পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-ՆՆ ভোরের সঙ্গে সঙ্গে করালীকিঙ্করও দলবল লইয়া আদিয়া উপস্থিত হইলেন । হাকিয়া বলিলেন, “বের কর আমার ছেলে, নইলে একটিরও ঘাড়ে মাথা থাকবে না।” চন্দ্রকাস্তের লাঠিয়ালরা কাহার যেন আদেশে দুই ফাক হইয়া পথ করিয়া দিল । বিমল ও তাহার বধূ, ধীর পদক্ষেপে বাছির হইয়া আসিয়া দাড়াইল । করালীকিঙ্কর মুগ্ধ বিস্ময়ে পূর্ণিমার দিকে চাহিয়৷ রছিলেন । বন্ধুও অশ্রুসজল বিস্ফারিত নেত্রে শ্বশুরের মুখের দিকে চাহিয়া রহিল । থানিক পরে করালীই নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বলিলেন, “ষাক, খুব চাল চাললেন গুহ-মশায় । কিন্তু জিতেছি ত আমিই। এস মা, তোমার নুতন ছেলের বাড়ি যেতে হবে যে ?” ÄGEITHIG ఎని83 বর ও বধু অগ্রসর হইয় তাহাকে প্রণাম করিল। উভয় পক্ষের লাঠিয়ালের দল তুমুল জয়ধ্বনি করিয়া উঠিল উমাশণী সঙ্কোচাত্যাগ করিয়া বাহিরে আসিয়া দাড়াইল । পূর্ণিমার হাত বিমলের হাতে সপিয়া দিয়া বলিল, “ম লক্ষ্মী আশীৰ্ব্বাদ করি ঐ ঘর তোর চিরদিনের ঘর হোক। সব অশান্তি চিরদিনের মত তোদের মিলনে যেন দূর হঃে যায় ”, মাছতের আঞ্জায় করাগীর হাতী অগ্রসর হইয়া আসি বসিয়া পড়িল । বরকনেকে তুলিয়া লইয়া আবার উঠিয়া দ্বীড়াইল, এবং মাঙ্গলিক হুলু ও শঙ্খ ধ্বনির ভিতর দিয়া ফিরিবার পথে আবার চলিতে আরম্ভ করিল। উমাশঙ্গ অশ্রত্যন্ধ চোথে মাত্রাপথের দিকে চাহিয়া দাড়াঙ্গয় রহিল । মহিলা-সংবাদ শ্ৰীমতী এস, এ, হুসেন ইকবাল-উস্-নিসা বেগম মহীশূর সরকারের শিক্ষা-বিভাগে নিযুক্ত আছেন । তিনি সম্প্রতি বিলাতে লীডস বিশ্ববিদ্যালয় হইতে শিক্ষাবিষয়ক উপাধি লাভ করিয়াছেন। তিনি স্থাইট সারল্যওে অন্তজাতিক বালিকা-গাইড-সম্মেলনে প্রতিনিধিরূপে যোগদান করিয়াছিলেন । - শ্ৰীমতী এস, এ, ইসেন