পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|లిలిచి ત્રિરાઃ ઝં ভোরের ঘোরে স্বপনসুখদাত্রী কাটিয়াছিল কবে সে মোর রাত্ৰি ; ফুটিয়াছিল নয়ন ঝলসিয়া দিনের দাহু হৃদয়ে বিলসিয়া iাড়ায়ে তুষ,—হারায়ে দিশা একেল চিন্ত ধাত্রী। একেল চলি নিশাথে আর দিবসে, ক্লান্ত দেহ প্রান্ত মন বিবশে ; ভাবিনি পথে ভুলতে মোর মন আড়ালে এভ হ্যামল আয়োজন তুমিত মোর তুষাতাপ-হরণভরে নিলসে । নম্বনে নহে দৃষ্টি তা’র দৃপ্ত, গোপন কোন স্বপন-মুখে তৃপ্ত ; ঝরে না, তবু ব্যথার ইসারায় থমকি কাপে জাখির কিনারায় হাসির সাথী অশ্রপাতি মমতা-ভাতি-লিপ্ত । পথের যত পাথর পরে মিলায়ে, আলোর কোলে ছায়ার মত বিলায়ে, কঠোর ধাহ, নিষ্ঠুর যাহা ছিল, তাহার সাথে মাধুরী মিলাইল ; স্বপন-সাঝে শিহরি’ লাজে সোহাগ-সুখ-লীল এ। জানে না ছল বিলাস-কলা-ভঙ্গী, করেনি মোরে রাগের রসে রঙ্গী ; দহনহীন গহন আখি দু'টি তিমিরে-ভাস তারার মত ফুটি' করিল মোরে ক্ষণেক তরে নিতৃত-পথ-সঙ্গী | ভাবিনি মোরে এমন করে ভুলাবে, চোখের পরে চোখের মায়া বুলাবে ; রাখিয়া করে কোমল দুটি কর, পরশে করি সরস কলেবর, ভাবিনি প্রাণ-দোলায় কণ্ডু সে মোর প্রাণ দুলাবে। SునO8O পূর্ণ হ’ল য ছিল মোর রিক্ত, মধুর হল যা ছিল মোর তিক্ত ; ভটের বুকে জলের ঢেউ লেগে শুনিতু শুধু যে-গান ওঠে জেগে ; হেরিন্তু শুধু নয়ন দুটি অগ্রস্থখসিক্ত। চলিতে গিয়ে চরণ তা’র চলেনি, বলিতে গিয়ে যা ছিল মনে বলেনি ; লহতু যবে নিভৃতে বুকে টানি’ দুহাতে শুধু ঢাকিল মুখখানি, শধ্যাতলে প্লজ্জাহীন প্রদীপ কহু জলেনি। আদরমাথ। অধর সুধা-সদ, আঁচলে-ঢাকা বুকের দু'টি পদ্ম ; কেশের রাশি ঘেরিয়া রহে মোরে সকল দুখ হরিয়া মুখঘোরে, মুরছি পড়ে সকল মৃণ ধরিয়া দুখ-ছদ্ম । আধেক ঘুমে আধেক যেন জাগরে ডুবাল মোরে ছায়ার মায়া-সাগরে ; নিজের কথ। কখনো সে ত ভাবি’ বিজয় ক’রে করেনি কোনো দাবী “ চাহিনি মোরে যেমন করে নাগরী চাহে নাগরে । শিশির-মীরে শেফালি-সম শীর্ণ তিমির-তীরে যেন সে অবতীর্ণ ; আলোর তাপে স্নিগ্ধ আঁখি কঁপে, স্বরভি-ভার বক্ষে যেন চাপে, বুস্তে তবু রক্তরাগ, হার্সিটি নহে জীর্ণ। কাটিল দিন অলস-মুখে দু’জনে ; চাদের আলো ফুলের রেণু মাখা গন্ধঘন অন্ধকারে ঢাকা, বিবশ অল্পদিবস মন ছায়ার ছবি-স্বজনে }