পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

513Tಥ জাতিগঠনে গ্রন্থালয়ের স্থান 8s 6. বঙ্গীয় সাহিত্য পরিষদ, সংস্কৃত সাহিত্য পরিষদ এবং ইউনিভার্সিটি ইনিষ্টিটিউটে কিছু কিছু সাহায্য করিয়া থাকেন। আর কলিকাতার বাহিরে সমগ্র বাংলা দেশে গবৰ্ণমেণ্টের দানের বহর মাসিক পচিশ টাক মাত্র, তাহ পান কেবল মাত্র একটি লাইব্রেরী নবদ্বীপের আইডিয়্যাল লাইব্রেরী। আর কোনও লাইব্রেরী এক কপর্দকও সাহায্য পান না। কাউন্সিলে এ-বিষয়ে আমি বহু আলোচনা করিয়াছি । মান্যবর শিক্ষামন্ত্রীর নিকট একটিও আশার বাণী পাই নাই। জেলা বোর্ড বা ইউনিয়ন বোর্ড আইনের বাঁধায় এতদিন লাইব্রেরীতে সাহায্য দিতে পারিতেন না - আমি Bengal Local Solf-Government (Amendment) Bill 1931 to Bengal Village Self-Government (Amendment) Bik, 1931 causal zoöforsal coal করিয়াছিলাম । শেষোক্ত বিলটি পাস হইয়াছে। প্রথমোক্ত বিলটি গবর্ণমেণ্টের সংশোধনী বিলের সামিল কর হইয়াছে । আগামী নবেম্বর সেসনে বিল-সংক্রান্ত সিলেক্ট কমিটির রিপোট বিবেচিত হুইবে । আমি আর একটি পাব্লিক লাইব্রেরী বিল আগামী সেসনে পেশ করিব । সেটি এখন গবর্ণরের মতসাপেক্ষ আছে । অতীব পরিতাপের বিষয়, বাংলা দেশে বিশ্ববিদ্যালয় বা কলেজ লাইব্রেরী বা সাধারণ লাইব্রেরীতে বিশেষজ্ঞ নাই। পঞ্জাব ও মান্দ্রাজ বিশ্ববিদ্যালয়ে ও বড়োদাতে লাইব্রেরীয়ান কাৰ্য্য শিক্ষা দিবার ব্যবস্থা আছে। বাংলার শিক্ষামন্ত্রীকে এখানে একটা ব্যবস্থা করিবার কথা বলিমাছিলাম তিনি স্বীকৃত হন নাই। বিশেষজ্ঞ লাইব্রেরীমানের আবশ্যকতাও তিনি অনুভব করেন না । জগতের সর্বত্র লাইব্রেরীয়ান কাৰ্য্য শিক্ষার ব্যবস্থা আছে, ডিগ্ৰী পৰ্য্যস্ত দেওয়া হয়, আর বাংলা কত পশ্চাতে পড়িয়া রহিয়াছে। আমরা ইম্পিরিয়াল লাইব্রেরীতে একটি লাইব্রেরী ক্লাস খুলিবার চেষ্টা করিতেছি। ইতিমধ্যে আমাদের অনুরোধে কলিকাতার ইম্পিরিয়াল লাইব্রেরীয়ান মিঃ আসাদুল্লা লিলুয়া ইণ্ডিয়ান ইনষ্টিটিউটের লাইব্রেরীয়ানকে আধুনিক বৈজ্ঞানিক প্রণালীতে লাইব্রেরীয়ানের কার্য্য শিক্ষা দিতেছেন। সেজন্য আমরা তাহার নিকট কৃতজ্ঞ । সেদিন এই লাইব্রেরীর কর্তৃপক্ষের নিকট শুনিয়া বিস্মিত হইলাম এখানকার কলের কৰ্ত্তারা নৈহাটতে