পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ স্বন্দরম্” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” ৩৩শ ভাগ ) ১ম খণ্ড y আগছৰণভচ> S৩৪o } এক্স সংখ্যা আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুর নব বরষার দিন, বিশ্বলক্ষ্মী তুমি আজ নবীন গৌরবে সমাসীন। রিক্ত তপ্ত দিবসের নীরস প্রহরে ধরণীর দৈন্ত পরে ছিলে তপস্যায় রত রুদ্রের চরণতলে নত । উপবাসশীর্ণ তনু, পিঙ্গল জটিল কেশপাশ, উত্তপ্ত নিঃশ্বাস । স্থঃখেরে করিলে দগ্ধ হুঃখেরি দহনে অহনে আহনে ; শুক্ষেরে জ্বালায়ে তীব্র অগ্নিশিখারূপে ভস্ম করি দিলে তারে তোমার পুজার পুণ্যৰূপে । কালোরে করিলে আলো, নিস্তেজেরে করিলে তেজালো ; নিৰ্ম্মম ত্যাগের হোমানলে সম্ভোগের আবর্জন লুপ্ত হয়ে গেল পলে পলে। . অবশেষে দেখা দিল রুজের উদার প্রসন্নত, বিপুল দাক্ষিণ্যে অবনত উৎকণ্ঠিতা ধরণীর পানে ।