পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*$8 অনুষ্ঠানকারী ও বাজপেয়ী বলিয়া বর্ণনা করা হইয়াছে। এই সংবাদটি যদি ঠিক হয়, তবে রাজবল্লভ অগ্নিষ্টোম, বাজপেয় প্রভৃতি বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করিয়া প্রসিদ্ধিলাভ করিয়াছিলেন বলিয়া মনে হয়, এবং বর্তমান নাটকে তাহার বিজয়হুচৰ এইরূপ কোনও ঘজের বিবরণ দেওয়া হইয়াছে। নাটকের প্রথম অঙ্কে যজ্ঞের আয়োজন বর্ণিত হইয়াছে। কিন্তু ১৪শ হইতে ১৫শ পত্রে বৈদ্যের উপবীত-গ্রহণের আলোচনা দৃষ্ট হয়। এই দুইখানি পত্র নাটকের অংশ কি-না . SOBO সন্দেহ। ১৬শ পত্রে পুনরায় যজ্ঞের বিবরণ রহিয়াছে। ইহার পর পুথি খণ্ডিত। পত্রিপাত্ৰীগণের মধ্যে রাজা রাজবল্লভ, সূত্ৰধার, প্রাকৃতভাষাভাষিণী নটী, প্ৰতীহার, দাক্ষিণাত্য বিপ্র ও রাজনগরীয় ভট্টাচাৰ্য্যগণের উল্লেখ পাওয়া যায়। গ্রন্থকারের নাম অসম্পূর্ণ পুঁথিতে নাই। নাটকখানি জটিল সংস্কৃতভাষায় রচিত, সুতরাং অভিনয়োপযোগী বলিয়া মনে হয় না। ইহার উল্লেখ অন্ত কোনও পুথিশালার তালিকায় আমরা পাই নাই। চেকে সহি জীযোগেশচন্দ্র সেন, বি-এ ( হারভার্ড) * ব্যাঙ্কিঙের বিস্তারের সঙ্গে সঙ্গে চেকের প্রচলনও দিনদিন বৃদ্ধি পাইতেছে । আমেরিকা, বৃটেন এবং অন্যান্ত উন্নত দেশে দেনা-পাওনার অধিকাংশ ভাগই চেক্ দ্বারা মিটান হয়, আমাদের দেশেও চেকের ব্যবহার ক্রমশই বাড়িতেছে। কিন্তু সাধারণের বিশ্বাস যে চেক্‌ ভাঙাইতে বেগ পাইতে হয় এবং সেই জন্তই অনেকে চেক্ লইতে চাহেন না। বাস্তবিক এই বিশ্বাস একান্তই ভূল, যদি চেকের টাকা পাইতে বিলম্ব হয় উহার কারণ অনেক সময়েই দেখা বায় ষে চেকের পিছনে ঠিকমত সহি করা হয় নাই। একটু ভাবিয়া দেখিলেই বোঝা যায় ষে চেক্ দ্বারা দেনা-পাওনা শোধ করা কত স্ববিধাজনক। প্রথমতঃ, দেনা-পাওনার আনা পাই পৰ্য্যন্ত চেক্ লিখিয়া দেওয়া যায় এবং নগদ টাকা দিতে গেলে ষে ঝুঁকি পোহাইতে হয় তাহা হইতে রেহাই পাওয়া যায়। দ্বিতীয়তঃ, চেক্ অর্ডার এবং ক্রল করিয়া দিলে উহা কোন কাৰণে বিবাদ উপস্থিত হইলে একটি মূল্যবান প্রমাণ হয়। নগদ টাকা ঘরে রাখাতে যে-সব বিপদের সম্ভাবনা, ব্যাঙ্কে রাখিলে সে ভয় থাকে না । তাহ ছাড়া ব্যাঙ্কে টাকা থাকিলে এবং চেক্ দ্বারা দেনা-পাওনা মিটাইলে চলতি মুদ্রার অধিক পরিমাণে প্রয়োজন হয় না। ইহা ছাড়া সব চেয়ে হৰি এই ৰে ব্যান্ধে টাকা রাখিলে ব্যবসা-বাণিজ্যের অনেক স্ববিধা হয়। প্রথমত, যিনি চেক্ কাটিবেন তাহাকে কয়েকটি কথা স্মরণ রাখিতে হইবে—যত টাকার চেক্ কাটিয়াছেন সেই পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা আছে কি না, ব্যাঙ্কে ষে সহির নমুনা দিয়াছেন চেকে সেই-মত সহি করিয়াছেন কি না, চেকে তারিখ ঠিক আছে কি না, কেন না চেকে যে তারিখ লিখিত থাকে সেই তারিখ হইতে ছয় মাসের মধ্যে চেক্ না ভাঙাইলে ব্যাঙ্ক চেক্‌ পুরাণ বলিয়া ফেরৎ দিবে। চেকে যে টাকা লেখা হইয়াছে তাহ অক্ষরে এবং অঙ্কে এক হওয়া চাই। যেমন, যদি অক্ষরে লেখা থাকে এক শত পনর টাকা বার জানা ছয় পাই আর যদি অঙ্কে লিখা হয় ১১৫-১০-৬ পাই, তাহা হইলে ব্যাঙ্ক অক্ষরে এবং অঙ্কে মিলে না বলিয়া চেক্‌ ফেরৎ দিবে। চেকের লেখায় কাটাকাটি অথবা কোন প্রকার পরিবর্তন হইলে চেকু-লেখক সেই স্থানে তাহার পুরা নাম সক্তি করিবেন, সংক্ষিপ্ত সহি করিলে চলিবে না। মনে করুন চেকে লেখ। আছে – Pay Babu Ram Chandia De or bearer, এই স্থলে অর্থাৎ বেয়ারার চেৰু হইলে চেকের পিছনে সহুি করিবার প্রয়োজন নাই এবং ষে-ব্যাঙ্কের উপর চেক্‌ লেখা হইয়াছে সেই ব্যান্ধে গেলেই টাকা পাওয়া ফাইৰে । কিন্তু