পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{=Psilof মন্ত্রী সভার একজন সভ্য সম্মভ না হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে । হের ডক্টর লেমান ততক্ষণে তার হিটলারি ইউনিফৰ্ম্ম পরে কাধে কিট্রব্যাগটা নিয়েছে। রায় তো এসব কাগু দেখে অবাক! জিজ্ঞাসা কুরলে, “চললেন কোথায় ?”

  • আমার ঝটিকা বাহিনীতে যোগ দিভে । আজই আমরা বার্লিনে মার্চ করতে আরম্ভ করবো।” “হোখশুলেতে যাবেন না ?” “সেখানে গিয়ে একবার দেখুন কী মজা হ’চ্চে !” ঘরের কোন থেকে এক রাইফেল বার ক’রে সেটা কাধে চড়িয়ে লেমান প্রস্থান করলে।

রাস্তায় এসে রায় দেগে, সরকারী ফেীজ সার দিয়ে মার্চ ক'রে চলেছে, মণ, মণ, মণ, মশ, । প্রকাও প্রকাও আমার্ডকfর ভীষণ শবদ করতে করতে রাস্তার দু-ধারের বাড়িঘর কাপিয়ে মিইনিকের প্রধান রাস্ত লুডছষ্টগষ্ট্রাশের দিকে ছুটেছে। শোলিঙ্গ ষ্ট্রাশেতে এসে দেখে * পুলিশ সমস্ত রাস্তার মোড় কাটা তার দিয়ে ঘিরছে। রায় অবাক, এসব কি ? - ষ্টিটলারের প্রস্তাবডো গবর্ণমেণ্ট মেনেই নিলে, তাহলে এ সৰ সরঞ্জাম কার বিরুদ্ধে ? কমিউনিষ্টদের বিরুদ্ধে ? হবেও বা! হিটলার সৰ্ব্বেসৰ্ব্বা হবে সেটা তার অত সহজে মেনে নেবে না বটে । হোখশুলেতে ঢুকে রায় অতিশয় বিস্মিত হ’ল । কোথাও কেউ কাজকৰ্ম্ম বা পড়গুনা করছে না । প্রত্যেক ক্লাস বা ল্যাবরেটরীতে দুই জন করে ছাত্র সৈন্ত সংগ্রহে ব্যস্ত আর অন্য ছাত্রেরা নিজেদের নাম লেখাতে ব্যস্ত । রায় তার ল্যাবরেটরীতে ঢুকতেই তার সহপাঠী একজন এসে জিজ্ঞাসা করলে, “হের রায়, তুমি আমাদের ফৌজে যোগ দেবে ?” রায় বললে, “দাড়াও, আগে ব্যাপারটা সব ভাল ক'রে বুঝি !” কিছু পরে আবার রাস্তায় এসে রায় দেখে তখনও সরকারী সৈন্ত মার্চ করছে—মর্শ, মশ, মশ, মশ । রাস্তায় দু-ধারের ফুটপাথে সহস্ৰ সহস্র উংস্থক নরনারী সমবেত হয়েছে। লুডহুইগ স্ট্রাশেতে এসে দেখে সেখানে জনতা নেই, কিন্তু সমস্ত পৈশুসমাবেশ ব্যাভেরিয়ার ওয়ার মিনিস্ট্রির সামনে করা হয়েছে। ওটা ৰে দখল করবে লে-ই ব্যাভেরিয়ার মালিক হবে বটে, কারণ ঐ স্থান হ’তে ८खर्छ काम © সমস্ত প্রদেশের সৈন্তবাহিনী পরিচালন করা হয়। কিন্তু কার আক্রমণ থেকে ওটাকে ওরা রক্ষা করতে চায় । হঠাৎ রায়ের নজরে পড়লে ওডেয়ন প্লাটুসের এক কোণ দিয়ে হিট্‌লার ও লুডেনডফ' স্বয়ং বার হলেন এবং তাদের পেছনে প্রকfগু এক তরুণের বাহিনী । তাদের পরিধানে হিটলারী ইউনিফৰ্ম, কঁধে সঙ্গীন-চড়ান রাইফেল। তারা ক্রমশঃ উত্তর দিকে অগ্রসর হতে আরম্ভ করলে । অফুরন্ত তরুণের সংখ্যা । সামনে সরকারী সৈন্য পথ রোধ ক’রে দাড়িয়ে আছে দেখে একটু থামলে, এবং কুচকাওয়fজ ক’রে ওডেস্কন প্লাটুস ছেয়ে ফেললে । আরও কয়েকটি প্রকাগু বাহিনী ওডেমুনের পেছনে মোতায়েন রইল। গ্লিট্‌লার লুডেনডৰ্ক প্রভূতি নেতৃবৃন্দ যথাবিহিত স্থান বেছে নিয়ে মিদেশ দিতে থাকলেন । হঠাৎ সব নিস্ত রূ হ’য়ে গেল। সেই ভীষণ নিস্তব্ধতা যার প্রত্যেক ক্ষণ প্রলয়ের পূর্ব মুহূৰ্ত্ত ব’লে भzन श्ध । डॉव्र *प्रहे कफ़ कड़ कङ् कफ़ श्राeघ्नांछ আর গুলির বৃষ্টি ! নিমেষে কয়েক জন মাটিতে লুটাল। উভয় তরফ থেকে সমানে বন্দুক ছুটলো। প্রথমটা মনে হ’ল ঐ কয়েক শত সরকারী ফৌজকে সহস্ৰ সংস্র হিট্‌লার-ষাহিনী ফুংকারে উড়িয়ে দেবে। কিন্তু অল্পক্ষণ পরেই যখন সরকারী আমডি কার হিট্‌লার বাহিনীর উপর অনর্গল অগ্নিবৃষ্টি আরম্ভ করলে—তখনই বোঝা গেল এ যন্ত্র-দৈত্যের কাছে সুকুমার তরুণর বেশীক্ষণ দাড়াতে পারবে না। কয়েক মিনিটের মধ্যেই ওডেয়ুল হলে হিটলার উঠে শ্বেত পতাকা দেখালেন। উভয় তরফের ধ্বংস-লীলা থামলো । সরকারী ফৌজের তখন কাজ হ’ল—হিটলারী তরুণদের অস্ত্র কেড়ে নিয়ে ছেড়ে দেওয়া —তার পরই সারি সারি য়্যাম্বুলেন্স কার মোটর-গাড়ী ইত্যাদি এসে হতাহতদের তুলে নিয়ে সোয়াবিন্ধের হাসপাতালের দিকে ছুট शिंकण । এভক্ষণ রায় সমস্ত ব্যাপারটা বিবিধ মনোভাব নিয়ে দেখছিল। যখন আহতদের গাড়ী তার পাশ দিয়েই যেতে আরম্ভ করলে, তখন তfর মনটা ব্যথায় ভরে গেল—আহা, কেন এ রক্ত-পাত ! হঠাৎ তার নজরে পড়লো একট।