পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੇiੀ ●थडrांवरूँञ S) না। প্রাণ হাতে ক’রে প্রায় ছয় সাত শত ফুট পাহাড়ের খাড়া গা বেয়ে বড় বড় পাথর ডিঙিয়ে যেখানে পৌছান, গেল সেখান থেকে সমস্তটা দেখা যায় বটে কিন্তু ফোটে৷ তোলা প্রায় অসম্ভব, স্বতরাং যে ক'টি ছবি তুলেছিলাম পা দিয়ে দাড়িয়ে আছেন, অন্তদের পিঠমোড়া ক’রে হাতে ও গলায় দড়ি দেওয়া আছে। বিসেতুন থেকে আরও পনের কুড়ি মাইল দূরে “টাক-ই বোস্তান গুহায় শাশানিয় যুগের প্রস্তর চিত্রাবলী টাক-ই-বোস্তান। নৃপতি শাপুর যুবরাজ খসরুকে অভিষিক্ত कब्रिप्ठरश्न, निझन इंडेrमवठी चश्ब्र भङमा প্রায় সবগুলিই নষ্ট হয়ে গিয়েছিল। চিত্রাবলীতে প্রধান মূৰ্ত্তিগুলির উপরে ইরাণীয় ও ইলামিয় ভাষায় এবং নীচে বাবিলনীয় ভাষায় মূৰ্ত্তিগুলির নামধাম দেওয়া আছে। প্রথমটি দারয়বহোঁস, দ্বিতীয় মণ্ডল (cश्वविद्यान) cगोयाउ, कृउँौद्ध श्नौव्र चार्षीन, ध्ड्रर्ष বাবিলনীয় নিদিষ্কবেল, পঞ্চম মাদ-জাতীয় ফ্রবর্ভিস, ষষ্ঠ স্বলীয় মৰ্ত্তিয়, সপ্তম অসগৰ্ত্তীয় চিত্ৰংতখম, অষ্টম পারলীক বহজদাত, নবম বাবিলনীয় অর্থ, দশম মর্গদেশীয় ফ্রাদ, একাদশ শক-জাতীয় স্থখ। এই মূৰ্ত্তিগুলি নৃপতি দারন্থবন্থেীলের বিভিন্ন শক্রর। নৃপতি এক শঙ্কর বুকের উপর S SAAAS AAAAA AA S SA SAS A SAS SSAS টাক-ই-বোস্তান। নীচে যুদ্ধসজ্জায় নৃপতি শাপুর। উপরে মধ্যে শাপুর, দুই পাশে খসরু ও শিরিন আছে। নৃপতি খসরু ও তাহার মহিষী শিরিন ( রোমক রাজ-দুহিত),স্থপতি খসরুর মৃগয়া,নৃপতি শাপুরের যুদ্ধবেশ— এই সকল সেখানে রয়েছে। এই প্রস্তর-খোদিত চিত্রাবলীতে ভারতীয় শিল্পীর কলাকৌশলের নিদর্শন এতই স্পষ্ট—বিশেষ হাজীগুলির পরিকল্পনা এরূপ ভারতীয় ছাদের—যে পাশ্চাত্য দেশেও এখন অনেকে স্বীকার করতে বাধ্য হয়েছেন ষে এগুলির অঙ্কনকার্ধ্যে ভারতীয় শিল্পীও বোধ হয় নিযুক্ত করা হয়েছিল। 帶 事 翻 কেরমানশাহে পোছান গেল, শহরটি বেশ বড় এবং