পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'=h3 মহাসমুঞ্জে, ব্ৰেজিল ও আফ্রিকার উপকূলে, ম্যান্ডাগাস্কার দ্বীপের সন্নিকটে লরত-মহাসাগরের দ্বীপপুঞ্জের তটদেশে এবং চীন ও জাপানের উপকূলে এই পদার্থকে ভাসিতে দেখা যায় । নানাবিধ গন্ধদ্রব্য নিৰ্ম্মাণে ইহার বিশেৰ ব্যবহার ছইয়া থাকে । - তিমির পুচ্ছ ইহাদের আত্মরক্ষার প্রধান অস্ত্র ও সস্তরণের প্রধান অবলম্বন । ইহীদের পুচ্ছের আকার অনেকটা চিংড়ি মাছের লেজের মত । মৎস্তের পুচ্ছ সাধারণতঃ যেভাবে থাকে। তিমির পুচ্ছ ঠিক তাহার বিপরীত ভাবে উদগত হইয়া থাকে। জলের উপর ইহাদের লেজ সমান ভাবে পড়িয়া থাকে । মৎস্তের। যেমন লেজকে ৰঙ্গে ও দক্ষিণে সঞ্চালন করিয়া সন্তরণ দেয় তিমির তাহার বিপরীত পদ্ধতিতে পুচ্ছকে উর্ব ও অধঃ ভাবে চালনা করিয়া অগ্রসর হয় । শক্রর স্বার আক্রান্ত হইলে ইহারা পুচ্ছের আঘাতে তাঁহাকে বধ করিতে চেষ্টা করে । ইহাদের পুচ্ছের আঘাত এৰূপ ভীষণ যে, ইহার এক আঘাতেই বৃহৎ বৃহৎ হাঙ্গর, করতি মাছ, তলোয়ার মাছ প্রভৃতির প্রাণবিয়োগ ঘটয় থাকে। এই সকল প্রাণী তিমিকে আক্রমণ করিলে "ইহার পুচ্ছের দ্বারা এরূপ ভাবে আঘাত করিতে থাকে ষে, " সমূত্রের উপর সে-আঘাতের শক জুই-তিন ধাইল দূরেও ৰজমিধেীৰ বা কামানের শঙ্কের মত প্রতীয়মান হইয়া থাকে। ইহাদেৱ পুচ্ছ প্রসারে প্রায় ২৪ ফুট-জবধি হইয়৷ ” থাকে। এই 'লেজের দ্বারা ইহার শিকারীদের নৌকা । किमेिच्न, अङख ऊँौक्र । ఏ98S প্রভৃতিও জলমগ্ন করিয়া দেয় এবং ইহার সাহায্যে তিমির জলের মধ্য হইতে অনায়াসে উৰ্দ্ধে লtফাইয়া থাকে । তিমি-জাতি, বিশেষতঃ তৈলতিমির, সৰ্ব্বদা দলবদ্ধ হইয়া বিচরণ করে । ইহাদের এক-একটি দলে বিশ হইতে পঞ্চাশটি তিমিকে থাকিতে দেখা যায় । স্ত্রী-তিমি এবং তাহীদের শাবকদ্বারাই এই ক্ষুদ্র দল পরিপুষ্ট হইয়া থাকে • এক-একটি দলে একটিমাত্র পুরুষ-তিমি দলের রক্ষকস্বরূপ অবস্থান করে । এই তিমিটির আকার সৰ্ব্বাপেক্ষ বৃহৎ হইয়া থাকে । ভয় বা তাড়না পাইয়া পলায়ন করিবার কালে পুরুষ-তিমিটি দলের একেবারে পশ্চাgীগে চলিয়া যায় এবং পিছনে থাকিয়া সমস্ত দলটি চালনা করিয়া পলায়ন করে । দলের মধ্যে একটি তিমি আহত হইলে দলের অন্ত তিমির ভয়ে পলায়ন না করিয়! আহত তিমির চারি দিকে ঘুরিতে থাকে এবং এইরূপে বহু তিমি এককালে সহজেই নিহত হয়। গ্রীনলাও-তিমিদেব কটল डिभिङ्ग थामा মধ্যে কিন্তু এইরূপ দল বাধিয়া লস্তরণ করার রীতি লক্ষিত হয় না । ইহাদের মধ্যে মঞ্জি স্ত্রী ও পুরুত্ব তিমিকে একত্র হইয়া ভ্রমণ করিতে দেখা যায় । আকারে বড় হইলেও তিমির, বিশেষতঃ গ্রীনলাওসমূত্রে ডলফি নামে