পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ বাকিবে, যে, তিনি যেন মনে রাখেন, যে, দেশের নিরুপদ্রব অবস্থা ও শাস্তির জন্ত তাহার ষে বিশেষ দায়িত্ব থাকিবে তাহার সহিত পুলিলের আভ্যন্তরীণ শাসনকাৰ্য্য ও নিয়মামুগত্যের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে । ইহার সোজা মানে এই, যে, মন্ত্রী বেচার সাক্ষীগোপাল থাকিবেন এবং পুলিস সব বিষয়ে গবর্ণরের হুকুম তামিল করিবে । কথা বলিবার স্বাধীনতা ভারতীয় এবং প্রাদেশিক ব্যবস্থাপক সভাসমূহে সদস্যদের এখনকারই মত সভাগৃহে কথা বলিবার স্বাধীনতা থাকিবে। কিন্তু তাহাদের বক্তৃতাদি খবরের কাগজে যথাযথ ছাপিবার অধিকার সম্পাদক ও মুদ্রাকরদের আছে কি না সন্দেহ । জামিন দিবার ও তৎপরে যথাকালে বাজেয়াপ্ত হইবার ভয়ে কোন কাগজ ও প্রেস সব সদস্যের ব্যবস্থাপক সভায় উক্ত সব কথা ছাপে না । ভবিষ্যতেও এই ভয় থাকিবে । স্বতরাং কথা বলিবার স্বাধীনতা দিবার তামাশা হোয়াইট পেপারে না করিলেও চলিত। বাংলার ব্যবস্থাপক সভা বিহার, আগ্ৰা-অযোধ্যা, ও বাংলা এই তিনটি প্রদেশের ব্যবস্থাপক সভাগুলি উচ্চ ও নিম্ন কক্ষে বিভক্ত হইবে ; অন্ত সব প্রদেশের ব্যবস্থাপক সভা এককাক্ষিক হইবে । এইরূপ প্রভেদ করিবার কারণ জানি না। ১২ বৎসর পরে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে দ্বিকাক্ষিকগুলি এককাক্ষিক এবং এককাক্ষিকগুলি বিকাক্ষিক হইতে পারিবে। এই নিগ্রহান্থগ্রহের কারণও জানি না। বঙ্গীয় ব্যবস্থাপক সভার উচ্চ কক্ষে ৬৫ জন সদস্ত থাকিবে লেখা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন রকমের সদস্তের সংখ্যা যোগ করিলে ৬৭ হয়। বদি ৬৫ই ঠিক সংখ্যা হয়, তাহা হইলে “জেনার্যাল” বা সাধারণ ( অর্থাৎ কিনা প্রধানতঃ হিন্দু) আসন ১২টি হইতেই সম্ভবতঃ ২টি বাদ যাইবে । ছাগশিশু ব্ৰহ্মার কাছে নালিশ করে, “আমাকে गपहेि दणि निटङ छांब ” उांशरड बका फेखब cनन, বিবিধ প্রসঙ্গ—ৰাংলার ব্যবস্থাপক সভা Saరి “দেখ বাপু, তুমি এমন নিরীহ, যে, আমারও ঐক্কপ हेझो झ्म्न ।” ৬৫ জনের মধ্যে দশ জন গবর্ণর মনোনীত করিবেন। বাকী ৭৫ জনের মধ্যে ২৭ জন নিম্ন কক্ষের সব সভোর, নিৰ্ব্বাচন করিবেন। তাহাতে মুসলমান সভের সংখ্যাই বেশী হইবে। তা ছাড়া ১৭ জনকে কেবল মুসলমান নিৰ্ব্বাচকমণ্ডলীসমূহ নিৰ্ব্বাচন করিবে। এক জন ইউরোপীয় হইবে। ১২ ( বা ১• ) জন “সাধারণ” নিৰ্ব্বাচকমণ্ডলীসমূহ হইতে নিৰ্ব্বাচিত হইবে । ইহা হইতে স্পষ্ট বুঝা যাইতেছে, যে, এই উচ্চ কক্ষে গবন্মেণ্ট সাধারণতঃ নিজের মত বলবৎ রাখিতে পরিবেন । বঙ্গীয় ব্যবস্থাপক সভার নিম্ন কক্ষে ২৫০ জন সদস্য থাকিবে । তাহদের মধ্যে, নিশ্চয়, ১১৯ জন মুসলমান, ২ জন দেশী খ্ৰীষ্টিয়ান, ৪ জন ফিরিঙ্গী এবং ১১ জন ইউরোপীয় হইবে। তম্ভিল্প, হোয়াইট পেপারই আশা করে, আরও ১৪ জন ইউরোপীয় বাণিজ্যাদির প্রতিনিধি হিসাবে নিৰ্ব্বাচিত হইবে, এবং ৫ জন ভারতীয় হইবে ( কোন ধর্শ্বের বলা যায় না ) । ৫ জন জমিদারের মধ্যে কোন ধর্শ্বের কয় জন হইবে বলা যায় না। বিশ্ববিদ্যালয়ের ২ জন প্রতিনিধি কোন কোন ধর্মের হইবে, তাহ অনিশ্চিত । শ্রমিক ৮ জন সম্বন্ধেও ঐ মন্তব্য প্রযোজ্য। বঙ্গের “সাধারণ” ৮৯টি আসন হিন্দু বৌদ্ধ জৈন শিখ পারসী আদিমনিবাসী ইহুদী প্রভৃতির জন্ত । ৮০টির মধ্যে ৩৯টি “অবনত” শ্ৰেণীসমূহের छछ । दांकौ *०छि शनि हिन्दूबाहे प्राच्न, “चवन७” ७० छन गनणा बनि সাধারণতঃ হিন্দু সদস্যদের দলে থাকে ( বাহা বিশেষ সন্দেহস্থল ), এবং বাণিজ্যের ৫টি ভারতীয় আসন, জমিদারদের ৫টি আসন, বিশ্ববিদ্যালয়ের ২টি আসন ও শ্রমিকদের ৮টি আসন সমস্তই যদি হিন্দুরা পায় ( যাহা নিশ্চয়ই পাইবে না ), তাহা হইলেও বঙ্গীয় ব্যবস্থাপক সভার নিম্ন কক্ষে হিন্দুপ্রতিনিধির সংখ্যা হইবে মোট ১••। ইহা ২৫৬এর অৰ্দ্ধেকের চেয়ে কম । স্বতরাং বঙ্গের হিন্দুরা নিজেদের শক্তিতে নিম্ন কক্ষে কখনও নিজেদের মত বজায় রাখিতে পারিবে না। তাহ যে পরিবে না, তাঞ্ছার জারওঁ কারণ আছে। বর্তমানে “জবনত”