পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88\} স্বতরাং ষ্ট্যাণ্ডিং কমিটি অনুমান করিতে সমর্থ ছিলেন, যে, পুলিসের উপর ধৰ্ম্মঘট ভাঙিবার ভার দিলে কিরূপ ঘটনা ঘটিতে পারে। তদ্রপ অনুমান করিবার শক্তি র্তাহাদের থাকৃ বা না-থাক, ধৰ্ম্মঘট দিগকে সংযত ভাষায় বুঝাইবার ভার তাহদের লওয়া উচিত ছিল— বিশেষতঃ যখন তাহারা প্রধানত: কংগ্রেসওয়ালা এবং তাহাদের মহত্তম নেতা মহাত্মা গান্ধী হরিজনদের সেবা ভাল করিয়া করিবার সামর্থ্য লাভের জন্য দীর্ঘ উপবাস করিয়া ঘটনার দিনে উপবাস ভঙ্গ করিতেছিলেন। মেথর-ধাঙ্গড়দের অবস্থার উন্নতি মেথর-ধাঙ্গড়দের অবস্থার উন্নতির উপায়াদি সম্বন্ধে অনুসন্ধান পূর্বক রিপোর্ট দিতে নিযুক্ত বিশেষ কমিটি আপাতত দুইটি রিপোর্ট দিয়াছেন—চুড়ান্ত রিপোর্ট পরে দিতে পারেন। যে রিপোর্ট উাহারা দিয়াছেন, মিউনিসিপালিটি তাহা নথীভূক্ত করিয়াই আশা করি ক্ষান্ত হইবেন না। অন্যতম কেন্সিলর মিঃসি. ডবলিউ. গার্ণার এই ভাবিয়াও বলিয়া ভয় খান ও ভয় দেখান, যে, মেথর-ধাঙ্গড়দের নানারকম কাজের জন্য মিউনিসিপালিটিকে তের লক্ষ টাকা খরচ করিতে হুম্ ; তাহার উপর অবস্তোন্নতির জন্য আরও কিছু করিবার প্রতিজ্ঞ হঠাৎ করিয়া বসিলে ফল গুরুতর হইয়া উঠিতে পারে । কিন্তু মনে রাখিতে হইবে, যে, সামাজিক কুব্যবস্থা ও কুপ্রথার ফলে মেথর-ধাঙ্গড়রা সমাজের হেমন্তরভুক্ত বলিয়া গণিত হইলেও, তাহারা শহরের জন্য একান্ত আবশ্বক এমন কতকগুলি কাজ করে, যাহা ভিন্ন শহর টিকিতে পারে না। অতএব ষে-মিউনিসিপালিটির বাধিক আয় আড়াই কোটি তিন কোটি টাকা, তাহার পক্ষে শহর পরিষ্কার ও গুচি রাখিবার কৰ্ম্মীদের নিমিত্ত প্রয়োজন হইলে তেরর জায়গায় ছাব্বিশ লক্ষ টাকা খরচ করাও অনুচিত হইবে না। যদি তাহা করিবার জন্য অন্তান্ত যে-সব দিকে, শহরের স্বাস্থ্যহানি না করিয়া, বাক্ষসক্ষেপ করা চলে তাহা করিতে হয়, তাহাই শ্ৰেয়। মনে রাখিতে হুইবে, কলিকাতা মিউনিসিপালিটির আয় বোধ হয় কয়েকটি শ্রীড়া ভারতবর্ষের প্রায় প্রত্যেক দেশী &প্রবাসা , SOBO রাজ্যের আয়ের চেয়ে বেশী। প্রধান দেশী রাজ্যগুলির জায় ইণ্ডিয়ান ষ্টেটুস ইনকোয়ারী কমিটির রিপোর্ট হইতে দিতেছি। বড়োদা ه,sa, • • • • • • ,ةtratH و ه ه هو ه هومات ولا গোয়ালিম্বর হায়দরাবাদ ৭,৯৮,৫৭,•••, জিবাকুড় و ۰,۰۰۰ - وه هود rt و ۰۰۰ رفهوم هون آR , ه ۰۰۰,s,ه যোধপুর ১,৫২,২৪,• • •, ভাবনগর ১,০৪,৬৫,• • •, নবনগর ১,১২,৫৯,• • •, কোলহাপুর ১,৩৯,২৯,• • • । কাশ্মীরের নাম পাইলাম না। উহার আয় ২ কোটি ৩৯ লক্ষ হইতে প্রায় আড়াই কোটি হইয়া থাকে। Հ,5 օ,օ e, , , বঙ্গের সংগৃহীত রাজস্বের অপব্যবহার আমরা পুনরুক্তি করিতেছি, যে, ১৯২১-২২ সালে ভারতগবন্মেন্টের মোট আয় ছিল ৬৪,৫২,৬৬,• • • টাকা ; তাহার মধ্যে বাংলা দেশ হইতেই লণ্ডয়া হয় ২৩,১১,৯৮,• • • টাকা ! অঙ্কগুলি সরকারী বঙ্গীয় ব্যয়সংক্ষেপ কমিটির রিপোর্ট হইতে গৃহীত। বাংলা দেশের লোকসংখ্যা অন্য সব প্রদেশের চেয়ে বেশী, কিন্তু বঙ্গে সংগৃহীত রাজস্ব ভারতগবন্মেণ্ট খুব বেশী করিয়া লওয়ায় বড় প্রদেশগুলির মধ্যে বাংলা সকলের চেয়ে কম টাকা খরচ করিতে পায়। সম্প্রতি বাংলা গবন্মেণ্ট ছুটি পুস্তিকা বাহির করিয়াছেন তাহা হইতে অন্ত কতকগুলি অঙ্ক উদ্ধৃত করিয়া দিতেছি। । ১৯২৮-২৯ সালে ভারত-গবন্মের্ণ কোন প্রদেশ হইতে কত রাজস্ব আদায় করেন এবং তথাকার প্রাদেশিক গবন্মেন্টের হাতে কত থাকে— ং শিকগবয়েস্ট ভারত-গবয়ে স্ট s,१e७ णक्र १७१ छापक

  • ,é३३ • R,8v8 =

প্রদেশ মাত্ৰাজ বোম্বাই আগা-অযোধ্যা পgাৰ বাংলা লোক-সংখ্যা 8३७ छापक 52,9 •• 3,288 . 8te so to 脚 ۹۰ بین Հ,*ՊՊ - 德는 >, >> * * 3 s 3 8to می ۹ هواد বঙ্গের প্রতি ঐক্লপ অবিচার হইতে থাকায় সরকারী সব বিভাগে এখানে মাথাপিছু খরচ কম হইয়াছে। ১৯২৯-৩৪ সালে শিক্ষা এবং চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের মাথাপিছু খরচ দেখুন। :