পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WS)08 SనO8C পেরহরো না। সিংহলীদের মধ্যে সঙ্গীতের চর্চা একটু-আধঢ় যা আছে তা ভবশ্রেণীর মধ্যে নয়। দেশী সঙ্গীত শিক্ষা করতে যারা ইচ্ছুক তারা ভবশ্রেণীর ভিতর নয়, তার আপিসের কেরাণী, স্কুলের ছোটখাট মাষ্টার। পেটার অঞ্চলের দোকানদার প্রভৃতি অবসর সময়ে একটু-আধটু সঙ্গীত চর্চা করে থাকে। কলম্বোতে একজন সঙ্গীত-শিক্ষক আছেন, তার নামটা আমার স্মরণ নেই। তিনি পেটা অঞ্চলে থাকেন, তার বাড়িতে সিংহলী সঙ্গীত এবং বাজন শিক্ষা দিয়ে থাকেন, হারমোনিয়াম তবলা, সেতার বেহালা ইত্যাদি শেখাব ব্যবস্থা আছে। তিনিই না-কি সিংহলীদের ভিতর দেশী সঙ্গীতে বিশেষ অভিজ্ঞ । একবার নিমন্ত্রিত হয়ে তার বাড়িতে গিয়েছিলাম ; তার ছাত্রেরা গান বাজন করল, একটু হালকা রকমের। আধুনিক রুচি যাদের, যারা সমাজের উচ্চস্তরে আছেন, তাদের বাড়িতে দেশী সঙ্গীত আশা করা যায় না। কোনো সিংহলী সিভিলিয়ান, বা উচ্চ রাজকৰ্ম্মচারী, বা ইংরেজীশিক্ষিত ধনীর বাড়িতে ছেলেমেয়ের দেশী সঙ্গীতের চর্চা করবে এরূপ আশা করা মায় না। তারা পিয়ানো বাজিয়ে ইংরেজী গান করে । এই ধে সঙ্গীতের অভাব এর কারণ কি হীনযান বৌদ্ধধৰ্ম্ম ? শুনেছি গোড়া বৌদ্ধ পরিবারে বাপমায়ের না-কি ছেলেমেয়েদের গানের চর্চ পছন্দ করেন না। মহাযান বৌদ্ধ চীন, জাপানে সঙ্গীত আছে। তাদের দেশীয় প্রথামত উচ্চাঙ্গের থিয়েটার আছে। হীনযান বৌদ্ধ বৰ্ম্মিদের গানের খবর জানি না, কিন্তু তাদের পোয়ে নাচ ত বিখ্যাত । বৰ্ত্তমানে সিংহল এই সঙ্গীতের অভাবের কথা ভাবছে না, তা নয়। দেশের শিল্প, সঙ্গীত ইত্যাদির পুনরুজ্জীবন এবং নতুন করে স্বষ্টি করতে কেউ কেউ সচেষ্ট। সিংহুল কাউন্সিলের ভাইস্-প্রেসিডেন্ট স্বগীয় স্তর জেম্স্ পিরিসের পুত্ৰ শ্ৰীযুক্ত দেবর স্বয্য সেন, বি এ, এল-এল-বি মহাশয় ইউরোপীয় সঙ্গীতে অভিজ্ঞ। কাণ্ডি অঞ্চলে ঘুরে গ্রামা সঙ্গীত সংগ্রহ করেছেন অনেক। শাস্তিনিকেতনে কিছুকাল ছিলেন বাংলা গান শেখার জন্য। অমরসিংহ নামে একজন সিংহলী ছাত্র শাস্তিনিকেতনে ছিলেন বাংলা গান শেখার জন্য। ভাল করে ভারতীয় সঙ্গীতের চর্চা করতে লক্ষ্মেী মিউজিক স্কুলে গেছেন। সেখানকার শিক্ষা শেষ হ’লে কলম্বোতে গিয়ে ভারতীয় সঙ্গীতের ক্লাস খুলবেন।