পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԶՊe “জালোনো আর কি ?” “সে স্বাক—এখানে পড়ছ ?” *আর চোদ্বদিন পর পরীক্ষণ ।” “পড়াশোনা কেমন করেছ ?” “ভালোই ত করেছি মোটের ওপর। অৱখের ভয়ে শিী মেহনৎ করতে ভয় করে, নয়ত আরো ভালো 葛 יין “চলছে কি ক’রে ?” "টুইশানিটা ত আছে।” *ডাইতেই চলে । দশটা ত মোটে টাকা ।” “বাড়ী ভাড়া লাগে না, কলেজের মাইনে দিতে হয় না, }ওয়া-দাওয়া করতে যা লাগে আর বই খাতা পেন্সিলের 覆瓦s” “তোমার ঐ শরীরে একটু ভালো খাওয়া-দাওয়া ওয়া দরকার ।” নন্দ মৃদু হাসিল । পোট ভরিয়া আহার করিতে রিবার উপর কাহারও ধে আবার কোনও দাবী কিতে পারে ইহা যেন নিতান্তই অবাস্তর প্রসঙ্গ । অজয় বলিল, “বাড়ীভাড়া লাগে না বলছ, সে কিরকম i"রে হয় ?” নন্দ বলিল, “বাড়ীটা প’ড়েই ছিল, পুরনো বলেও বটে rার ভূতের বাড়ী ৰ’লেও বটে, কেউ এটা ভাড়া নিতে য়ি না। বাড়ীওয়ালার মস্ত লোক, পরোয়া করে না, টাকে তাদের গুদাম ক’রে রেখে দিয়েছে । আমি ’লে কয়ে এই ঘরটা নিয়েছি।” স্নান সমাধা হইতেই নন্দ বলিয়া বসিল, "খেতে যাবেন লুন।" অজয়কে হঠাৎ এই অবস্থায় এভট কাছে পাইয়া মে তাহার সাহস বাড়িতেছিল। অক্ষ সময় এই কথাটুকু লিতে অনেক কাচুমাচু করিত। অজয় কি বলিবে ভাবিয়া পাইল না। তাহাকে রব দেখিয়া নন্দের সাহস একেবারেই উৰিয়া গেল । গল, “আপনার ভালো না লাগে ত দরকার নেই ••• মি পাশেই একটা হোটেলে খাই । বেশ ভালো rটেল, তাই ভেবেছিলাম হয়ত আপনার অন্ধবিধা e হতে পারে।” SనOBO অজয় বলিল, “নন্দ, কাছে এসো।•••হোটেলে কত ক’রে দিতে হয় ?” নন্দ বলিল, "তিনরকম আছে, স্থ আনা, তিন আন আর পাচ আন৷ ” “ছ জানাতে কি-কি দেয় ?” “ভাত, ডাল আর মাছের কাটার চচ্চড়ি । ভাত-ভাল খুব অনেকখানি ক’রে দেয়।” তাহার কাধে হাত রাখিয়া অজয় বলিল, “তুমি ছু আনাতেই খাও ”

    • Ti so

“তাও অধিকাংশ দিন একবেলা মাত্র ?” নন্দ মাখা নীচু করিয়া রহিল। অজর আবারও কহিল, "একবেলাও রোজ খেতে পাও না 7 বালিগঞ্জে ছেলে পড়াতে যেতে হয়, এতটা পথ অস্বস্থ শরীরে রোজ ইটো সম্ভব হয় না, খাবারের পয়সা বাস ভাড়া দিতে খরচ হয়ে যায়, এই ত ?” নন্দের হঠাৎ আজ কি হইল, মাখাটাকে আরও নীচু করিতে করিতে ক্টোচার খুঁটে মুখ ঢাকিল। অজয় বলিল, “না নন্দ, ওইটি চলবে না। কাদতে স্থরু কর যদি তাহলে এখনই আবার মুটে ডেকে বিছানাপত্র নিয়ে চ’লৈ যাব।” যেমন অকস্মাৎ কাদিতে আরম্ভ করিয়াছিল, তেমনই অকস্মাৎ নন্দ চুপ করিয়া গেল। চোখ মুছিয়া বখন তাকাইল, অজয় দেখিল, তাহীর মুখের স্বাভাবিক বিষ্ণতারও অনেকখানিকে সেইসঙ্গে সে মুছিয়া ফেলিয়াছে । তাহাকে জোর করিয়া পাশে বসাইয়া অজয় বলিল, “শোনো নন্দ । আমার অবস্থাটা তোমার চেয়ে কিছু बि८लश डांtज1 नम्र, चखड* *श्वन नम्र ८श् चांभांब्र षांब्रां তোমার কোনও সাহায্য হতে পারে । কিন্তু তোমার একটি সাহায্য আমি নেব। আমি তোমার সঙ্গে এই খানেই থাকুব যদি তাতে তোমার কিছু আপত্তি না থাকে ৷” নন্দ্র প্রোয় চীৎকার করিয়া বলিয়া উঠিল, “আমার আপত্তি থাকবে ? কি বলছেন আপনি, বা রে ”