পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ সৰ্ব্বসিদ্ধি জয়োদশী ২৭ হরেন । আজ্ঞে না । হাকিম। এই ষে চিঠির নীচে আপনার হাতের সই হাকিম। তবে কি বলতে চান ষে পুলিসের সঙ্গে দেখতে পাচ্ছি এ তাহলে আপনার হাতের লেখা নয় আপনার কোনরূপ শক্রতা আছে ? তাই আপনাকে জবা করবার জন্ত সম্পাদকের আপিস থেকে সিদ কেটে একটা পৃষ্ঠা নিয়ে এসেছে ? হুরেন । আজ্ঞে না । হাকিম। তবে ? যাক, আপনার লেখক রূপে পরিচয় দেবার এই প্রত্যুৎপন্নমতিত্বের তারিফ করতে হয়। আমি জানি আজকালকার যুবকদের এ জিনিষটার অভাব হয় না। তারা চটপট একটা কিছু বানিয়ে বলতে পারে। হরেন নিরুত্তর রহিল । হাকিম। আপনি বলতে চান চিঠির এই মণিময় আপনার স্বই একটি কাল্পনিক চরিত্র মাত্র ? হরেন । নিশ্চয় । • হাকিম। আর কাল্পনিক মণিময়ের সঙ্গে আত্মহত্যাকারী মণিময়ের নাম মিলে যাওয়া একটা ‘চান্স’ মাত্র। এ রকম ঘটনা হ’তে পারে। কেমন, না ? হরেন আশান্বিত হইয়া বলিল—অজ্ঞে হ্যা, এ একটা ‘চান্স বইকি । হাকিম। তাহলে আপনি বলতে চান, আপনার এই কাল্পনিক পত্ৰখানা বাস্তব মণিময়ের বাড়ি খানাতল্পাসীর সময়ে পাওয়া, এও একটা ‘চান্স’ এবং এও সম্ভব ? इ८ब्रन निक्रद्धग्न । হাকিম মৃদ্ধ হাসিয়া বলিল—আপনার দেওয়া কাল্পনিক সামের সঙ্গে আপনার বাস্তব নাম মিলে যাওয়াও একটা চান্স কি বলেন ? হরেন। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না । হাকিম। এই যে চিঠির শেষে হরেন্দ্ৰ ব’লে আপনার নজের নাম সই রয়েছে, এটাও কাল্পনিক বলতে চান ? ইরেন আগে এটা লক্ষ্য করে নাই। এবারে আর কবীর দেখিয়া লইয়া বলিল—আজ্ঞে এ নাম আমার বটে কন্তু আমার লেখাrনয়। আমার লেখা গল্পে চিঠির 'চে শুধু "তোমার গুণমুগ্ধ বন্ধু বলেই লেখা ছিল। আর केझ झिण ना । - বলতে চান ? হরেন। আজ্ঞে না, ওখানে আমার সই থাকযার কথাই নয়। ওখানে একটা নাম থাকলেও কাল্পনিক মণিময়ের কাল্পনিক বন্ধু রাধাকাস্তের নাম থাকত । ਿ আমি অনাবশ্যক বোধে ওখানে কোন নাম দিই নি । হাকিম। আচ্ছ, আপনি এই কাগজের টুকুরটিতে আপনার নাম সই করুন তো । হরেন নাম সই করিলে হাকিম চিঠির সইয়ের সঙ্গে এ সইয়ের কোন প্রভেদ আছে কি-না পরীক্ষা করিতে লাগিলেন। কিন্তু কোন প্রভেদ বুঝিতে পারিলেন না। তারপুর হরেনের দিকে চাহিয়া বলিলেন – আপনি নিজেই পরীক্ষা ক’রে দেখুন এ ছটার মধ্যে কোন পার্থক্য আছে কি-না। হরেন অনেক জেগিল বটে কিন্তু কোন পার্থক্য বুঝিতে পারিল না। তবু সে জোর করিয়া বলিল এ আমার সই নয় । আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তবে উপযুক্ত সময় দিলে আমি আমার কথার সত্যতা প্রমাণ করবার চেষ্ট৷ করব । शकिभ । कि क'tद्ध ? হরেন। অামার গল্পের খসড়া আনিয়ে আপনাকে দেখালে আপনি আমার কথা বিশ্বাস করবেন আশ। করি। হাকিম। অর্থাৎ চেষ্টা ক’রে দেখবেন যদি সময় নিয়ে এ চিঠির সঙ্গে খাপ খাইয়ে একটা গল্প লিখে দাড় করাতে পারেন । তাই, না ? হরেন। আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তবে আপনিই আমার বাড়ি থেকে খসড়া আtনাবার ব্যবস্থা করতে পারেন । হাকিম এ ব্যবস্থায় রাজী হইল। কারণ, আসামীকে তাহার পক্ষসমর্থনের সর্বপ্রকার স্থবিধা দিতে হইবে। কাজেই মোকদ্দমার তারিখ পড়িল । চার পাচ দিন পরে হয়েনের কাছে খবর আলিল । হাকিম তাহার বাড়ি হইতে খসড়া আনাইবার ব্যবস্থা