পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డ్రెtia! আমেরিকায় ব্যাঙ্কিং সঙ্কট ১২৩ কিন্তু প্রয়োজন হইলে গভর্ণমেণ্টের তত্ত্বাবধানে স্বর্ণ রপ্তানি করা যাইবে । কি কারণে আমেরিকায় হঠাৎ কঠিন ব্যাঙ্কিং সঙ্কট উপস্থিত হইল তাহা বিবেচনা করিলে মনে হয় সেদেশের ব্যাঙ্কিং পদ্ধতির গোড়ায় যে গলদ আছে তাহাই মূখ্যতঃ ইহার জন্য দায়ী। ১৯২৯ সাল হইতে আমেরিকার ব্যবসায় ও বাণিজ্য দিন দিন মন্দা হইতে চলিয়াছিল । প্রেসিডেন্ট নিৰ্ব্বাচনের সময়ে ভূতপূৰ্ব্ব প্রেসিডেন্ট হুভার বলিয়াছিলেন, আমেরিকার আর্থিক অবস্থা এমন হইয়াছিল যে সে প্রায় স্বর্ণমান পরিত্যাগ করিতে আয়োজন করিয়াছিল । অনেকে এই উক্তি নির্বাচন প্রসঙ্গে একটি ধাপ্লাবাজী বলিয়া উড়াইয়া দিতে চাহিয়াছিলেন । কিন্তু যাহার। আমেরিকার আর্থিক অবস্থার খোজ রাখেন তাহারা মনে করেন প্রেসিডেন্ট হুভার সত্যই বলিয়াছিলেন । প্রথমতঃ, আমেরিকার বজেটে আয়ব্যয়ের সামঞ্জস্ত সাধিত হয় নাই। দ্বিতীয়তঃ, নূতন করের যে সব প্রস্তাব করা হইয়াছিল । কংগ্রেস সেগুলি অনুমোদন করে নাই, তৃতীয়তঃ ব্যয়সঙ্কোচেরও বিশেষ কোন চেষ্ট৷ করা হয় নাই । এই-সব কারণে আয় অপেক্ষা ব্যয় উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াতে অন্যান্য দেশে এবং আমেরিকায়ও এই ধারণ বলবতী হইয়াছিল যে আমেরিকার আর্থিক অবস্থা আরও হীন হইবে । এই জন্তই ব্যাঙ্ক হইতে টাকা তুলিবার ব্যগ্রতা আরম্ভ হইয়াছিল । প্রথম মিশিগ্যান ষ্টেটে ইহা আরম্ভ হয় । ফলে সেখানকার গভর্ণর ব্যাঙ্ক-ছুটি ঘোষণা করেন। মিশিগ্যানের দেখাদেখি অন্তান্ত ষ্টেটে আতঙ্ক ছড়াইয়া পড়িল এবং সমস্ত দেশব্যাপী এরূপ একটি অবস্থার স্বষ্টি হইল যাহাতে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট সমস্ত দেশব্যাপী ব্যাঙ্ক-ছুটি দিতে বাধ্য হইলেন । একদিকে আয় অপেক্ষ বয়-বৃদ্ধি, অন্ত দিকে পশ্চিম ভাগের ষ্টেটের কৃষকদের অনবরত মাগনি যে সরকার তাহাদের অতিরিক্ত কাচা মাল ক্রয় করুন, যেহেতু অস্তান্ত দেশের মত মালের মূল্য হ্রাস হইলে তাহাদের সর্বনাশ হুইবে । নির্বাচনক্ষেত্রে তাহদের ভোটের মূল্য অধিক ७द९ धनि डांशं८लग्न चांदवलन ॐांश् न कब्र झछ डांश হুইলে সঙ্ঘবদ্ধ কৃষকের নির্বাচনে অস্ত পক্ষকে ভোট দিবে ইহাও নিশ্চিত । এই সমস্তায় পডিয়া ভূতপূৰ্ব্ব প্রেসিডেন্টদের আমলে ফেডারেল ফার্শ্ব বোর্ড নামে একটি সংস্থা গঠন করা হয় ; ইহার উদ্বেগু ছিল গম, তুলা, প্রভৃতি সরকারের তরফে ক্রয় করা, যাহাতে ইহাদের মূল্য হ্রাস না হয়। এইরূপ করিতে গিয়া সরকার যে অপৰ্য্যাপ্ত অর্থ খরচ করেন, তাহা