পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8SW, ‘ઉં TMaj" Sన98O প্রকাও মাটির ঘর, তার দেওয়াল যেমন মোটা তেমনি পুরু তার মাটি ও কাঠখড় খেজুরপাতার তৈরী ছাদ । ঘরের প্রধান অংশ একটি প্রশস্ত বৈঠকখানা, তার চারি ধারের দেওয়ালে চওড়া বেঞ্চির মত কাঠের শয্যাসন আঁটা । ঐ বেঞ্চির উপর পুরুগদী, তাতে বলা শোওয়া সবই চলে। মাঝথানের অংশ খালি, কেবল খেজুরপাতার চাটাইয়ের উপর গালিচ পাতা। শুনলাম এই হ’ল বেদুঈনদের গ্রীষ্মাবাস, শীতকালে তাবুতেই থাকা নিয়ম। বৈঠকখানার সামনে প্রকাও র্তাবু খাটান রয়েছে, সেটার কাপড়টা উটের পশমে তৈরী। তাবুর এক জায়গায় আগুনের ধুনী জলছে, তার উপর কফির পাত্র বসান ; কফি দিনরাত ঢাল ও খাওয়া চলে। তাবুর ভিতরে প্রায় শ'দেড়েক লোক বসে আছে, গল্পগুজব হাসিঠাট্ট এবং ক্রমাগত কফি পান চলছে । তাবুর পাশে দুটি আরব ঘোড়া বাধা রয়েছে, সেগুলি দেখলেও আনন্দ হয় । কবিকে ঘরের ভিতরে সমাদর করে নিয়ে বসান হ’ল । শেখ মুহাইল তারপর কবিকে অভিনন্দন করলেন, তার পিছনে র্তার লোকজন দাড়িয়ে তাকে সমর্থন করলে। বক্তৃত ইরাকের সমরবিভাগের এক কৰ্ম্মচারী অনুবাদ করলেন। তিনি বললেন, “আমি একজন মরুভূমির আরব, আপনাকে অভ্যর্থনা করার উপযুক্ত শিক্ষা, জ্ঞান বা আদবকায়দা কোনটাই বাগদাদ । সাহিত্যিকদিগের উত্তানসম্মিলন