পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊeՆ পাবলিপিটি জাপিলে ও কলিকাতা কাষ্টম হাউসে ইহার বিবরণ গলিত পুস্তক বিনিতে পাওয়া যাইতে পারে। আমাদের দেশে যদি এমন কোন শিল্প-বাণিজ্য-পরিষদের স্বষ্টি হয়, যাহা এই রকম বৈদেশিক বাণিজ্যের জন্য চেষ্টা করিতে পারেন, তবে বিশেষ স্থবিধা হয়। ইহার জন্য নানা প্রকার জিনিষের প্রবাসনী ; ఏO80 নমুনা ডাকযোগে নানা দেশে পাঠাইতে হয়। স্থানবিশেষে লোক পাঠাইয়াও কাৰ্য্যালয় স্থাপন করিতে হয়। এরূপ গুরুতর কাৰ্য্যে ব্যক্তিবিশেষের চেষ্টায় বেশী কিছু আশা করা যায় না, সম্মিলিত শক্তির প্রয়োজন । বর্তমানের শিল্পবাণিজ্যের উন্নতি এই প্রকার কৰ্ম্মপ্রচেষ্টার উপরই প্রতিষ্ঠিত। -- মহিলা-সংবাদ শ্ৰীমতী পদ্মাবতী দেরাদুনস্থ কন্যা গুরুকুলে পাচ বৎসর কাল অধ্যয়ন করিয়া পাব বিশ্ববিদ্যালয় হইতে প্রভাকর ( হিন্দী অনাস") পরীক্ষায় উত্তীর্ণ হইয় প্রথম শ্রেণীতে তৃতীয় স্বান অধিকার করিয়াছেন। তিনি দক্ষিণী মহিলাদের মধ্যে সৰ্ব্বপ্রথম অনালসহ হিন্দী পরীক্ষা পাস করিলেন । তিনি অতঃপর কর্ণাটকে হিন্দী-প্রচার ও অন্যান্য লোকহিতকর কায্যে ব্যাপৃত থাকিবেন। সংবাদপত্রসেবী হওয়াও উহার ਬਿਖੀ। শ্ৰীমতী মুজাভ রায় কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজী সাহিত্যে অনায লইয়া বিএ পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন। অনাল পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করিয়াছেন । ই মহা সুজাতা রায় ‘লীডার’ পত্রিকার অন্যতম সম্পাদক পণ্ডিত কৃষ্ণকান্ত মেহতার কন্যা শ্ৰীমতী মনোরম মেহতা এলাহাবাদ বিশ্ববিদ্যালয় হইতে বি-এ পাস করিয়াছেন। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে এম-এ অধ্যয়ন করিতেছেন । বোম্বাই শহরের পাশী মহিলা শ্ৰীমতী গুলবাই কুভারজী কেরামওয়ালা হিসাব-পরীক্ষা ও হিসাব-রক্ষা বিষয়ে অধ্যয়ন করিম সরকারী ডিপ্লোম প্রাপ্ত হইয়াছেন। মহিলাদের মধ্যে তিনিই প্রথম এই ডিপ্লোম পাইলেন । - -