পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহা হিন্দুমুসলমান-নির্বিশেষে সকল অত্যাচরিত নারীর সহায় হইয়া থাকেন । আগে অত্যাচরিতা হিন্দুনারীদের স্থান হিন্দুসমাজে প্রায়ই হইত না । এখন অনেক স্থলে স্থান হয়। সব স্থলে হয় কিনা বলিতে পারি না । সব স্থলেই হওয়া উচিত ও অবিশুক । - উপরে প্রসঙ্গতঃ নারীর উপর অত্যাচারের কারণ যে প্রধানতঃ দুবৃত্ত লোকদের পশিব দুষ্প্রবৃত্তি তাহ পরোক্ষভাবে বলা হইয়াছে । তা ছাড়া, অন্ত কারণও আছে । পৃথিবীর সব মহাদেশের বিস্তর দেশে পাপ-ব্যবসা চালাইবার জন্ত অনেক বালিকা ও তরুণীকে ছলে-বলে-কৌশলে । সংগ্রহ করা হয় । ভারতবর্ষে এবং বাংলা দেশেও হয় । বঙ্গে অপহৃত অনেক নারীর যে আর কোনই সন্ধান পাওয়া যায় না, তাহার কারণ, হয় তাহাদিগকে কোন দুবৃত্ত লুকাইয়। রাখিয়াছে, কিংবা সামাজিক পীপের দালালদের কাছে দূরে বিক্ৰী করিয়াছে, কিংবা প্রাণবধ করিয়াছে। বালিকা ও তরুণীদিগকে পাপব্যবসার জন্ত । পণ্যদ্রব্যের মত ক্রয় বিক্রয় সম্বন্ধে লীগ অব নেশুন্সের বিস্তৃত রিপোট' আছে । ইহা দমন করিবার চেষ্টা নানা দেশে হইতেছে । আমাদের দেশে একবারেই হইতেছে না, এমন নহে। ভারতের মহিলাদেরও দৃষ্টি এদিকে পড়িয়াছে । কোন কোন নারীহরণের আর একটি উদ্দেশু, ধৰ্ম্মান্তর গ্রহণ করাইয়া সেই ধৰ্ম্মসম্প্রদায়ের সংখ্যাবৃদ্ধি বলিয়া অনুমিত হইয়াছে। বোধন-নিকেতন মেদিনীপুর জেলার ঝাড়গ্রামে স্থাপিত বোধন-নিকেতনের লাম প্রবাসীর পাঠকের জানেন । ইহা জড়বুদ্ধি ছেলেমেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্ত বাহ করিতে চায়, তাহ পুৰ্ব্বে পূর্বে প্রবাসীতে লিখিত হইয়াছিল। ইহার দ্বিতীয় খার্ষিক রিপোর্ট বাহির হইয়াছে। তাহ সচিত্র এবং ইংরেজীতে লিখিত। বাঙালী ছাত্র ভিন্ন বাংলাদেশের বাছির হইতে अवांछांर्णौ कृछि झांद्ध धथांप्न छर्डि इरेंझांरक्ष* श्रङ cयকােজ জারন্ধ হুইয়াছে, তাহার প্রয়ােজুলীত এবং কাজ ు : s=* :e বিবিধ প্রসঙ্গ—মিস্মেয়োর অণষার ভারত-ভ্ৰমণ ? ' কিরূপ চলিতেছে, তাহা যাহারা জানিতে চান, তাহারা ইহা পাঠ করিলে জানিতে পারিকেন । বঙ্গের শিক্ষণ-বিভাগের ডিরেক্টর বটমঙ্গী সাহেব ইহ দেখিয়া কি বলিয়ছিলেন, ষ্টেটসম্যান কাগজের সম্পাদকীয় বিভাগের অন্ততম কৰ্ম্মচারী অধ্যাপক ও আর্ড সোআর্থ ইহা দেখিয়া কি লিখিয়াছেন, এব এইরূপ অন্তান্ত লোকদের মত এই রিপোটে গ্লিখিত হইয়াছে । ছাত্রদের কিরূপ উন্নতি হইতেছে, চিত্রের স্ফারণ বুঝান হইয়াছে । যাহাদের বাড়িতে জড়বুদ্ধি ছেলেমেয়ে আছে, তাহাদের এই রিপোর্টট দেখা উচিত । জনহিতৈষী অন্ত লোকদেরও ইহা দ্রষ্টব্য । ৬৫ বিজয় মুখুজ্যে গলি, ভবানীপুর, কলিকাতা, এই ঠিকানায় ইহা সম্পাদক ক্রযুক্ত গিরিজাভূষণ মুখোপাধ্যায়ের নিকট বিনামূলো পাওয়া যায়। যাহারা ইহা ডাকে লইতে চান তাহারা তাহাকে পাচ 懿 - ఫిషి: পয়সার ডাক-ষ্ট্যাম্প পাঠাইবেন । এই প্রতিষ্ঠানটির খুব । অর্থের প্রয়োজন, এবং ইহা সাহায্যের ধোগ্য । যাহার সাহায্য করিতে চান, তাহারা টাকাকড়ি গিরিজাভূষণ বাবুর নামে পাঠাইবেন । শ্ৰীযুক্ত জলধর সেনের সম্বৰ্দ্ধনা শ্ৰীযুক্ত জলধর সেন প্রথমতঃ হিমালয়ে ভ্রমণের বৃত্তাস্ত লিথিয় প্রসিদ্ধি লাভ করেন। আমরা যখন র্তাহার ভ্রমণকাহিনীর কথা, "চড়াই উৎরাই” প্রভৃতির কথা, আগ্রহের সহিত “সাহিত্যে” পড়িতাম, সেদিন এখনও । মনে পড়ে। পরে তিনি অন্তান্ত রচনার দ্বারা খ্যাতিলাভ করেন । সম্পাদকের কাজও তিনি বহু বৎসর করিতেছেন । তাহার পচাত্তর বৎসর বয়স পূর্ণ হওয়ায় যথাযোগ্যভাবে র্তাহার সম্বৰ্দ্ধন করা হইয়াছে। ইহা ঠিকই হইয়াছে। গবন্মেণ্টও তাহার সমাদর করিতে ক্রটি করেন নাইতাহাকে রায়-বাহাদুর খেতাব দিয়াছেন । মিস মেয়োর আবার ভারত-ভ্ৰমণ ? কেহ কেহ খবর পাইয়াছেন, কুৰিখ্যাত মিস্ মেয়ে আবার ভারতভ্রমণ করিতে- আলিতেছে । তাছার আগেকার ছুটি কীৰ্ত্তি আছে। ফিলিপাইন দ্বীপপুঞ্জের BBBB egSBB BBBBS DDB DBBBBBDD BBBD S হয় । তদবধি তাঁহার স্বাধীন হইবার চেষ্টা করিতেছে ।