পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমৃ শিবম্ সুন্দরম্” “নাম্নমাত্মা বলহীনেন লভ্যঃ” కాTEF, Sలso } rম সংখঃ שeאמס הככל সত্যরূপ অন্ধকারে জানি না কে এল কোথা হতে,— মনে হ’ল তুমি,— রাতের লতা-বিতান তারার আলোতে উঠিল কুমুমি । সাক্ষ্য আর কিছু নাই, আছে শুধু একটি স্বাক্ষর, প্রভাত আলোকতলে মগ্ন হ’লে প্রমুপ্ত প্রহর পড়িব তখন। ততক্ষণ পূর্ণ করি থাকু মোর নিস্তব্ধ অন্তর তোমার স্মরণ ॥ কত লোক ভিড় করে জীবনের পথে উড়াইয়া ধূলি, কত যে পতাকা ওড়ে কত রাজ-রথে আকাশ আকুলি। প্রহরে প্রহরে যাত্রী ধেয়ে চলে খেয়ার উদ্দেশে, অতিথি আশ্রয় মাগে শ্রান্তদেহে মোর দ্বারে এসে দিন অবসানে,— দুরের কাহিনী বলে, তার পরে রজনীর শেষে যায় দূরপানে ॥