সত্ত্বেও পৃখিবীব্যাপী মন্দার দরুণ ক্টাচা মালের মূল্য অসম্ভব হ্রাস হওয়াতে, আমেরিকায় ইহাদের মূল্য উচ্চ রাখা অসম্ভব হইয়া পড়িল । অনেকে বলেন, ফেডারেল ফার্শ্ব বোর্ড কাচা মাল কিনিতে যে টাকা ব্যয় করিয়াছেন তাহ প্রায় সমস্তই লোকসান হইয়াছে, সুতরাং বাধ্য হইয়া আর কাচা মাল খরিদ করিতে পারিতেছে না। প্রসিডেন্ট রুজভেল্ট তাই প্রস্তাব করিয়াছেন আইন দ্বারা নিদিষ্ট জমির অতি০ রিক্ত কেহ চাষ করিতে পারিবে না এবং কৃষকদিগের লোকসান রিকন্‌ষ্ট্রাকসন ফাইন্যান্স করপোরেশন’ হইতে পুরণ করা হউক । আমাদের মনে হয়, সে-দেশের বর্তমান ব্যাঙ্কিং সঙ্কট অনেক পরিমাণে গভর্ণমেণ্টের এই নীতির ফলে উপস্থিত হইয়াছে। ১৯২৯ সালের পূর্ব পর্য্যন্ত আমেরিকায় ব্যবসায়-বাণিজ্যের দ্রুত উন্নতি হইয়াছিল, ব্যবসায়ের পরিমাণ বৃদ্ধি হইয়া ব্যাঙ্কের আমানত বুদ্ধি পাইয়াছিল। পশ্চিম এবং দক্ষিণ ভাগের ছোট ছোট ব্যাঙ্কগুলি অধিকাংশ টাকাই জমি বন্ধক রাখিয়া ধার দিয়াছিল। গম এবং তুলার মূল্য সেই সময় অধিক হওয়ায় জমির মূল্যও অত্যন্ত বৃদ্ধি পাইয়াছিল। কিন্তু যখন গম তুলা এবং অন্তান্ত কাচা মালের দাম কমিতে লাগিল তখন জমির দরও কমিল । ১৯২৯ সালের সহিত তুলনা করিলে দেখা যায় যে বর্তমানে জমির মূল্য পূর্বের অপেক্ষা প্রায় এক-তৃতীয়াংশ । কাজেই ব্যাঙ্ক যে টাকা ধার দিয়াছিল তাহ সম্পূর্ণ আদায় করিবার কোন উপায় ছিল না। যদি প্রথম হইতেই তাহারা জমি বিক্রয় করিয়া টাকা আদায়ের চেষ্টা করিত তাহা হইলে হয়ত তাহাদিগকে এতটা লোকসান দিতে এবং অবশেষে কাৰ্য্য বন্ধ করিতে হইত না । কিন্তু ফাম" বোর্ড অতিরিক্ত গম কিনিবে, গমের বাজার চড়িবে এবং সেই সময় জমির দরও বাড়িবে, এই আশায় ছোট ব্যাঙ্কগুলি জমি বিক্রয় করিয়া টাকা আদায়ের চেষ্টা করিল না । অতএব দিন দিন ব্যাঙ্কের অবস্থা আরও কাহিল হইতে লাগিল এবং আমানতী টাকা প্রত্যপণ করিতে না পারায় অবশেষে তাহারা কাৰ্য্য বদ্ধ করিতে বাধ্য হইল। ঠিক অনেকটা এই কারণেই সে দেশের লোন আপিসগুলি দুর্দশাগ্রস্ত হইয়াছে। স্বল্প সময়ের আমানত গ্রহণ করিয়া বন্ধকী কারৰায় করিলে এই পরিণাম অবশুম্ভাবী । ফাম বোর্ডের কার্য্যপ্রণালী পৰ্য্যালোচনা করিলে ইহাই মনে হয় যে, শুধু আইন-কান্থন দ্বারা কোন দেশ নিজের অৰস্ব উন্নত করিতে পারে না । অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের পরস্পরের সহিত এত ঘনিষ্ঠ সম্বন্ধ যে, পৃথিবীব্যাপী সৰ্ব্বত্র কাচা এবং যন্ত্রপাতি দ্বারা নিৰ্ম্মিত মালের মূল্য হ্রাস হইলে কোন বিশেষে দেশে তাহার অপেক্ষ অধিক উচ্চ মূল্য বজায় ब्रथिं चांश्च नीं ।