পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 পুঁটু প্রবাসা; নিম্নোক্ত উপায়ে উহাদের এই অবস্থার ছবি তুলিতে কৃতকার্ধ্য হইয়াছি। একটি অনতিগষ্ঠীর অল্প জলপূর্ণ পাত্রের মধ্যে কয়েকটা মাকড়সাকে পাচ দিন কিছু থাইতে না দিয়া রাখিয়া দিয়াছিলাম। কয়েক দিন কিছু খাইতে ন পাইয়া ইহারা অতিমাত্রায় ক্ষুধাৰ্ত্ত হইয়া উঠিয়াছিল। তখন ঐ পাত্রের মধ্যে কয়েকটা ‘স্বৰ্য্যপোনা' মাছ ছাড়িয়া দিবার পর অল্পক্ষণের মধ্যেই দুইটি মাকড়সা দুইটি মাছকে শল্য বিদ্ধ করিয়া পাতার উপর উঠাইয়া ফেলিল। পূৰ্ব্বেই ক্যামেরাটিকে নীচু দিকে মুখ করিয়া কাচ পাত্রের উপর বসাইয়া দেওয়া হইয়াছিল, কাজেই সঙ্গে সঙ্গে よっ○8○ ছবি তুলিয়া লইতে আর কোন জহুবিধাই ঘটে। নাই । মাছটাকে ধরিয়া পাতার উপর তোলার পর আমর ইচ্ছা করিয়া জোরে শব্দ করায়, মাকড়সাটা ভয় পাইয়া মাছটাকে ছাড়িয়া দিয়া পাশে বসিয়া রহিল। প্রথম ছবিতে ইহাই দেখান হইয়াছে। নীচের ছবিতে এরূপ কিছুই করা হয় নাই। মাকড়স মাছটাকে পাতার উপর টানিয়া অসাড় করিয়া মারিয়া ফেলিয়া আহারে ব্যস্তু, আছে * বহু বিজ্ঞানমন্দিরের টুনিস্তাক্ষসন এ (উলুম-৭, ১৯৩১-৩২) এই মৎস্ত-শিকারী মাকড়সার বিস্তৃত বিবরণ প্রকাশিত হইয়াছে। كمبيحة تحت-تعا ভারত কোথায় ? শ্ৰীশরৎচন্দ্র মুখুজ্যে ইউরোপের নানা দেশে নানা রকম দেখে নিজেকে নিজে অনেক বার জিজ্ঞাসা করেছি –“ভারত কোথায় ?” আমেরিকায় এসে যেন আমার এ প্রশ্ন আরও বেশী ক’রে মনে পড়েছে। এদের স্কুলকলেজ দেখি আর ভাবি– “ভারত কোথায় ?” এদের লাইব্রেরী, এদের হাসপাতাল, এদের বাড়িঘর রাস্তাঘাট সবই যেন আমাকে বার-বার মনে করিয়ে দেয় “ভারত কোথায় ?” “ভারত কত পিছনে ?” কিছুদিন আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক cots oftöð (De Lamar Institute of Public Health—Columbia University) of Teto জামাকে ভারতবর্ষের ‘পাবলিক হেলখের সম্বন্ধে কিছু বলতে হয় । এবার আমার ঐ প্রশ্নটি যেন আরও বড় রকমে আমার চোখের সামনে ভাসছিল । এ-দেশে পাবলিক হেলথের জন্ত এরা এত করছে, আর আমরা তার কতখানি পিছনে, তাই ভেবে যেন আমার বলার মত বেশী কিছু খুঁজে পাচ্ছিলাম না। ষা-কিছু করা দরকার তার অনেকগুলোতেই ষে আমরা পিছনে তা স্বীকার করতেও যেন প্রাণে আঘাত লাগছিল । নিজেকে নিজে বহুবার জিজ্ঞাসা করেছিলাম—“ভারতবর্ষ কোথায় ? কত দূরে ? কত পিছনে ?” আমার এই প্রশ্নের জবাব পেলাম এদেশেরই একখানা বইয়ে। ডাঃ ডবলিন নামক একজন খুব নামকরা লোক কিছুদিন আগে এক খান বই লিখেছেন ( Health nnsla Wealth by Louis I, Dublin of the Metropolitan Life Insurance Co.) I owtal icy Noa of sm যেন ডাঃ ডবলিন আমার মানসিক প্রশ্নটি জেনেই তার, বইখান। লিখেছিলেন। র্তার বইয়ের ১৮ পৃষ্ঠায় আছে, “India stands at the very bottom of the list of the countries of the world, with an expectation of about 23 years” wests stāvsąt są sta পৃথিবীর অন্তান্ত সমস্ত জাতির তালিকার সর্বনিম্নে—২৩ বছরেরও কম জীবনধারণের আশা। এর তুলনায় অন্ত কয়েকটি দেশের জীবনের আশা কত বছর, তা দেখলে বেশ বোঝা যাবে যে, কেন আমি বার-বার জিজ্ঞাসা করেছি “ভারতবর্ষ কোথায় ?”