পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q心8 # প্রবাসী ;} SSD8O শ্ৰীমতী স্বরভিত্ত্বি হ্রদেশে বেনি শহরে ওকালতী লইয়াছিলেন। তাহার বয়সত্ৰখন উনিশ বৎসর কর্ণাটক আরম্ভ করিয়াছেন। হইতে মহিলাদের মধ্যে তিনিই প্রথম এইরূপ সন্মানের সহিত . - বি-এ পাস করিলেন। শ্ৰীমতী বনমালা এন্‌ লোকুর উড়িয়া-নারীদের মধ্যে শ্ৰীমতী সরল দেরী প্রথম কটক वैंक्ठौ श्ब्रडौ निरह সেন্ট্র্যাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নিযুক্ত হইয়াছেন। আমেদাবাদের জেল-জঙ্গ বেলগাঁও নিবাসী শ্ৰীযুত এম্- লাহোর হাইকোটের বিচারপতি শ্রযুভ জয়লালের কন্য। এস্ লোকুরের কন্যা শ্ৰীমতী বনমালা এ লোকুর বোম্বাই শ্ৰীমতী সারদা পঞ্জাব বিশ্ববিদ্যালয় হইতে বি-এল পরীক্ষায় বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর অনাস-সহ বিএ পাস উত্তীর্ণ হইয়াছেন। তিনিই পঞ্জাবের প্রথম মহিলা আইন করিয়াছেন। শ্ৰীমতী বনমালা অতিরিক্ত ভাষা হিসাবে সংস্কৃত গ্রাজুয়েট।