পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆశి তাহার পিছনে পিছনে চুকিলাম। আমাকে দেখিয়া শঙ্করের মুখ হৰ্ষোৎফুর হইল। সে বলিল,—“নীরুদেৰী, ভারত-প্রভা পত্রিকায় আপনার লেখা পড়েছি।” জামি বলিলাম,-“কুহেলিকা দেবীর লেখা বলুন " শঙ্কর বলিল,—“সে কুহেলিকা দেবী ত আপনি। আপনি খুব যথার্থ কথাই লিখেছেন।” আমি বলিলাম,–“আপনি কি তবে দিবাকর শর্শার শেষ প্রবন্ধটি পড়েন নাই ?” শঙ্কর বলিল,—“তাও পড়েছি। আমি তার যুক্তির মধ্যে অনেক ফ্যালালি ( ভাণ্ডযুক্তি ) দেখাতে পারি। আপনি তার একটা জবাব অবশ্ন লিখবেন, আমি আপনাকে সাহায্য করতে পারি।” আমি বললাম,—“আমি কিছু কিছু লিখেছি, তবে য লিখেছি তা আমার মনঃপূত হয়নি। আপনার ত অনেক পড়াশুনা আছে, আপনার সঙ্গে আলোচনা করে লিখলে বোধ হয় ভাল হবে।” শঙ্কর বলিল,—“আচ্ছা, আমি আর এক সময়ে আসব। কাল রবিবার, কালই ৰৈকালে আসতে পারি।" এই সময়ে দাদা ঘরের মধ্যে ঢুকিয়া বলিল,—“এই যে SOBO শঙ্কর এসেছ । তোমাদের নিশ্চয়ই নারীদের বিয়ে করা উচিত নয়, চাকরি করা উচিত, এই সব জালোচনা इटव्ह । उ नैौक इमग्रैौ, छूषि *कब्रटक प्रक जन छांन চ্যাম্পিয়ন (পক্ষসমর্থক ) পেয়েছ। এবার দিবাকরকে খুঁজে বের করতে পারলে দুই জনের মল্লযুদ্ধ বেধে যাবে। শঙ্কর, তুমি তার কোন খোজ পেলে?” শঙ্কর বলিল—“তুমি একনিঃশ্বাসে এতগুলি কথা বলে গেলে, এর কোনটার জবাব চাও?” দাদা বলিল,—“কিন্তু চ্যাম্পিয়নগিরি করতে গিয়ে যেন স্বখাতসলিলে ডুবে মরো না। তোমরা বসে গল্প কর। আমি কাপড় ছেড়ে আসছি।” শঙ্কর প্রমীলাকে বলিল,—“কেমন রে, তোর পড়াশুনা হচ্ছে ত?” প্রমীলা বলিল,—“পড়ছি।” শঙ্কর বলিল—“বেশ মনোযোগ দিয়ে পড়বি—পরীক্ষার ত আর বেশী দেরি নেই। আমি তবে এখন উঠি, কাল বৈকালে আবার আসব।”