পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sogo উচ্চ কক্ষ হিন্দুপ্রধান ও জমিদারপ্রধান হইবে। কিন্তু সে অাশা পূর্ণ হইবে না। উচ্চ কক্ষে মুসলমানরা নির্বাচন করিৰেন , ১৭ জন মুসলমান মেম্বর । নিম্ন কক্ষের দ্বারা নির্বাচিত উচ্চ কক্ষের ২৭ জন মেম্বরের মধ্যে অনুন ১৩ জন মুসলমান হইবেন, কারণ নিম্ন কক্ষের শতকরা ৪৮ জন সভ্য মুসলমান । গবর্ণর উচ্চ কক্ষের যে দশজন মেম্বর নির্বাচন করিবেন, তাহার মধ্যে অন্ততঃ পাচ জন হইবেন মুসলমান। এক জন ইউরোপীয় মেম্বর ইউরোপীয় ভোটারদের দ্বারা নির্বাচিত হইবেন । অতএব উচ্চ কক্ষের ৬৭ ( বা ৬৫ ) জন মেম্বরের মধ্যে ৩৫ জন হইবেন মুসলমান ও একজন ইউরোপীয় । অনুগ্রহভাজনের অল্পগ্রাহকের দলেই সাধারণতঃ থাকে। অতএব “উচ্চ কক্ষের অ-হিন্দু সংখ্যাগরিষ্ঠ দলের দ্বারা গবন্মেস্ট সাধারণতঃ জনমতকে প্রতিহত করিতে সমর্থ হইবেন । পুণা-চুক্তির অযৌক্তিকতা পুণ-চুক্তির দ্বারা বঙ্গের অনুন্নত শ্রেণীসমূহকে বঙ্গীয় ব্যবস্থাপক সভায় “সাধারণ” ৮efট আসনের ৩০টি দেওয়া হইয়াছে । কিন্তু “অন্থয়ত” শব্দটির কোন সরকারী সংজ্ঞ, কোন সৰ্ব্বজনসম্মত সংজ্ঞ, না থাকায়, কাহাদের জন্ত, কতগুলি মাহুষের জন্য, ৩০টি আসন রাখা হইয়াছে, বুঝা কঠিন। অমুন্নত জাতিদের সরকারী, পরীক্ষাধীন, তালিকায় যে-সব জাতের নাম আছে, তাহাজের মোট লোকসংখ্যা ৯৩,৩৬,৬২৪ । বাগদী, ভূইমালী, ধোবা, জালিয়া কৈবৰ্ত্ত, ঝালো-মালো, কপালী, নাগর, নাথ, পোদ, পুণ্ডরী, রাজবংশী, রাজু, শুক্লী ও শুড়ীরা অস্পৃগু অনাচরণীয় অবনত ইত্যাদি নামে পরিচিত হইতে র্তাহাজের অনিচ্ছা কিছু দিন হইল গবন্মেণ্টকে জানাইয়াছেন। আরও কোন কোন জাতি পরে এইরূপ অনিচ্ছ। জানাইয়া থাকিবেন । র্যাহাঁদের নাম উপরে দিয়াছি, তাহাদের মোট লোকসংখ্যা ৫ •,১৯,৫৩৬ । ৯৩,৩৬,৬২৪ হইতে এই সংখ্যা বাদ দিলে ৪৩,১৭,০৮৮ থাকে। ইহা হইতে ২০,৮৬,১৯২ জন নমশুক্সেকও বাদ দিতে হুইবে । কারণ র্তাহার। সামাজিক হিসাবে ব্রাহ্মণত্ব ক্ষত্ৰিয়ত্ব, মোটের উপর দ্বিজত্বের, দাবি অনেক বৎসর ধরিয়া করিয়া আসিতেছেন, ব্যারিস্টার উকীল মোক্তার ডাক্তার গ্রাজুয়েট তাহাজের মধ্যে অনেকে আছেন, অন্ত জাতদের সঙ্গে প্রতিযোগিতা দ্বারা নিৰ্ব্বাচন-যুদ্ধে জয়লাভ कबिब कदब्रक छन दवौग्न बादशभक गडांब छूकिबांटरून, এবং মোটের উপর তাহারা স্বাৰলী ও প্রগতিশীল । অতএব অবনতদের সংখ্যা বঙ্গে জোর ২২,৩০.