পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮

  • Rf8 wifts (Empire free trade) was wiftafss off (Economic conference) was orgata আন্দ্বের অবসান হুইবে না।

সকল দেশের ভাগাই এখন সকল দেশের সহিত গ্রথিত হইয়া পড়িয়াছে। আমেরিকা এখন বুঝিতে পারিয়াছে, পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ স্বর্ণ তাহার কোষাগারে আবদ্ধ রাখিয়া সে অন্ত দেশের ক্রয়শক্তি হ্রাস করিয়াছে। ইউরোপের ঋণের বোঝা না কমাইলে তাহার বাণিজ্যের উন্নতিরও আশা নাই। অনেকে মনে করেন, স্বর্ণমান পরিত্যাগ, চলতি মুদ্রার সংখ্যা বৃদ্ধি এবং ডলারের স্বর্ণাংশ কমান এই-সব প্রস্তাবের মূলে একটি পরোক্ষ হেতু আছে, যাহা মজুরের মজুরী কমান। যদিও নামে পূৰ্ব্ব মজুীই বজায় থাকিবে, তথাপি মুদ্রার ক্রয়ুশক্তি কমিয়া যাওয়াতে পরোক্ষভাবে মজুরের মজুরী কমিয়া যাইবে। এই চালবাজী মজুরের ষে বোঝে না তাহা নহে। তাহারা কোন দিক দিয়াই মজুরী কমাইতে রাজী নয়। ইহার স্বপক্ষে এই বলা হয় যে, মজুরের মজুরী কমিলে তাহাদের ক্রয়ুশক্তি কমিয়া যাইবে। যেহেতু প্রত্যেক দেশই শুন্ধের হার চড়াইয়া মাল আমদানী বন্ধ করিতে চেষ্টা করিতেছে, সেহেতু এখন বাধ্য হইয়া নিজ দেশেই মালের কাটুতি বাড়াইতে হইবে। যদি ক্রেতাদের আয় কমিয়া যায় i. হইলে স্বদেশী শিল্পবাণিজ্যের অবস্থা আরও মন্দ ইহবে । এই-সব যুক্তির সপক্ষে-বিপক্ষে যাহাই বলা হউক না কেন, মালের দাম কমাইতে না পারিলে ৰিক্রয় বুদ্ধি ধ্ৰু প্রবাসী ; S<C)8C) হইবে না। বিক্রয় বৃদ্ধি করিতে হইলে মজুরের মজুরী কমাইতে হুইবেই। আমেরিকার আর্থিক অবস্থার পৰ্য্যালোচনা করিলে মনে হয়, তাহার ব্যাঙ্কিং সঙ্কট একটা সাময়িক উত্তেজনার ফলেই ঘটিয়াছে। ইহার অন্তর্নিহিত ষে সব কারণের উল্লেখ করা হইয়াছে যতদিন সেগুলির সমাধান না হয় ততদিন প্রতীচ্য যে রোগমুক্ত হইতে সমর্থ হইবে তাহা মনে হয় না। আন্তর্জাতিক বিদ্বেষ যেন দিন দিন আরও বাড়িতেছে। ইহার ফলে সমরসম্ভারের খরচ অারও বাড়িয়া চলিয়াছে। ডিজাৰ্ম্মামেন্ট কনফারেন্স প্রায় বিফল হইয়াছে। হিটলার-স্থধ্য উদয়ে জাৰ্ম্মানীতে নবজাগরণের সাড়া পড়িয়া গিয়াছে। ফ্রান্স এবং তাহার মিত্রবর্গ তাহাতে আশঙ্কাস্থিত হইতেছে । চীনের বিরুদ্ধে জাপানের অভিযান আমেরিকা রুষ্টদ্যুষ্টিতে নিরীক্ষণ করিতেছে। একে ত ব্যবসা-বাণিজ্যের অসম্ভব মন্দা, তদুপরি যদি সমরবার সঙ্কোচ না করিয়া উত্তরোত্তর বৃদ্ধিই করা হয়, তাহা হইলে ব্যবসার-বাণিজ্যের উপর যে অসম্ভব করভার চাপান হইয়াছে তাহাই বা কমিবে কিরূপে ? গত মহাসমর হইতে যে আন্তর্জাতিক বিদ্বেষ-বহ্নি প্ৰজলিত হইয়াছে এবং যাহা রেপারেশন এবং যুদ্ধঋণ দ্বারা তাজা রাখা হইয়াছে, সেগুলির অবসান না হওয়া পৰ্ব্যস্ত আমাদের আর্থিক অবস্থার উন্নতি হওয়া অসম্ভব। অন্তকে মারিলে আমরাও বাচিব না, এই সভ্য যখন আমাদিগের নিকট প্রতিভাত হইবে তখনই বর্তমান দ্বন্দ্ব-বিদ্বেষ দূর লইয়া পৃথিবীতে শাস্তি স্থাপিত হইবে। মহিলা-সংবাদ শ্ৰীমতী কপিলা খন্দওয়াল—বোম্বাই বিশ্ববিদ্যালয় শ্বইতে বি-এ ও বি-টি পরীক্ষা পাশ করিয়া ১৯৩০ সনে লেভি বারবার বৃত্তি লইয়া শিক্ষার্থ আমেরিকায় ংগমন করেন। সেখানে তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ের এম-এ পরীক্ষা পাশ করেন ও নানা সমাজহিতকর eडिर्छांटनब्र गश्ठि नशन्निहे थाकिघ्ना गांभाजिक ८गया শিক্ষা করেন। প্রত্যাগমনের সময়ে তিনি জাৰ্শ্বেনী, ইটালী, চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশ পরিভ্রমণ করিয়া শিক্ষা-বিষয়ক নানারূপ তথ্য সংগ্ৰহ করিয়াছেন। শ্ৰীমতী কমলা রায়—ইনি ফিলিপাইন দ্বীপপুঞ্জে একমাত্র ভারতীয় মহিলা ; এখন ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে পাঠে নিযুক্ত আছেন। ইনি এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাক্তার ঐধীরেন্দ্রনাথ রায় মহাশয়ের পত্নী । ঐযুক্ত জ্যোতিৰ্ম্মী গাঙ্গুলী ও ঐযুক্ত কুমুদিনী বস্থ এ-বৎসর কলিকাতা কর্পোরেশুনের কমিশুনর বা সদস্ত নির্বাচিত হইয়াছেন। ইহাদের বিবরণ বিবিধ প্রসঙ্গে यहेद] ।