পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰধারণ জন্য বড় সমিতি রহিয়াছে। ইহাদের মধ্যে একটির নাম সেন্টাল এসোসিয়েশুন ফর দি প্রমোশুন অব ম্যাথলেটিক্স– ১৮৯৭ খৃষ্টাব্দে প্রথম প্রতিষ্ঠিত হয় ; দ্বিতীয়টি স্কাশন্যাল স্বাসোসিয়েশুন অব মইডিস জিম্ন্তাটিক এবং য়্যাথলেটিক ক্লাব: বালটক সাগর ও মেলারেণ হ্রদের সঙ্গমস্থানে ষ্টকহলমের রাজপ্রাসাদ ১৯০৩ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত । ইহার সভ্যসংখ্যা আজ দেড় লক্ষ । টকৃহলমেই ইহাদের প্রধান কেন্দ্র। সাধারণতঃ ষ্টকহলম্ ষ্ট্যাডিয়ামটিতেই এই সকল খেলাধূলার বাৎসরিক প্রদর্শনী হইয়া থাকে। ফুটবল টেনিস প্রভৃতি খেলার বিস্তারও খুব বেশী ; কিন্তু সেদেশে ক্রিকেট থেলা নাই বলিলেও চলে । পুস্তকাগারে শিশুবিভাগের একটি কোঠ, এখানে ছোট শিশুর গল্প শুনিতে আসে খেলাধূলার বাহিরে বৎসরে কয়েকটি বড় উৎসব ঘটিয়া থাকে। এই উৎসবগুলির মধ্যে তিনটি খুব জাকজমকের ”সহিত সম্পাদিত হয়। ৬ই জুন সুইডেনের জাতীয় দিবস। ২৩শে জুন তারিখে ‘মধ্যরাত্রির স্বর্ধ্যাভিনন্দন উৎসব। নেপোল তৈরি করা হয় এবং আপনপর-নির্বিশেষে ميسيسه فهي : ... " : يَ ऍछेखब्र-बैंड८ब्रां८न्ब्र इब्रह्लांक 8Ն** স্ত্রীপুরুষ সকলেই স্থানীয় রঙীন জাতীয় পোষাকে সজ্জিত হুইয়া সাময়িক নৃত্য খেলা খেলিয়া থাকে। এই উৎসবটি দেখিবার মত জিনিষ। ২৬শে জুলাই তারিখে স্বইডেনের জাতীয় রাজকবি ও সঙ্গীতজ্ঞ স্বর্গগত বেলমানকে মাঙ্গলিক জনসাধারণের আধুনিক পুস্তক ও পাঠাগার উৎসব দ্বারা সম্মানিত করা হয়। বেলমানের, গান সৰ্ব্বত্রই হইয়া থাকে এবং ছোটবড় সকলেই আজও যেন এই বেলমানকে অস্তর দিয়া চিনে— তাই তিনি মরিয়াও অমর। এই ষ্টকহলম শহরটি আমদানি ব্যবসার সর্বাপেক্ষ বৃহৎ সাহিত্যামোদী ও ছাত্রদের চিরপ্রয় ভেনায়বের্গের প্রতিমূৰ্ত্তি কেন্দ্র । রপ্তানী ব্যবসার দিক দিয়া কিন্তু দ্বিতীয় শহর গণেন্‌বাৰ্গ একই স্থান অধিকার করিয়াছে। ডেনমার্ক, স্বইডেন প্রভৃতি দেশ সমবায় (co-opreative) আন্দোলন ও