৌ-ঠাকুরুণ নতমুখেই বললেন—ও কথা যাক । আপনি এ-রকম ক’রে বেড়াচ্চেন কেন ? পড়াগুলো “অরি করলেন না কেন ? —সে সব অনেক কথা । সময় পাই তো বলব এক দিল । —আসুন না আজি আমাদের সঙ্গে স্ত্রীরামপুরে ? দিনকতক থেকে যান, কি চেহারা হয়ে গিয়েচে আপনার { সত্যি, আমুন আজ । —ন, আজ নয়, দেশে যাচ্চি, খুব সম্ভব মায়ের বড় अष्ट्रथ ছোটবৌ-ঠাকুরুণ বিস্ময়ের সুরে বললেন—কই, সে কথা তো এতক্ষণ বলেন নি । সম্ভব মানে কি, চিঠি পেরেচেন তো, কি মমুখ | একটু হেসে বললাম—ন চিঠি পাই নি । আমার ঠিকানা কেউ জানতো না । স্বপ্ন দেখেচি– ছোটবৌ-ঠাকুরুণ একটু চুপ ক’রে থেকে মৃদু শাস্ত হরে বললেন—আমি জানি । তখন জানতাম না আপনাকে, তখন তো বয়েসও আমার কম ছিল। বড়দি তার পর বলেছিল। একটা কথা রাখবেন ? চিঠি দেবেন একখানা ? অস্তুতঃ একথাম লিখে খবর জানাবেন ?••• ছোটবৌ-ঠাকরুশ জাগের চেয়ে সামান্ত একটু মোট হয়েমেন, জার চোখে সে বালিকাসুলভ তরল ও চপল দৃষ্টি নেই, মুখের ভাব আগের চেয়ে গম্ভীর। আমি হেসে বললাম-আমি চিঠি না দিলেও, শৈলদির কাছ থেকেই তো জাতে পারবেন খবর এই সময় ওঁর মেজদাদা ট্যাক্সিতে চড়ে এসে হাজির হ’লেন । আমি বিদায় নিলুম। -