পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

68 {ী প্রবাসী ; দিচ্ছে । মা গো মা, কি কাও, এখন পরের ছেলে পড়ে না থাকলে বাচি। আর জিনিষপত্র সবই ত রইল পড়ে।” थाहा इफेक छ्८ब्रषब्रटक श्रम्निम्न थाकि८७ इडेल न । দ্বিতীয় ঘণ্টা দিবার আগেই সে ক্রতপদে আসিয়া হাজির হইল এবং কুলির ছড়মুড় করিয়া যেখানে-সেখানে जिनिवसनि छूकाहेबा मि८ङ जाभिण । शाब्रचब्र गाऊँौब्र ভিতর উঠিয়া তাহদের সাহায্য করিতে লাগিল। সে না থাকিলে একটা হাদ কুলি যামিনীর মাথার উপরেই একটা ট্রাঙ্ক বসাইয়া দিত বোধ হয় । জিনিষ তোলা শেষ হইতে-না-হুইতেই গাড়ী ছলিয়া উঠিয়া চলিতে আরম্ভ করিল। কুলির পয়সার জন্ত ইউ-মাউ করিয়৷ চীৎকার করিতে লাগিল। নৃপেন্দ্রবাৰু ব্যস্তভাৰে গুটি দুই তিন টাকা প্ল্যাটফর্শ্বে ছড়িয়া দিয়া তাহাজের ভাগ-বাটোয়ারা করিয়া লইতে উপদেশ দিতে লাগিলেন । জ্ঞানদা বলিলেন,—“টাকাকড়ির হিসেব আর তুমি কোনো দিন শিখলে না। চারটে ত কুলি, তিনটে টাকাই অমনি দিয়ে বসলে। কেন আমার কাছে কি ভাঙান পয়সা ছিল না ?” নৃপেন্দ্রবাবু রfললেন, “হ্যা, গাড়ী ছেড়ে দিয়েছে, এখন ভাঙান পয়সা নিয়ে গুণে গুণে দিতে বসি । সময় কোথায় ?” জ্ঞানদা বলিলেন,—“হঁ্যা, সময়ের আবার অভাব। কুলিতে কখনও পর্ষস না নিয়ে যায় । দমদম্ অবধি ঝুলতে ঝুলতে যেত, তবু পয়সা না নিয়ে ছাড়ত না ।” স্বরেশ্বর বেঞ্চিতে বসিয়া কপালের ঘাম মুছিতে মুছিতে বলিল,-“আমি ত ৰেশ আপনাদের কম্পার্টমেন্টে থেকে গেলাম। 'নেক্সটু” ষ্টেশনে নেমে যাব এখন ।” জ্ঞানদা উচ্ছ্বসিত হইয়া বলিলেন,—“ভাগ্যে আপনি ছিলেন, তাই কোনোমতে আজ শেষ রক্ষা হ’ল । ষা কাগু, বাবা ! আমার বড়ছেলে থাকলেও এর চেয়ে বেশী করতে পারত না ।” স্বরেশ্বর অতি আপ্যায়িত মুখ করিয়া বসিয়া রহিল। ৰামিনী একদৃষ্ট্রে জানলা দিয়া বাহিরের দিকে তাকাইয়। রহিল। জ্ঞানদা এটা পছন্দ করিলেন না। ডাকিয়া বলিলেন,—“ও খুকি, আমার সেই ম্বেলিং সন্টটা কি হ’ল ? একটু চাই যে ?” স্বরেশ্বর ব্যস্ত হইয়া বলিল,—“আবার কি আপনার শরীর খারাপ লাগছে।” জ্ঞানদা বলিলেন,—“একটু লাগছে বইকি ? হাজার হোক তাড়াহুড়ো খানিকট করতে ত হ’ল ?” धाभिनौ ८झाधै 5ांभफ़ाब्र दान भूणिम्ना खेषtथब्र निनि ৰাছির করিয়া আনিল । সেটার আবার ছিপি এমন SOBO অঁাটিয়া গিয়াছে যে, কিছুতেই খোলে না। আবার স্বরেশ্বরের সাeাষা গ্রহণ করিতে হইল । ৰূপেঞ্জবাবু বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন,-“ছোকৃর। বেশ ফরওয়ার্ড আছে। গিীর ঠিক মনের মত ।” জ্ঞানদা ঔষধ আস্ত্ৰাণ করিয়া বলিলেন, “আর ত সৰ হ’ল, কিন্তু ছুটে দস্তি ছেলে রইল ঐ গাড়ীতে, কেউ বড় নেই। কিছু কাণ্ডকারখানা না ক'রে বসে।” স্বরেশ্বর বলিল,—“আমি ত এখনি যাব । এর মধ্যে আর কি করবে ?” सळांनन] यजि८लन,-“७थन झान, किड़ ब्रॉ८ब थांबfग्न সময় আপনার দু-ভাইয়ে এখানে এসে খাবেন ।” স্বরেশ্বর খুশীই হইল, তবে মুখে বলিল,—“থাক, আমরা না হয় কেলনারে খেয়ে নেব এখন, আপনাদের আবার অস্ববিধা হবে।” জ্ঞানদ বলিলেন,—“অস্ববিধে আবার কিসের ? কিছু অস্ববিধে হবে না, আপনার নিশ্চয় আসবেন ।” গাড়ীর বেগ কমিয়া আসিল । ভাল করিয়া থামিতেনা-খামিতেই স্বরেশ্বর গাড়ী হইতে লাফাইয়া নামিয়া গেল। জ্ঞানদা বলিলেন,—“ছেলে-ছোকৃরাদের সব একরোগ ** রাত্রে শিশির এবং স্বরেশ্বর নিমন্ত্রণ রক্ষা করিতে এ গাড়ীতে জাসিয়া হাজির হইল। মায়ের নির্দেশমত যামিনী সবাইকে খাবার দিল, যদিও ভজু উপস্থিতই ছিল। জ্ঞানদা তাহাকে স্পিরিট ল্যাম্প জালাইয় তাহার জঙ্গ হলিক্স মিল্ক, তৈয়ারি করিবার কাজেই নিযুক্ত রাশিয়া দিলেন । গাড়ী বদল, ষ্টীমারে ওঠা প্রভৃতির সময় স্বরেশ্বর ও তাহার চাকর দুইজন যামিনীদের যথেষ্ট সাহায্য করিল। নৃপেন্দ্রবাবু খুব খুশী হইলেন ঘটে, তবে জ্ঞানদাই এত উচ্ছ্বাস করিতেছেন যে, তিনি আর কিছু বলা প্রয়োজন বোধ করিলেন না । যামিনী বিশেষ কিছু নিজে হইতে বলিল না। তবে স্বরেশ্বর তাহাকে একেবারে নিষ্কৃতি দিল না। হাজারটা প্রশ্ন করিয়া আণ্ডতঃ কয়েকটার উত্তর আদায় করিয়াই লইল । মেঘাচ্ছন্ন দিনের সকালে তাহারা দার্জিলিং আসিয়া পৌছিল । স্বরেশ্বর এবং নৃপেঅবাবুদের বাড়ি কাছাকাছিই, তবে একেবারে গায়ে গায়ে নয়। স্বরেশ্বর বলিল,-“আচ্ছ, এখন জামরা তৰে আসি + বিকেলে গিয়ে আবার হাজির হব।" জ্ঞানদা বলিলেন,-“নিশ্চয় আসবেন । শিশিরও ৰেন জালে।” ৰলিয়া রিকৃশতে উঠিয়া বসিলেন । ( ক্রমশঃ }