পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্ৰোক্ষাফল স্ত্রীরামপদ মুখোপাধ্যায় বহুদিন পরে অতুলের সঙ্গে হঠাৎ দেখা হইয়৷ গেল। আপিস-ফেরৎ বাসে গাদাগাদি করিয়া লোক চলিয়াছে, অঙ্গপ্রত্যঙ্গ অক্ষত রাখিয়া ঠিকানায় পৌছানো কম কৃতিত্বের কথা নহে। প্রথমে চাই একটি নিৰ্ব্বিন্ন কোণ । দ্বিতীয়তঃ, হাত দুখানি বুকের উপর আড়াআড়ি রাখিয়া অন্তের চাপ হইতে নিজেকে রক্ষা করা। তৃতীয়তঃ, বাস থামিবার কালে টাল সামলাইবার জন্য পা দুখানিকে অতি সন্তপণে ছড়াইয়া সৰ্ব্বদেহের সমতা রক্ষা করা । সৰ্ব্বোপরি চক্ষু চরকীর মত সৰ্ব্বক্ষণ ঘুরিতে থাকিযে,-মাথা বুঝি এই ঠুকিয় গেল, পা বুঝি ছেচিয়া গেল, হাতের উপর বুঝি-বা চাপ পড়িল, বুকের ও-পাশের পকেটে অজানা আগন্তুকের নিঃশব্দ হাতখানি বুঝি যৎসামান্ত পুজির মাথায় হাত বুলাইল ইত্যাদি । এত সতর্কতা সত্ত্বেও বাস থামিবার কালে একজন লোক উঠিয়া আমার সামনে আসিয়া দাড়াইল । তাহার পানে চাহিবার পূৰ্ব্বেই বাস নড়িয়া উঠিল ও লোকটি টলিয়া আমার উপরেই হুমড়ি খাইয় পড়িল । বক্ষোবদ্ধ হাত দিয়া তাহাকে একটা ঠেলা দিয়া কহিলাম,—জাঃ—কাণা না কি ? লোকটি সামলাইয়। আমার পানে চাহিয়াই সহৰ্ষে চীৎকার করিয়া উঠিল,—বাই জোন্ড, ফণী যে ! চিন্তে পারলি নে ? * মুহূৰ্ত্ত পূর্বের দৃষ্টিশক্তির বড়াই আমার ঘুচিয়৷ গেল । সে অতুল। একসঙ্গে কলেজে চার বছর পড়িয়াছি,—একসঙ্গে পাস করিয়াছি, একই ঘরে পাশাপাশি খাটে গুইয়া দেশ-বিদেশের কত ন গল্প कब्रिग्न यौटअब्र ब्राखि cखांच्न कब्रिग्न। ब्रिश्–ि७बू তাহাকে চিনিতে পারিলাম না! মাত্র চারটি বৎসরের साक्थ्रोन । किछु श्रृंश्रक्ष कब्रिङ्ग यजिद्द७ श्रृंो-िनौं। চিনিবার দোষ আমার নহে। সম্পূর্ণ চারিটি বৎসরে সে অসম্ভব রকমের রোগ হইয়া গিয়াছে ; ফুলম্ভ গালে হাড় উঠিয়াছে। দাড়ি গজাইয়াছে এত ঘন ও বিশৃঙ্খল যে, লোকালয়ের সঙ্গে তার সম্পর্ক কতটুকু সে-বিষয়ে বে-কেহ যথেষ্ট সন্দেহ করিতে পারে । হোষ্টেলের সেই ফিট-দুরস্ত বাবুর গায়ে এমন জামাকাপড় কেই-বা কোন দিন ভাবিতে পারে ? অভাবের তাড়নায় মানুষ যদি মরিয়া হইয়া তপস্যা স্বরু করে ত, সে-তপস্তার শেষ পরিণতি এমনই লজ্জাহীন দারিদ্র্য। এবং অতুলকে দেখিয়া আমার মনে হইল, এই সম্পদকে পাইবার জন্তু তাকে ধেন বিশেষ রকমের ক্লেশ স্বীকার করিতে হইয়াছে । অতঃপর চিনিলাম এবং লজ্জিতও হইলাম । অতুল বোধ হয় আমার লজ্জা বুঝিল না। প্রশ্ন করিল,—ভাল ত ? উত্তর দেওয়া বাহুল্যবোধে নিজ দেহের পানে চাহিলাম। অতুল আমার দৃষ্টির অনুসরণ করিয়া বুঝুক, চার বৎসর পুৰ্ব্বেকার আমির সঙ্গে আজিকার আমির কত তফাৎ । রং ! ই আগের চেয়ে ফরসা হইয়াছে বইকি। ছিপছিপে চেহারায় নেওয়াপাতি-গোছ জুড়ি গঙ্গাইয়াছে। বাটারফ্লাই গোপ ঘুচিয়৷ কাইজারী ফ্যাশনের যুগ আসিয়াছে—উৰ্দ্ধ ওষ্ঠরাজ্যে । চোখের চশমা, হাতের রিট-ওয়াচ, ও বুকের ফাউন্টেন—কোনটাই ত কুশল প্রশ্ন জিজ্ঞাসার বিনিময়ে প্রতিকুল উত্তর দিবার মত নহে। অবশু মাথায় আমেরিকান ফ্যাশান ঘুচিয় সাদাসিধা এক টেরির আবির্ভাব হইয়াছে, যাহা দেখিলে নিরীহ গৃহস্থের সাংসারিক অটুট শাস্তির পরিচয়ই মিলে। পায়ের জুতা ভিড়ের চাপে অদৃপ্ত না श्हेप्ण चङ्ण cनषिज्र ८नथाप्न७ चाडिजाएउाग्न क्ष्ि शशब्रियू । शङब्रां९ छांणहे चाहि ।