পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S్సలి ং প্রবাসনী পুট ఎ38S মুখোপাধ্যায় মহাশয় তাহর ইংরেজী অভিভাষণে অধিকন্তু বলেন, যে, ছাত্রীটি অক্সফর্ডে ডক্টর অব ফিলসফি ( “দর্শনাচাৰ্য্য” ) উপাধি লাভের জন্ত ইংলণ্ড যাইতেছেন এবং তন্নিমিত্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ‘ঘোষ ভ্রমণবৃত্তি” ঈমন্ত্ৰী শকুন্তলা দেবী চারি হাজার টাকা পাইয়াছেন ; মহিলাদের মধ্যে তিনিই ং প্রথমে এই বৃত্তি পাইয়ছেন । - এই মহিলা শ্ৰীমতী শকুন্তলা দেবী, এম, এ । ইনি ইংরেজী ও সংস্কৃত এই দুই বিনয়ে এম, এ, পরীক্ষয় উত্তীর্ণ হইয়াছেন, এবং “শাস্ত্ৰী” উপাধি লাভের জন্ত \ীক্ষ নিয়ছেন । তিনি প্রত্নতত্ব অনুশীলনে নিযুক্ত কলিকতা বিশ্ববিদা:লয়ে মাসিক এক শত টীকা বৃত্তি

  • নিপুণ । পিতা স্বর্গগত আচাৰ্য খুজে সরকার y বহুবর্ষব্যাপী পীড়ায় অসাধারণ সেবা ক্ষরিয়া ভক্তি

সুলতাও পৱাকা শুদৰ্শন করিয়াছিলেন। R, হইবার জন্ত বিলাত ছিলেন। তিনি মেন বিছুী, সৰ্ব্বপ্রকার গৃহকৰ্ম্মে” অতুলপ্রসাদ সেন লক্ষেীয়ের প্রসিদ্ধ ব্যারিষ্টার অতুলপ্রসাদ সেন মহাশয়ের মৃত্যুতে অবোধ্যা, আগ্ৰা-অযোধা, ভারতবর্ষ, বঙ্গদেশ বিশেষ ক্ষতিগ্রস্ত হইয়াছে । তিনি বাংলা দেশে জন্মগ্রহণ করিয়া ও শিক্ষালাভ করিয়া পরে বারিষ্টার যান। সেই উদ্দেশু সিদ্ধ হইবার পর দেশে ফিরিয়া আসিয়া তিনি কলিকাতা হাইকোটে ব্যারিষ্টারণ করেন। পরে তিনি লক্ষেী চীফ কোটে ব্যারিষ্টারী করিতে যান। কালক্রমে তিনি তথাকার প্রধান আইনজ্ঞ বলিয়া পরিগণিত হন, এবং সেখানকার বার-এসোসিয়েগুনের সভাপতি নিৰ্ব্বাচিত হন। লক্ষেীতেই তিনি স্থায়ী ষাসগৃহ নিৰ্ম্মাণ করেন । যে রাস্তায় তিনি বাড়ি করেন, লক্ষে মিউনিসিপালিটি তাহার সম্মানার্থ তাহার নাম রাখেন অতুলপ্রসাদ রেড়ি । তিনি প্রভূত অর্থ উপার্জন করিয়ছিলেন, দানও তদ্রুপ করিতেন । কোনও সৎকন্মের আবেদন, কোন বিপক্সের প্রার্থনা তিনি অগ্রাহ করিতে পারিতেন না। তিনি ধনী অবস্থায় প্রাণত্যাগ করেন নাই । আইনজ্ঞান ও প্রচুর অর্থ উপার্জনের জন্তই যে তিনি লক্ষেীয়ে সম্মান পাইতেন তাহা নহে, তিনি লক্ষীয়ের প্রধান নাগরিক "First Citizen” ) বলিয়া স্বীকৃত হইতেন ( এবং মৃত্যুর পর বহু শোকসভায় ঐ নামে অভিহিত হইয়াছেন ) এই জন্ত, যে, তিনি মানুষটি অতি সহৃদয়, অমায়িক, সজ্জন, বিদ্বান, সমুদয় হিতপ্রচেষ্টার ও সকল সদনুষ্ঠানের সহায় এবং সকল ধৰ্ম্মসম্প্রদায়ের প্রতি মৈত্রীভাবাপন্ন ছিলেন । র্তাহার অন্তরঙ্গ বন্ধুর অভাব ছিল না, শক্র কেহ ছিল না । তিনি রাজনীতিক্ষেত্রে উদারনৈতিক ছিলেন, এবং সমগ্রভারতীয় উদারনৈতিক সংঘের এক অধিবেশনের সভাপতি, অগ্রী-অযোধ্যার প্রাদেশিক উদারনৈতিক সভার সভাপতি এবং উক্ত প্রদেশর উদারনৈতিক কনফারেন্সের দুই অধিবেশনের সভাপতি হইয়াছিলেন। তিনি খ্যটি “স্বজনী” ছিলেন এবং স্বাদশী দ্রব্যের ব্যবহার বিস্তারে সচেষ্ট ছিলেন । শিক্ষাবিস্তারকার্য্য ঠাহীর প্রিয় ছিল। লক্ষেী বিশ্ববিদ্যালয়ৰ কাজের সহিত তাহার ঘনিষ্ট যোগ ছিল।