লাইব্রেরী গৃহ নিৰ্ম্মাণ জন্য পচিশ হাজার টাকা দিতে চাহিয়াছিলেন, কিন্তু স্থান নির্ণয়ে মতদ্বৈধ হওয়ায় প্রস্তাবটি কায্যে পরিণত হইতে পারে নাই। পরিতাপের বিষয় হইলেও গত কার্ষ্যে অমুশোচনায় ফল নাই । আধুনিক যুগের প্রচলিত নিয়মানুযায়ী যে-স্থানে লোক প্রত্যহই কোনও-না-কোনও কাৰ্য্য উপলক্ষে গিম্ব থাকেন এরূপ সাধারণ স্থানে লাইব্রেরী গৃহ নিৰ্ম্মাণ করা কর্ভবা জগতের সর্বত্র এই নিয়ম অনুষ্ঠিত হইয়া আসিতেছে য়ুরোপ ও আমেরিকায় নগরের কেন্দ্রস্থলে সাধারণ স্থানে প্রধান লাইব্রেরী গৃহ নিৰ্ম্মিত হয় আর তাহার শাখ প্রশাখা সাধারণের সুবিধার দিকে দৃষ্টি রাখিয়া স্থাপিত হয় দূরত্ব পুস্তক ব্যবহারের প্রতিবন্ধক না হয় ইহাই থাকে প্রধান লক্ষ্য। দৃষ্টান্তস্বরূপ কয়েকটি শহরের উল্লেখ করিতেছি। ডাবলিন শহরে ৩,২৪,০০০ অধিবাসীর জন্য পাচটি শাখা, মিতব্যয় এডিনবরা শহরে ৪,২০,০০০ অধিবাসীর জন্য সাতটি শাখা ম্যাঞ্চেষ্টারের ৭.৪৪,০০০ লোকের জন্য ত্রিশটি শাখা, বামিং হামের ৯,১৯,০০০ লোকের জন্য চব্বিশটি শাখা, টরন্টে শহরের লোকের জন্ত পনেরটি শাখা ক্লেভল্যাণ্ডের ৮,০০,০০০ লোকের জন্য পচিশটি শাখ ও ১০৮টি পুস্তক বিলি করিবার কেন্দ্র আর শিকাগোর অধিবাসীর জন্য ৪৬টি শাখা লাইব্রেরী এবং ২৭৫টি পুস্তক বিলির কেন্দ্র আছে। লিসবন শহরের উদ্যান-লাইব্রেরী জগতের মধ্যে অতুলনীয়, শহরটি সাতটি পৰ্ব্বতের উপর স্থাপিত। এই পৰ্ব্বতশ্রেণীর পুরোভাগে টেগাস নদীর সন্নিকটে একটি সাধারণ পুষ্পোদান আছে। উদ্যানের এক প্রান্তে ঘন-পল্লববিশিষ্ট বহু শাখাপ্রশাখাযুক্ত একটি বিরাট বৃক্ষ আছে । বৃক্ষটি প্রকাণ্ড ছাতার হায় এক বিস্তৃত ভূখণ্ড জুড়িয়া আছে । বৃক্ষতলে রৌদ্র বা বৃষ্টির প্রবেশাধিকার নাই । এই ছায়াবিশিষ্ট নির্জন স্থানে চক্রাকারে কাঠাসন সজ্জিত আছে, আর মধ্যস্থলে চিত্তাকর্ষক পুস্তকের আলমারী । পুস্তক নিৰ্ব্বাচন অভিনব। সকল শ্রেণীর লোকের উপযোগী পুস্তক সেখানে পাইবেন । পাঠক কেবল স্কুল কলেজের ছাত্র নহে, ধূলায় ধূসর শ্রমিক, চাষ ভূষ, দোকানের কৰ্ম্মচারী, সৈনিক, ছাপাখানার প্রিন্টার, ইলেকটিক মিস্ত্রী, নাবিক, ডকের কুলী, শর্টহাণ্ড টাইপিষ্ট, রাসায়নিক, বৈজ্ঞানিক এই-সব শ্রেণীর লোক (t,to, o ෆු () \రిరి , ది రి 5, 0 0 రి