৮৯৬ দাড়ায় । সংখ্যার অনুপাতে ইহঁর আটটির বেশী আসন পাইতে পারেন না, কিন্তু ইহাদিগকে দেওয়া হইয়াছে west, I যে-কোন জাতের লোক ব্যবস্থাপক সভার যত আসন দখল করুন, তাহাতে আমাদের আপত্তি নাই। আমরা চাই, যে, তাহারা অস্পৃগুতাদির ছাপ কপালে লাগাইয়া সেখানে না-যান, এবং চাই, যে, তাহারা স্বরাজসৈনিক হইয়া ব্যবস্থাপক সভায় প্রবেশ করুন এবং সেখানে কাজ করুন স্বরাজসৈনিকের মত । পুণা-চুক্তি সমর্থনের আনুষঙ্গিক দোষ যখন পুণ-চুক্তিতে মহাত্মা গান্ধী মত দেন, তখন বলিয়াছিলেন, যে, তাহার সম্মতির মানে এ নয়, যে, তিনি প্রধান মন্ত্রীর সাম্প্রদায়িক নিৰ্দ্ধারণেও মত দিতেছেন । কিন্তু গান্ধীজীর দলভুক্ত লোকের চুক্তিটি র্তাহার অমুমোদিত বলিয়া এমন করিয়া উহার সমর্থন করিতেছেন, যে, প্রধান মন্ত্রীর সাম্প্রদায়িক নিদ্ধারণ ( communal award ) যে কংগ্রেসের ও গান্ধীজীর অনুমোদিত নহে, তাহা ভুলিয়া যাইতেছেন এবং প্রধান মন্ত্রীর নিদ্ধারণের পুনঃ পুনঃ প্রতিবাদ করিতেছেন না। র্তাহাদের ভয় হয় ত এই যে, তাহা হইলে পুণা-চুক্তিরও ত সাক্ষাৎ বা পরোক্ষ প্রতিবাদ করিতে হয় । পুখা-চুক্তির দ্বারা আর একটি অনভিপ্রেত কুফল ফলিতেছে । গান্ধীজীর, কংগ্রেসের, সমাজসংস্কারকদের মুখ্য উদ্দেশ্য “অবনত” জনগণ আর যাহাতে অবনত না-থাকে, যাহাতে তাহারা সামাজিক ও অন্যান্য দিক দিয়া উন্নত হয় ও উন্নত বলিয়া পরিগণিত হয়। কিন্তু ত্রিশটি আসনের লোভ এরূপ হইয়াছে, যে, যাহারা আগে ৰিজত্বের দাবি করিয়া আসিতেছিল তাহারাও কেহ কেহ অস্পৃশ্বত্ব অনাচরণীয়ত্ব ইত্যাদি আবার মানিয়া লইতেছে! অর্থাৎ এখন পুণ-চুক্তি রক্ষা এবং আসনের অধিকারী হওয়াটাই পরমার্থ হইয়া দাড়াইয়াছে, অনাচরণীয়ত্ব-মোচন পশ্চাতে পড়িয়া যাইতেছে। পুণা-চুক্তির মোহ এরূপ হইয়াছে, যে, সরকারী ফর্দে যাহাদিগকে অবনত বলিয়া ধরা হইয়াছে, তাহাদের অনেকের প্রতিবাদ সত্ত্বেও চুক্তির সমর্থক কংগ্রেসওয়ালার সরকারী ফর্দের চেয়েও বেশীসংখ্যক লোক যে বাংলা দেশে অবনত অনাচরণীয় ইত্যাদি, তাহ প্রমাণ করিতে যেন বন্ধপরিকর হইয়াছেন! ইহা কি সত্যের প্রতি আগ্রহ ? SBBBBBBBB BBBBBBSBBBBDD DBB BBBDBDDBBBBB