পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vতমাশ্বিন প্রবেশ করান হইল। পূর্বের প্রতিষেধক টীকা না দেওয়া হইলে দ্বিতীয় বারের টীকার তীব্র জীবাণু দ্বারা অন্ততঃ অঙ্কেক মেষশাবক মারা মাইত । কিন্তু পাস্তয়র ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন যে মেষশাবকগুলির শরীরে মন্দীভূত জীবাণু থাকার দরুণ উহাদের +, তীব্র জীবাণুগুলির বিরুদ্ধে যুদ্ধ করিবার : ক্ষমতা অনেক বৃদ্ধি পায়—এবং সেই জন্ত পরে শক্তিশালী জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করাইয়া দিলেও কোনও অপকার বা অনিষ্ট হইবে না । সকলেই শঙ্কিত চিত্তে উক্ত ফলাফলের জন্য উদগ্রীব হইয়া রহিলেন । এক পক্ষ কাল অতীত হইল, কিন্তু একটি মোশাবকও অসুস্থ হইল না । চারি দিকে ভীষণ উত্তেজনার স্বষ্টি হইল । ৩১শে মে তারিখে শেষবার টীকা দেওয়ার জন্ত পুনরায় সকলে সমবেত হইলেন । পাস্তয়রের বিরুদ্ধবদিগণের ভিতরে অনেকেই তাহীকে সন্দেহ করিতেন । সেই সময়ে কেহ কেহ বলিলেন যে, পাস্তয়র তীব্র জীবাণুর বদলে মন্দীভূত জীবাণু ব্যবহার করিতেছেন এবং যে স্থলে মন্দীভূত জীবাণু দেওয়ার কথা সেই স্থলে তিনি তীব্ৰ জী বা পু ব্যবহার করিতেছেন। পরীক্ষাস্থলে কেহ কেহ জীবাণু রাথিবীর পাত্রটিকে ‘ঝ"াকাইয়া’ দিলেন । কিন্তু পাস্তয়র তাহীদের এই বিদ্রুপ ও কটুক্তিতে তিলমাত্র বিচলিত হইলেন না । তাহার এই- . রূপ দৃঢ় নিষ্ঠ দেখিয়া ক্রমে অনেক শত্রুপক্ষীয় লোক তাহার পক্ষ গ্রহণ করিলেন । অবশেষে এই পরীক্ষার শেষ ফল দেখিবার জন্ত সৰ্ব্বসন্মতিক্রমে ২রা জুন দিন নির্দিষ্ট হইল । নিদিষ্ট তারিখে সকলে একত্র হইয়া ফলাফল লুই পাস্তস্কর ও ভঁশহশর গবেষণশ U~RS দেখিবার নিমিত্ত কৃষিক্ষেত্রে আগমন করিলেন । তাহাজের বিস্ময়ের সীমা রহিল না । যে-পচিশটি মেষশাবককে পূৰ্ব্বে মন্দীভূত জীবাণু দ্বারা টীকা দেওয়া হয় নাই, কিন্তু প্রথমেই তীব্র জীবাণু দেওয়া হইয়াছে, তন্মধ্যে „ ” , hEo, 23 . Ay*;,

  • : :

અ. "প্ল্যাস দ্য ব্রতই নামক স্থানে আন্তর্জাতিক চাদার সাহায্যে নিৰ্ম্মিত পাস্তয়রের মূৰ্ত্তি বাইশটি গতায়ু হইয়াছে, ছুইটি মুমূর্ষ,গ্ৰায় এবং বাকী একটি অসুস্থ, তবে মৃতপ্রায় নহে ; আর যে পঁচিশটি মেষশাবককে প্রথমে মন্দীভূত জীবাণু দিয়া পরে তীব্র জীবাণু দেওয়া হইয়াছিল, তাহারা সকলেই সুস্থ । কেহ কেহ বা পরস্পরের সহিত শক্তি-পরীক্ষায় ব্যস্ত ।