পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

صياتيجيه লোকের সঙ্গে সম্পর্ক রাখছিনে। বেী যেন বাপের বড়ি যাবার নামও আর না করে ।” কিন্তু যামিনী সে-কথা জানিত না । নিৰ্ম্মলার ব্যাকুলতার কারণ সে বুঝিল না । যামিনী কিছুকাল নির্নিমেষ দৃষ্টিতে নিৰ্ম্মলার দিকে চাহিয়া কহিল, “নিৰ্ম্মল, এতই স্বচ্ছন্দে ময় কাটালে ? আমি'র কোনও কিছুর পরেই কি (ಚ್ಟಕ মীয়া নেই ? নিৰ্ম্মল, তোমাকে যখন বিয়ে করি নি তারও অfগ থেকে তোমর জন্তে এই ঘর সাজিয়েছি । এর সমস্তর সঙ্গে আমি এমন ক’রে জড়িয়ে গেছি যে কোথাওঁ যদি একটা রাত্রি বাইর কাটাতে হয়, তাহলে আমার এই ঘরের জঙ্গে মন কেমন করে । নিৰ্ম্মল, আমি’র এ ঘর কি তোমারও ঘর নয় ?” নিৰ্ম্মল চারি দিকে একবার শুষ্ঠাটিত চাহিয়া কহিল, “ন । এ ঘরে আমেরি কেনে! অঞ্জকার নেই ।”

  • ४खॊ ?** * - “এত সব দ'মী জিনিষ দিয়ে সজিান ঘর আমি কেনি কালে দেখি নি। এর কেনি-একটু জিনিষ কিনে দিতে হ’লেও হয়ত বাবর টাকায় কুলোবে নাশ”

“কেবল জিনিসের ভীড়টfই দেখলে, কিন্তু এই-সব জিনিয়ের ঠেশীঠেশির পিছনে এক জন যে তার যা-কিছু সমস্তই তোমার হাতে তুলে দিতে চায় তাকে কি একটুও দেখতে পেলে না ?” নিৰ্ম্মল ভাবিতেছিল, “আমার দরিদ্র পিতার সম্মান কি তাতে একটুও রক্ষণ পাবে ” দু-জনেই কিছুকাল চুপ করিয়া রহিল। তহর পর ঘামিনী ধীরে ধীরে কছিল, “তোমাকে আজ যা সহ করতে হয়েছে, সে সমস্তই আমি শুনলুম । কিন্তু এইটুকু তুমি জেনে রথি, আমিও তার চেয়ে কিছু কম সহ করি নি। চল নিৰ্ম্মল, আমরা এথনি থেকে চলে যাই। কিন্তু-কিস্ত—” “কিন্তু কি বল ?” “কিন্তু বেখানে তুমি মুক্ত, তুমি স্বাধীন, যেখানে আমার আত্মীয়-পরিজনের তোমাকে অসন্মান করবে না, সেখানে, সেখানেও কি নিৰ্ম্মল, তুমি তোমার সমস্ত হয়ে আমার দিকে মেলে ধরতে পারব না ?” a • **i. নিৰ্ম্মলা অনেক ক্ষণ চুপ করিয়া থাকিয় কহিল, “ক্ষমা ఎలి8S ক’রে, যদি কোন অপরাধ করে থাকি । কিন্তু আমি বার-বার চেষ্টা করেও বার-বার আপনাকে স’পে দিতে গিয়েও বীর-ব রই নানা আঘাত পেয়ে মাপনীর মধ্যে ফিরে এসেছি । এ কি আমি বুঝতে পারছি না ।” “কি বুঝতে পারছ না ?” “মনে হচ্ছে কোথায় যেন টনি পড়.ছ । বাধা বয়ে গেল ! ঈশ্বর জানেন আমার কোন অপরাধ নেই । আমার যা কৰ্ত্তব্য, শেয পৰ্য্যন্ত আমি তার কোনখনে ক্রটি রাখতে চাই নে ৷” “থীক ওসব কথা—” যামিনী উঠিয়া পড়িয়া কহিল, “ওসব কথার মীমাংসা হবার জন্তে সমস্ত জীবনটাই পড়ে রয়েছে । আপাততঃ তুমি জিনিযপত্র গুছিয়ে রেখো, ক’ল বেলা ন’টার ট্রেনে আমি ক’লকাতা তোমাকেও সঙ্গে নিয়ে বব । মাকে বলে আসি গে r: যামিনী দুয়ারের কাছ অবধি গিয়ছিল, নিৰ্ম্মল ঢ"ন, । “শোন "ি ~ সে ফিরিল। নিৰ্ম্মল হাতের বলাটা খুটিতে খুটিৰে কহিল, “আর দেথ, এই গয়নাগু লা-” বলিতে গিং সে খামিল। বেন সঙ্কোচে বাধিল । “এই গয়নাগুলে কি ?” যামিনী-এক্সট্র চেয়ুরের উপর ভর দিয়া জিজ্ঞাসা করিল, “এই গয়নাগুলো তুমি নেবে না । এই তো ?” “স্থা, তাই । এইগুলোর ভ দ্যেই আমার ববকে ওঁর এত অপমান করেছেন । তা ছাড়া এ-সব জিনিষের উপস্থ আমার বিন্দুমাত্র টান বা লেtভ নেই।” “বেশ, নিয়ো না । সেই ভাল । কিন্তু যদি জানতে, ওই গয়নাগুলোর জন্তে তেমরি ব.বার চেয়ে আমিীকে ঢ়ের বেশী অপমান সহ করতে হয়েছে, তবুও তবুও–কিন্তু থাক সে-সব কথা । সে-কথা তুমি বুঝতে পারবে না । আমি যাই নিৰ্ম্মল । রাত্রির মধ্যে তুমি ঠিক ক’রে নিও কি নেবে আর কি লেবে ন৷ ” যমিমী নিজের অশাস্ত ব্যথিত চিত্ত লইয়া স্ত্রীর কাছে সত্ত্বেনার জন্ত আসিয়াছিল, কিন্তু নিৰ্ম্মল! তাহর জগতে প্রবেশ করিতে পায়িল না । কোন কথা না বলিয়া কোন প্রশ্ন না করিয়া এক জনের হৃদয়-মনের সমস্ত বেদন নিঃশৰে অনুভব করিবার, এক জনের সমস্ত চিত্তদাহ জাপন প্রশা | কোথায় শেন ঘহি,