পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমেরিকায় রবীন্দ্রনাথকে হত্যা করিবার চেষ্ট হইয়াছিল কি ? গত ২৫শে আমাঢ়ের ষ্টেটসম্যান কাগজে একটা খবর বাহির হয়, যে, রবীন্দ্রনাথ যখন গত মহাযুদ্ধের সময় আমেরিকা ভ্রমণ করিতে যান, তখন সেখানে পঞ্জাবী গদর (“বিদ্রোহ” ) দলের লোকের তাহার প্রাণ বধ করিবার চেষ্টা করিয়াছিল। এ বিষয়ে প্রকৃত তথ্য জানিবার জন্য চিঠি লিখিয়াছিলাম। উত্তরে রবীন্দ্রনাথ জানাইয়াছেন— “যখন সান ফ্রানসিস্কোয় বক্তৃতায় আহূত হয়ে গিয়েছিলুম--- বোধ হয় ১৯১৬ খৃষ্টাব্দে একজন গুপ্তচর আমার হোটেলে এসে আমাকে খবর দিলে যে, সেখানকার গদর পার্টি আমাকে হত্য করবার চক্রাস্ত করচে– তাদের হাত থেকে আমাকে বঁাচাবার জন্তে এরা কয়েক জন সৰ্ব্বদা আমার সঙ্গে সঙ্গে থাকবার ব্যবস্থা করেচে। আমি বললুম, আমি বিশ্বাস করিনে।--সে বললে, তুমি বিশ্বাস করে বা না করে তোমাকে রক্ষা করা আমাদের কৰ্ত্তব্য, কারণ, তুমি আমাদের অতিথি । তারা হোটেলে আমাদের পাশের ঘরে স্থান নিলে । আমি যখন বক্তৃতা করতে যেতেম তারা আমার সঙ্গেষ্ট যেত, বক্তৃতার সময় প্ল্যাটফরমে আমার কাছেই বসত। ইতিমধ্যে এক দিন শুনতে পেলুম, হোটেলের লবি-তে কয়েক জন শিখদের মধ্যে আমার সম্পর্কে মারামারি হয়ে গিয়েছিল তাই নিয়ে হোটেলের কৰ্ত্তারা তাদের বের করে দেয়। ঝগড়ার কারণ সম্বন্ধে আমি এই শুনেছিলুম যে, এক দল আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু যারা আমার প্রতিকূল তারা বাধা দিতে এসেছিল। সত্য কারণটা কী নিশ্চিত জানবার উপায় ছিল না। শহরে প্রথম যখন এলুম এরা আমাকে বক্তৃতা দিতে ডেকেছিল। একটা জিনিষ লক্ষ্য করেছিলুম, আমাকে এরা অভ্যর্থন করে নি, এবং অপ্রসন্ন ভাবে বসে ছিল—আমার বক্তৃতার ভাব কিছু বুঝতে পেরেছিল কি না জানি নে, বোধ হয় পারে নি। এদের এই অদ্ভুত আচরণ নিয়ে পিয়সনের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। সেবার আমেরিকায় আমার বক্তৃতার বিষয় ছিল ন্যাশনালিজ ম্। পাশ্চাত্যে প্রচলিত ন্যাশনালিজমের বিরুদ্ধে আমি বলেছিলুম। পিয়সন অনুমান করেছিলেন, হয় তো সেট গদর দলের অনুমোদিত ছিল না । যাই হোক, তার পরে এদের সঙ্গে আর আমার সাক্ষাৎ হয় নি। না হবার একটা কারণ, আমার রক্ষকদের কাছ থেকে এর বাধা পেয়েছিল । কোনো ভারতবর্ষীয় ল আমাকে হত্য করবার সঙ্কল্প করেছে এ-কথা আমি শেষ পর্য্যন্ত বিশ্বাস করতে পারি নি,— যারা আমাকে রক্ষা করবার উপলক্ষে সৰ্ব্বদ আমার অনুসরণ করত তাদের প্রতি আমি বারম্বার বিরক্তি প্রকাশ করেছি। সানফ্রান্সিস্কোর কাজ শেষ করে যখন লস এঞ্জেলিস্-এ গেলেম তখনো এরা আমার সঙ্গে ছিল, কিন্তু আমার অগোচরে ।” শান্তিনিকেতনে বিদ্যালয়ের উৎপত্তি আমরা সবাই জানি, শাস্তিনিকেতনে ব্রহ্মচৰ্য্যাশ্রম নাম দিয়া বিদ্যালয় স্থাপন করেন রবীন্দ্রনাথ, এবং তাহাতে র্তাহার পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্মতি ছিল। কয়েক বৎসর পূৰ্ব্বে অধুনালুপ্ত ‘ক্যাথলিক হেরাল্ড অব ইণ্ডিয়া' নামক রোমান ক্যাথলিকদের কাগজে লিখিত হয়, যে, উহা ব্ৰহ্মবান্ধব উপাধ্যায় স্থাপন করেন। ঐরুপ কথা সম্প্রতি আবার “রিষ্কাসেণ্ট ইণ্ডিয়া” ( Renascent India )“নবজাত ভারত” নামক একখানি পুস্তকে লিখিত হইয়াছে। উহার রোম্যান ক্যাথলিক গ্রন্থকার ডক্টর জ্যাকারিয়াস লিখিয়াছেন— “They [Brahmabandhav Upadhyaya and Animanandal started in Calcntta a school for high-caste Hindus, ...and after a few months were joined there by a third companion, Rabindranath T. , son of famons Maharshi Devendra Nath Tagore, and of the same age as Upadhyaya. Rabindranath prevailed