পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানভূম জেলার মন্দির ঐনিৰ্ম্মলকুমার বস্থ বাংলা দেশ হইতে যে পথটি লোজাম্বজি ভারতের পশ্চিমাঞ্চলে গিয়াছে, তাহ বৰ্দ্ধমান জেলায় দামোদর ও অজয় নদীর মধ্যবর্তী উচ্চভূমির উপর দিয়া চলিয়া গিয়াছে। যেখানে করিব, কেবল প্রসঙ্গক্রমে ৩াঙ্কয্যের কথা যাহা আসিয়া পড়িবে তাহার উল্লেখ করিতে ইষ্টবে। যাহার ভাস্কয্যের বিষয়ে বিশেষজ্ঞ তাহার যদি মানভূমে উল্লিখিত কয়েকটি স্থানে বরাকর নদীর সহিত দামোদর নদ সম্মিলিত হইয়াছে, তাহার অনুসন্ধান করিয়া স্থানীয় ইতিহাস উদ্ধার করেন, তাহা হইলে আশপাশের দেশটি আধা-পাহাড়ী ও আধা জংলী ধরণের। পশ্চিম হইতে যাহারা বাংলা দেশের বিরুদ্ধে অভিযান করিত তাহাঁদের গতি রোধ করিবার জন্য এই অঞ্চলে কয়েকজন প্রতাপশালী সামন্ত নরপতি রাজত্ব স্থাপনা করিয়াছিলেন। যুদ্ধ-কৌশলের জন্য প্রয়োজন হইলেও দেশটি যে অমুর্বর তাহা নহে। মানভূমের উত্তর ধারে যেমন দামোদর, মধ্যে ও দক্ষিণে তেমনি কাসাই ও মুবর্ণরেখা নদী প্রবাহিত হইয়াছে। এই সকল নদীর ধারে সময়ে সময়ে শহর গড়িয়া উঠিয়াছিল এবং সেই সব শহরে তখনকার রীতি-আকুযায়ী রাজা অথবা ধনী বণিকমহাজনদের চেষ্টায় স্বচার কারুকার্য্য খচিত অনেকগুলি নিৰ্ম্মিত হইয়াছিল। মানভূম জেলার মধ্যে দামোদর নদের ধারে তেলকুপি ও নিকটেই চেলিয়াম বলিয়৷ দুইটি মন্দিরের কেন্দ্র আছে। তেমনি দক্ষিণে স্ববর্ণরেখার তীরে ফুলমী বলিয়া একটি ক্ষুদ্র গ্রামে আমরা ভাঙা মন্দির ও পাথরের কয়েকটি ভাঙা মূৰ্ত্তি দেখিতে পাই। মধ্যে র্কাসাই নদীর স্কুলে বোড়াম ও ফুলের কয়েক ক্রোশের মধ্যে ছড়র, পাকবিড়রা প্রভৃতি স্থানে আরও কয়েকটি ভাঙা মন্দির ও বহু প্রাচীন পাথরের মূৰ্ত্তি পাওয়া যায়। এতদ্ভিন্ন পুরুলিয়ার উত্তরে পাড়াগ্রামেও কয়েকটি পুরাতন মন্দির আছে। বর্তমান প্রবন্ধে আমরা মানভূমের মন্দিরগুলির সম্বন্ধে কিছু জালোচনা

        • * 4 Asä x * o

کے بعد ح ، cडलकुनिद्रष्ट fीक# छब्र-८कéज পশ্চিম-বাংলার প্রাচীন ইতিহাসের সম্বন্ধে আমরা অনেক নুতন জ্ঞান লাভ করিতে পারিব । মানভূমের সহিত কোনও সময়ে বোধ হয় দক্ষিণ-মগধ ও উড়িষ্যার ঘনিষ্ঠ যোগ ছিল। মানভূমে রাঢ়দেশের মত গৌড়ীয় গঠনের মন্দির থাকিলেও উড়িষ্যা অথবা গয়া জেলার মত অনেকগুলি মন্দির আছে । দামোদরের কুলে তেলকুপি বলিয়া ষে-স্থানটির উল্লেখ করা হইয়াছে সেখানে দশ-বারটি বেশ পুরাতন মন্দির আছে। এগুলি উড়িষ্যার রেখ-জাতীয়