পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আংটি বদলের তিন মাসের মধ্যে বিবাহ হয়। বিবাহের দুই অনুষ্ঠান - রেজিষ্টারী কর এবং দেশী প্রথায় কতকগুলি অনুষ্ঠান । সিংহলে বিধবা-বিবাহের চলন আছে। অস্ত্যেষ্টি ক্রিয়া, শ্রাদ্ধ, অন্নপ্রাশন সিংহলে সাধারণত দেহ মাটিতে সমাহিত করা হয়। সেট আর্থিক কারণেই। যারা সঙ্গতিপন্ন তারা খুব ঘটা করে দাহ করে, মিছিল ক’রে ব্যাণ্ড বাজিয়ে শ্মশানে নিয়ে যায়। পুরোহিত অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু শ্মশানে মন্ত্র উচ্চারণ করে। সিংহলে আমাদের মত অন্নপ্রাশনের চলন আছে, বিশেষ দিনে ‘ভাত খাওয়ান হয়। সঙ্গীত দেশীয় সম্পদ যা-কিছু তা কাণ্ডিতে রক্ষিত আছে। সিংহলের কারুশিল্প, নৃত্যগীত কাণ্ডিতেই জীবন্ত আছে। পূজাপাৰ্ব্বণ উপলক্ষে এসব দেখার ও শোনার স্বযোগ হয়। বৌদ্ধবিহারকেই কেন্দ্র করে শিল্প নৃত্যগীত ইত্যাদি গড়ে উঠেছে। 36—A পূজাপাৰ্ব্বণ উৎসব ছাড়া গৃহে সঙ্গীতের বিশেষ স্থান আছে বলে মনে হয় না । নিম্ন-সিংহলে গানের তো নিৰ্ব্বাসন । ইংরেজী শিক্ষিতদের ভিতর ইংরেজী গানের চলন আছে। স্কুলে ছোট ছেলেমেয়ের পিয়ানো যোগে ইংরেজী গান শেখে। রাস্তাঘাটে চলতে খুব কমই একআধটা গানের টান শোনা যায় । যদিই বা শোনা যায়— সে হয়ত রাস্তার তামিল রিক্সা কুলির গান। সিংহলীদের ভিতর গান বিশেষ শোনা যায় না। পৃথিবীতে এমন সঙ্গীতবর্জিত দেশ আর কোথাও আছে কি-না জানি না। কলম্বোতে সিংহলী থিয়েটার আছে। প্রথম যিনি এই থিয়েটার খোলেন, শুনেছি একজন বাঙালীকে ন-কি তিনি এনেছিলেন সিংহলী গানের স্বর সংযোগ করতে। স্বর খুব উচ্চশ্রেণীর নয়— থিয়েটারী ঢঙের হালকা গান। থিয়েটারে যারা যায়, তারা নিতান্তই সাধারণ লোক—কুলী, ভূত, গাড়োয়ান, দোকানদার প্রভূতিই বেশী। যার উচ্চশিক্ষিত র্তার থিয়েটারে যান না --তারা যেন থিয়েটারে যাওয়াটা ডিগনিটি’র বাইরে মনে করেন, তারা যান সিনেমায়। এজন্য থিয়েটারের চাহিদা সাধারণ শ্রেণীর ভিতর আবদ্ধ থাকায় বেশী উন্নতি হতে পারে