পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৩২ নরেশবাৰু এই সামঞ্জত প্রভূত ভাবেষ্ট রক্ষা করিতে পারিয়াছেন বলিয়াই মনে হয়। অর্থাৎ তিনি মেটারলিঙ্কের প্রতিও অবিচার করেন নাই, বাঙালী পাঠকের প্রতিও অত্যাচার করেন নাই। ফলে বইগনি বেশ সুখপাঠ্য হইয়াছে ।

  • মোনাভানা" মেটারলিঙ্কের একটি শ্লেষ্ট নাটিক, এর বেশী অরি পরিচয় দিব না। এটিকে বাঙালীর ঘরের জিনিষ করিয়া অনুবাদক আমাদের কৃতজ্ঞতা অর্জন করিয়াছেন। কাগজে পাধাই । ছাপা ভাল । यून] s९ ।।

ά, ঐবিভূতিভূষণ মুখোপাধ্যায় মাটির মেয়ে—ঞ্জরাসবিছারী মণ্ডল প্রণীত। প্রকাশক গৌরগোপাল মণ্ডল, ৪৪ নং কৈলাস বোস ষ্ট্রট, কলিকাতা । দাম দুই টাকা । - এখানিও উপহাস । ষ্টকার বিষয়বস্থ প্রেম। সেই জন্ত গ্রন্থকার পুস্তকপানি “ক্ষুব্ধ বাদন ও নিরাশ প্রণয়ের তপ্তশ্বাস যে-সব তরুণ তরপুর আক্ষ্মকৈ নিছক কালে করে তুলেছে তাদের ছাতে” তুলিয়া দিয়াড়েন। কিন্তু শুন! স্ক্রিল আত্মা লিঙ্গপুর । আর ইঙ্গার মধ্যে তিনি যে আশার বাণী বিশ্লেষিত কৰিয়ছেন, তাহাতে বেপরোয়া যাহারা তাহারা পুণী হইলেও নিরীহ বাঙালী গুহুস্থের মনে-—বিশেষ করিয়া যাহার ঘরে পটলের মত শুন্দরী, যুবতী, চঞ্চল ও রসময়ী ভাৰ্য্যা বিরাজিত তাহার মনে গভীর আতঙ্কের সঞ্চার হওয়াই স্বাভাবিক। প্রেম ও লালসা এক নয়। অথচ প্রেমের নামে উদগ্র লালসাই ইহান্তে ব্যক্ত করা হইয়াছে। নায়ক অণা ও নায়িকা পটল বাংলার উপস্থাস-জগতে যে দুইটি পুরাতন চরিত্রের ব্যর্থ নকল "প্রবাসী উe SునDBO তাহারা যে মানুষ এ-কথাটা কেবলমাত্র ঐ ইনবৃত্তি জ্বারাই প্রকাশিত হয় নাই । তবে ভাষার উপর লেখকের চমৎকার দখল । কয়েক জায়গায় রস বেশ জমাট ও ছবিগুলি জীবন্ত, কিন্তু গ্রন্থপনি পাঠ করিতে করিতে মনে প্রশস্তি আসে না, কোন একটি ভাবধারাও মনকে কল্পলোকের পপে তুলিয়া দিতে পারে না । ছাপা কাগজ ভাল : মোট মলাটের উপরে সজ্জাও বেশ । শ্ৰীখগেন্দ্রনাথ মিত্র সোণার ঘড়ী—Fযতীন সাঙ্গ প্রণাদ্য ও সমর দে চিত্রিত। এম সি সরকার এগু সন্স, ১০ কলেজ স্কোয়ার কলিকাতা। দাম চোঁদ &fa] I *jêj-r^Tj &£ I একটি সচিত্র গল্প। ইঙ্গা পাঠ করিয়া শিশুর আনন্দ পাঠবে। ছোটদের গল্পগুচ্ছ-—ষ্ট্ৰীমোহনলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত । গ্ৰন্থ বিচার। ১২০-বি আশুতোস মুখোপাধ্যায় রোড ভবানীপুর, কলিকাতা । দাম গোড় টাকা । গল্পগুলি পাচটি অধ্যায়ে বিভক্ত—রপ-কথা ও রপক অলৌকিক ও অদ্ভুত, কাহিনী ও ইতিহাস পুরাণ সাধারণ। প্রত্যেক অধ্যায়ষ্ট প্যাতনাম সাহিত্যিকদের রচনায় সমৃদ্ধ। খ্ৰীযুত অবনীন্দ্ৰ নাথ ঠাকুর প্রযুহ গগনেন্দ্রনাথ ঠাকুর যুক্ত নন্দলাল বঙ্গ প্রভৃতি শিল্পিগণের চিত্রে পুস্তকপানির সৌষ্ঠব বাড়িয়াছে । এরূপ পুস্তকের যথেষ্ট প্রয়োজন অঙ্গে । শ্রীযোগেশচন্দ্র বাগল লোহেলাণ্ড শিক্ষালয় ও তাহার বৈশিষ্ট্য 客 শ্ৰীসত্যকিঙ্কর চট্টোপাধ্যায় জড়বাদী ইউরোপীয় সভ্যতা আজিকার দিনে যে খাত বাহিয়া চলিয়াছে, কেহ যদি তাহা হইতে সম্পূর্ণ স্বতন্ত্র ধারায় চলিতে উদ্যত হয় তাহা হইলে সে-বিষয়ে মানুষের কৌতুহলের আর সীমা থাকে না, এবং এই অভিনব প্রচেষ্টার পশ্চাতে কোন সুষ্ঠ উদ্দেশ্য আছে কি-না অথবা উহ। কেবল সাময়িক উত্তেজনা বা অত্যধিক কল্পনার ফল কি-না, তাহা জানিবার জন্য ঔংস্থক্য হয় । জামেনীর লোহেলাণ্ড স্কুলটি দেখিয়াও লোকের মনে সেই ভাবটাই জাগে । এই শিক্ষালয়টির সম্বন্ধে আগে যাহা শোনা গিয়াছে, তাহাতে মনে হয়, এটি যেন আধুনিক শিক্ষ-প্রণালীর বিরুদ্ধে একটি তীব্র অভিযান । এ-কথা স্বীকার করিতে হইবে যে, এই প্রতিষ্ঠানটির পরিকল্পনা ও কাৰ্য্যকলাপে একটা অসমসাহসিকতার পরিচয় পাওয়া যায়। নানা বাধাবিপত্তি সত্ত্বেও উহার সাফল্য সকলকেই বিস্মিত করিয়া তোলে। লোহেলাণ্ড শিক্ষালয়টি কেবলমাত্র মেয়েদের শিক্ষার জন্তই পরিকল্পিত । ইউরোপের আত্যন্তিক চিন্তাশীলতা ও ভাবপ্রবণতাই এ যুগের মতুয্যত্ব ধ্বংস করার অন্যতম যন্ত্র। ইহার হাত হইতে নিস্কৃতি পাইয় শিশুরা যাহাতে মানুষের মত জীবন যাপন করিতে পারে সেইরূপ ভাবে তাহাদিগকে শিক্ষাদান করিবার জন্য উপযুক্ত শিক্ষয়িত্রী ও অভিভাবিক গড়িয়া তোলাই এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। ১৯১২ খৃষ্টাব্দে এটি প্রতিষ্ঠিত হইয়াছে। লুইজ লাঙ্গার্ড ও হেডভিগ ফন রডেন নাম দুইটি মহিলা ইহার প্রতিষ্ঠাত্রী। আসলে এই দুইটি মহিল এবং তাহাদের জনকয়েক ছাত্ৰী মিলিয়৷ এই প্রতিষ্ঠানটি গড়ি: তুলিয়াছেন। ইহার আদি প্রতিষ্ঠাত্রী ফ্রম্নলাইন লাঙ্গার্ড ·