পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

we 8 কুষ্ট ও যক্ষ্ম। প্লোগাক্রান্ত রোগিণী:দঃ ওয়ার্ড देझा तनिrण अन्नभांन कब्र कठेिन इईtद नl cय, मन s०७० সালে ভিনি বিশ হাজারের অধিক ইংশ্লেষ্কন করিয়াছেন এবং ১৯৩১ সালে ইংজেক্সনের সংখ্যা ত্রিশ হাজারেরও অধিক হইয়াছিল। প্রত্যেক বুধবার আশ্রমের বাহির হইতে দুই শত আড়াই শত লোক ইংছেক্সন লইতে আসে। কখনও কখনও এমন হয় যে কোন কুঠ রোগী খোড়াইতে খোড়াইতে বিশ মাইল পায়ে ইtটয়া আশ্রমে আসিয়া উপস্থিত হয় এবং অতি দীন স্বরে প্রার্থনা করে আমাকে আশ্রমে ভক্টি করিয়া নিন। কিন্তু আশ্রমের পরিচালকগণ এই আবেদন অত্যন্ত দুঃখের সহিত অস্বীকার করিতে বাধ্য হন, কারণ উহার এমন ধনী নহেন যে, সকল রোগীকে আশ্রমে ভক্টি করিবার ব্যবস্থা করিতে পারেন। পাঠকেরা শুনিয়া বিস্মিত হইবেন, এই আশ্রমের পরিচালনা মুখ্যত বিদেশীদের অর্থেই হইয়া থাকে। গবর্ণমেন্টও কিছু সাহায্য করেন, কিন্তু ভারতবাসীদের দান এই কার্ষ্যে অতি সামান্ত । ইহার কারণ এই হইতে পারে যে, এখন পৰ্য্যন্ত এই মহত্বপূর্ণ সেবাকার্ধ্যের সংবাদ এদেশের অনেকে রাখেন না । আশ্রিমের পরিচালকগণ বিজ্ঞাপনী জগৎ হইতে দূরে অবস্থান করেন, ইহাও একটি কারণ। ঈশ্বরের নিকট প্রার্থনায় বিশ্বাস রাখিয়া ইহারা সপ্রেম সেবাকার্ষে নিযুক্ত থাকেন এবং তাহারই ভরসায় নিজেদের কাজ করিয়ু যান। এই কাৰ্য্য কিরূপ ভয়ঙ্কর তাহ ধারণা করা কঠিন, রোগীদের বীভৎস মূৰ্ত্তি দেখিয়া হৃদয় কঁপিয়া উঠে। ধদি সত্যকার ধাৰ্ম্মিক ভক্তের জীবন্ত দৃষ্টান্ত দেখিতে ইচ্ছা হয়, তাহ হইলে এই মিশনারী শিষ্টারদিগকে গিয়া দেখিয়া আসিতে হয় । কোন কীৰ্ত্তি বা প্রশংসার আশা না রাখিয়া ইহার নীরবে নিজের কাজ করিয়া যাইতেছেন, যীশুর মহান ধৰ্ম্ম সংসাংকে ইহাঙ্কের দান করিয়াছে। একটি চার পচে মাসের শিশু একটা টুকুরীর ভিতর =iifङ एष वश्ाघ्र ८द्धोंयं श्रऊिच। f६ल । स्वाभि भिः बिश्णiब्र८ङ्काः জিজ্ঞাপ করিলাম, এ শিশুটি কার ? মিঃ মিলার কুণ্ঠরোগপীড়িত মাতাকে ডাকিয়া দিলেন, সে অধোবদনে নীরবে দাড়াইয়া রহিল । মিঃ মিলার উহাকে ষাংলাতে প্রশ্ন কkিলেন, কয় মাসের ? সে হালিয়া ফেলিয়া বলিল, আমি জানি না। মিঃ মিলার হাসিয়া বলিলেন, তোমার ছেলে আর তুমি ওর বয়স জান না। জাখমবাগীয়া সকলে মিঃ মিলারকে অত্যন্ত শ্রদ্ধার চক্ষ দেখির থাকেন, মিঃ মিলারও তালুদিগকে অত্যন্ত ভালবাসেন । এই ভালবাসায় কৃত্রিমত্তার লেশমাত্র নাই। ঘন্টাখানেক