পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●● Sово কৰ্ম্মক্ষেত্র আছে,– একটি শিক্ষাবিভাগ যাহাকে সেমিনার বলা হয় এবং অপরটি গৃহ ও কুটারশিল্পের উপর ভিত্তি করিয়া জীবিক অর্জনের শিক্ষ-বিভাগ। শেষোক্তটি প্রধান না হইলেও উহার উৎকর্ষসাধন উহাদের নিকট সমভাবে আবশ্বক লাওছাউস্‌-লোহেলও বলিয় গণ্য হওয়ায় তালিকাভুক্ত করা হইয়াছে। সৰ্ব্বত্র কলকারখানা ইত্যাদির প্রচুর উন্নতি হওয়ায় এই সমস্ত শিল্প বিলুপ্ত হইতে বসিয়াছে, সেইজন্য ইহাদের চর্চ এই প্রতিষ্ঠানটির একমাত্র বৈশিষ্ট্য। ছাত্রীরা ইচ্ছা করিলে এই ব্যবসায়াত্মিক শিক্ষা লাভ করিতে পারে। সমগ্র প্রতিষ্ঠানটি এরূপ ভাবে পরিচালিত যে, ছাত্রীদিগকে জীবিকা অর্জনের উপযোগী ব্যবসা-শিক্ষার হযোগ দিয়াও ইহা সম্পূর্ণরূপে স্বাবলম্বী, এমন কি, সেমিনারীর খানিকট ব্যয়ও ইহার আয় হইতে ব্যয়িত হইতেছে। কুটারশিল্পের জন্য প্রায় বারটি ক্ষুদ্র ক্ষুদ্র গৃহ বিচিত্র ধরণে তৈরি হইয়াছে। কোন রকম জাঁকজমক নাই, দেখিতে কতই না ক্ষুদ্র । কিন্তু ইহার মধ্যে প্রবেশ করিয়া কৰ্ম্মনিরত ছাত্রীদের দেখিলে মুগ্ধ•না হইয়া থাকা যায় না। বয়নগৃহে একটি চরকা রহিয়াছে। কৰ্ম্মীরা এরূপ পারিপাট্য ও শৃঙ্খলার সহিত কাৰ্য্য করে যে, দেখিলে মনে হয় যেন ইহা একটি পবিত্র মন্দির। কেহই পাদুকা পরিধান করিয়া ভিতরে প্রবেশ করে না। প্রত্যেকেরই এক জোড়া করিয়া পশমের জুতা আছে, উহ। তাহারা সঙ্গে লইয়া যায় এবং কুটীরে প্রবেশ গেলে বলিতে পারা যায় যে, আধুনিক কলের তৈরি সব চাইতে সস্ত দ্রব্যগুলি না কিনিম্ন . হাতে তৈরি জিনিষের স্বক্ষতা ও অকৃত্রিমতার জন্য সাধারণে প্রায়ই অতি উচ্চ মুল্যে ঐগুলি কিনিয় থাকে। তারপর ছুতারের ক্ষুদ্র কারখানা। এটি একান্তভাবে প্রত্যেকেরই মনোযোগ আকর্ষণ করে। একটি ক্ষুদ্র গৃহ অতি সাধারণ যন্ত্রপাতি দ্বারা মুসজ্জিত। গৃহের আকার দেপিয়া মনে হয় না যে, এখানে প্রচুর পরিমাণে উংকৃষ্ট দ্রব্য তৈরি হইতে পারে। দেখিলেই বুঝিতে পারা যায় যে, এপানে সকলেই স্বেচ্ছায় মন প্রাণ ঢালিম্ব দিয়া কাজ করিতেছে । কশ্মিগণ ধীর গাম্ভীর্যের সহিত কাজ করিয়া যায়। গঠন-প্রণালীর পারিপাট্য দেখিলে তাহদের একাগ্রত, ঐকান্তিকতা ও একনিষ্ঠ প্রতিভার পরিচয় পাওয়া যায়। তাহার কাঠের বাট, বাতিদানী, বারকোষ এবং আরও অনেক জিনিষ প্রস্তুত করে । হস্তিদন্তের কাজও হয়। তাহদের তৈরি জিনিষগুলি বিলাসের সামগ্ৰী হইলেও গৃহস্থের দৈনন্দিন প্রয়োজনে লাগে । কারখানার অভ্যপ্তর ” কুমোরের কারখানাও একটি আছে, এটি খুব সহজ করিবার পূৰ্ব্বে পরিধান করে। এখানে রেশম ও পশমের ধরণের এবং সবেমাত্র আরম্ভ হুইয়াছে। নানাবিধ মাটি দ্রব্য প্রচুর উৎপন্ন হয়। পরিকল্পনা ও বর্ণ-সমবায়ের বৈশিষ্ট্য মিশাইয়া ঘট, মগ, কলসী ইত্যাদি তৈরি হয়। এ সমস্তই তাহাদের স্বরুচির পরিচয় দেয়। প্রব্যগুলির বিষয় বলিতে গৃহস্থের প্রয়োজনীয় দ্রব্য। -