পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় কৈফিয়ং । কিন্তু লালবাজারে ডাক্তার থাকিতেও তাহাদিগকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠান হইল এবং কয়েক দিন সেখানে রাখিতে হইল কেন ? সামান্য একটু পা-ফস্কানতে এত গুরুতর আভ্যন্তরীণ আঘাত, এবং তাহাও দুই জনেরই, হয় কি ? মালবীয়জীর বর্ণনায় ছিল, ষে, আহুত লোক দুটির পেটে সার্জেণ্টর গুতা মারিয়াছিল। কোন কথাটা সত্য, প্রকাশ্ব তদন্ত হইলে কিংবা মালবীমজীকে ফৌজদারী সোপর্দ করিলে স্থির হইতেও পারে। ংগ্রেস-প্রেসিডেন্টের অভিযোগ কংগ্রেসের অস্থায়ী প্রেসিডেন্ট শ্ৰীযুক্ত আশে মহাশয়ের মেদিনীপুর জেলে থাকা কালে তাহার উপর দুব্যবহার হইয়াছিল, এইরূপ অভিযোগ কাগজে বাহির হয়। গবন্মেণ্ট বলিতেছেন—ইহা মিথ্যা। আণে মহাশয় বলিতেছেন, সমস্তই সত্য, তদন্ত করা হউক। গবন্মেণ্ট র্যাহাদের কথার উপর নির্ভর করিয়া কিছু বলেন, তাহারা আণে মহাশয়ের চেয়ে অধিক বিশ্বাসযোগ্য নহেন, এবং সাক্ষাং ব1পরোক্ষ ভাবে তাহারাই অভিযুক্ত। অতএব সত্যনির্ণয়ের জন্য প্রকাগু তদন্ত কিংবা আণে মহাশয়কে ফৌজদারী সোপর্দ করা আবশ্বক। গবন্মেণ্ট দুইয়ের মধ্যে কোনটা করিবেন কি ? ' কলিকাতা মিউনিসিপালিটির মেথর ধাঙ্গড় কলিকাতা মিউনিসিপালিটির মেথর ধাঙ্গড়দের দুঃখ আছে, তাহা মিউনিসিপালিটিও স্বীকার করিবেন। মিউনিসিপালিটিকর্তৃক নিযুক্ত বিশেষ কমিটি তাহদের অনেক দুঃখের কথা বলিয়াছেন। তাহদের বাসগৃহগুলা অতি অপকৃষ্ট ও অস্বাস্থ্যকর, তাহারা আমরণ কাজ করিলেও দিন-মজুর বলিয়া গণ্য, কাজ পাইতে হইলে তাহারা ঘুষ দিতে বাধা হয়, তাহাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা নাই, রোগে তাঁহাদের চিকিৎসা সেবাশুশ্ৰুষার যথোচিত বন্দোবস্ত নাই, ইত্যাদি। তাহাদের অনেকে নোটিস না-দিয়া ধৰ্ম্মঘট করিয়াছিল। उशब्र देश ऍक क्रब्र नाहे। क्रूि ठशनिगरक चनिक्ङि ७ चणज्रजानांज़्ठि चदशंद्र ब्रांथांब्र जछ खांब्रडैौब्र गङगयांछ বিৰিৰ প্রসঙ্গ—কলিকাভ মিউনিসিপালিটির মেখয় ৰাজড় 886. দায়ী। এই সভাসমাজের লোকদের পক্ষে তাহাদের বিরুদ্ধে অবিমুষ্যকারিতার অভিযোগ না-আনাই ভাল। যাহা হউক, তাহারা অনুচিত কাজ করিয়াছিল সন্দেহ নাই। তাহাদের ধৰ্ম্মঘটের খবর মিউনিসিপালিটির ষ্ট্যাণ্ডিং কমিটিকে প্রধান কৰ্ম্মকৰ্ত্ত ( চীফ এক্সকিউটিভ অফিসার ) জানাইলে পর কমিটি তাহারই উপর, দরকার হইলে পুলিসের সাহায্যে. যাহ আবশ্বক করিবার ভার দেন। তিনি পুলিসের সাহায্য লইয়াছিলেন। কাগজের রিপোটে প্রকাশ, ধৰ্ম্মধটার ইটপাটকেল ছুড়িয়াছিল ( ভাল করে নাই –সম্পাদক ), এবং পুলিস লাঠি ও বন্দুক চালাইয়াছিল ( ভাল করে নাই । সম্পাদক । ) তাহাতে অনেক ধৰ্ম্মঘট আহত হয়। সৌভাগ্য, যে, কেহ মরে নাই। আমাদের বিবেচনায় ষ্ট্যাণ্ডিং কমিটির সভ্যদের নিজে ঘটনাস্থলে গিয় ঘৰ্ম্মঘটাদিগকে বুঝাইয়-পড়াই মিটমাট করা উচিত ছিল, পুলিসের সাহায্য লইতে বল ও লওয়া উচিত হয় নাই। সাধারণ অবস্থাতে সাধারণভাবেই আমাদিগকে ইহুবিলিতে হুইত । কিন্তু বলিবার বিশেয কারণও আছে। ঘটনার দিন হরিজনদের জন্য প্রাণউৎসর্গকারী মহাত্মা গান্ধী উপবাসভঙ্গ করিয়াছিলেন। সেই দিন উপবাসের এইরূপ পারায়ণ কলিকাতায় হওয়া উচিত হয় নাই। যে-কোন প্রকারে গঠিত মিউনিসিপালিটির উচিত, তাহার প্রধান কৰ্ম্মী ধাঙ্গড়-মেথরদের সহিত ন্যায্য, সহৃদয় ও ক্ষমাপূর্ণ ব্যবহার করা। কলিকাতা মিউনিসিপালিটির তাহ করা আরও উচিত, কারণ তাহার অধিকাংশ সভ্য কংগ্রেসওয়াল। আক্রমণকারীর উপরও বলপ্রয়োগ কংগ্রেসনীতির বিরুদ্ধ ; কংগ্রেস দুঃখ সহিবেন, কিন্তু দুঃখ দিবেন না। ধাঙ্গড়মেথরদের সহিত ব্যবহারে এই নীতি পালিত হয় নাই। যদি কমিটির সভেরা তাহাদিগকে বুঝাইতে গিয়া অপমানিত ও প্রহৃত হইতেন, তাহা হইলেও তাঁহাদের সহিষ্ণুতা অবলম্বন করা উচিত হইত। কিন্তু তাহারা স্বয়ং ত সাক্ষাৎভাবে কিছু করিলেনই না, অধিকন্তু আবশ্বক ইলে পুলিসের সাহায্য লইবার আজ্ঞাদিলেন। তাহারা জানিতেন,পুলিস নিজেদের জ্ঞানবুদ্ধি অনুসারে নিজ কৰ্ত্তব্য পালন করিতে গিয়! লালা লাজপৎ রায়কে রেহাই দেয় নাই, স্বভাষচন্দ্র বন্ধকে রেহাই দেয় নাই, এই সেদিনও কংগ্রেস-ডেলিগেটদিগকে রেহাই দেন্থ নাই। আমরা বেসরকারী লোকেরাও মেখরধাঙ্গড়দিগকে फूछझडांऋिणाहे कब्रिञ्च थांकि, देशंe मान ब्राषl गबकगंब्र ?