পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चकूनब्रव क्रब्र, चषक अउँौड कां८ण डाशब्रॉ हेरणt७ e ইউরোপের অন্ত অনেক দেশে পরম্পরকে পুড়াইয়া মারিয়াছে এবং অন্ত নানা প্রকারে নির্বাতন করিয়াছে। হিন্দু ও মুসলমান ভিন্নধৰ্ম্মাবলম্বী, তাহদের যদি গরমিল হয়, তাহা আশ্চর্য্যের বিষয় নছে। কিন্তু যে-ষে শতাব্দীতে প্রটেষ্টান্ট ও রোমান ক্যাথলিক পরম্পরের প্রতি পূৰ্ব্বোক্ত ব্যবহার করিত, তখন হিন্দুমুসলমানের পারস্পরিক ব্যবহার ততটা খারাপ ছিল না। ব্রিটিশ শাসন কালে হিন্দুমুসলমানের মনোমালিন্ত বৃদ্ধির জন্ম ইংরেজরা অনেকটা দায়ী। একথা অনেক বার বলা হইয়াছে। এই মনোমালিন্তের একটা প্রধান কারণ, সাম্প্রদাম্বিক স্বতন্ত্র প্রতিনিধিনিৰ্ব্বাচকমণ্ডলী ( “separate communal electorates”) onto ইহা অাপনা হইতে চায় নাই। লর্ড মিন্টোর আমলে তাহাদিগকে ইহা চাহিতে শিখান হইয়াছিল। ইহা চাহিবার জন্ত আগা খানের প্রমুখতায় যে মুসলমান ডেপুটেশুন লর্ড মিন্টোর নিকট উপস্থিত হইয়াছিল, তাহাকে মৌলানা মোহম্মদ আলী কোকনদ কংগ্রেসের সভাপতিরূপে “কম্যাগু পারফম্যান্স" অর্থাৎ “আদেশ অনুসারে অভিনয় বলিয়াছিলেন। অর্থাৎ মুসলমানদিগকে আগে হইতে গোপনে জানান হইয়াছিল, যে, তাহারা যেন বড়লাটের নিকট ডেপুটেশুন পাঠায়। মুর্শিদাবাদে বঙ্গীয় প্রাদেশিক কনফারেন্সের অভ্যর্থনা-সমিতির সভাপতিরূপে মৌলবী আবদুস সম মৌলানা সাহেবের উক্ত কথার সমর্থন করিয়াছিলেন। ইহার সমর্থন অন্যতম ভূতপূৰ্ব্ব ভারত-সচিব লর্ড মলীর "রিকলেক্‌গুদ” বহিতে পাওয়া যায়। তিনি বড়লাট লর্ড মিণ্টোকে লিখিতেছেন — “I won't follow you agaig into our Mahometan *ispute. Only I respectfully remind, you once more that it was your ear 盪° about their extra claims that first started, the M.I.s. Muslim ) hare.”—Morley's JReeolleetsons, voll. ii, p. 325. গবন্মেণ্ট কর্তৃক প্রকাশিত একটি রিপোর্টেও এই তথ্যের প্রমাণ আছে। সাইমন কমিশনের ইণ্ডিয়ান সেনট্র্যাল কমিটির রিপোর্টের ১১৭ পৃষ্ঠায় আছে— “It was at the time of the Morley-Minto Reforms that the claim for communal electorates was advanced ஆம்: Muslims, inspired by certain officials. We will not bring forward the fact, which is now established beyond doubt, that there was no spontaneous demand by the Muslims at 像 the time" for electorates, but it was forward by them : * :*: :s:: well known.”

  • ... مالاصدمجهة

হিন্দুদের গতি মুসলমানদের মিলনে বাধা সরকারী ইংরেজদের অনেক কাজের দ্বারা বরাবরই হইয়া আদিতেছে। তাহার একটা আধুনিক দৃষ্টান্ত দিতেছি। গত সুনিটি কনফারেলে যখন স্থির হইল, যে, সমগ্রভারতীয় ব্যবস্থাপক সভায় মুসলমানের শতকরা বত্রিশটি আসন পাইবে, অমনি স্তর সামুয়েল হোর নিলামের ডাক চড়াইয়া ঘোষণা করিলেন, তাহাদিগকে শতকরা ৩৩৫টি আসন দেওয়া হুইবে । মিলনে বাধা জন্মাইয় যদি কেহ বলে, তোমরা আপোষে নিম্পত্তি করিতে পার না, তাহা হইলে তাহার সঙ্গে কথা-কাটাকাটি করিতে প্রবৃত্তি হয় না। মুসলমানদের সুবিধা হিন্দুদের অপ্রাপ্য জয়েন্ট সিলেক্ট কমিটিতে বঙ্গের ভূতপূৰ্ব্ব গবর্ণর লর্ড জেটল্যাও (আগে তিনি লর্ড রোনাল্ডশে ছিলেন ) বলেন, ষে, মুসলমানের যে-ধে প্রদেশে সংখ্যানুনি, তথায় যেমন তাদের সংখ্যার অনুপাতে প্রাপ্য অপেক্ষা বেশী আসন তাহারা ব্যৰস্থাপক সভায় পাইয়াছে, বঙ্গে হিন্দুর সংখ্যানুন বলিয়া তাদেরও সেইরূপ সংখ্যানুপাতে প্রাপ্য অপেক্ষা বেশী আসন পাওয়া উচিত। মুসলমান “প্রতিনিধিরা” ইহাতে আপত্তি করেন। গর্ত জেটল্যাও তখন হিন্দু বাঙালীদের দাবি আরও কম করিয়া অভ প্রকারে বলেন । তিনি বলেন, যে, ( ইউরোপীয়, ফিরিঙ্গী ও দেশী) খ্ৰীষ্টিয়ানদের জন্ত নিদিষ্ট আসনগুলি এবং বণিক, শ্রমিক, বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিশেষ নিৰ্বাচক-মণ্ডলীর (special constituency-g ) nqs fafst wpprefi বাদে অন্য সব আসন মুসলমান ও হিন্দুদের মধ্যে তাদের লোক-সংখ্যার অনুপাতে ভাগ করিয়া দেওয়া হউক। অর্থাৎ যেসব প্রেদেশে মুসলমানের সংখ্যানুন তখায় তাহারা পৃংখ্যান্থপাতে প্রাপ্য অপেক্ষা বেশী আসন পাইয়াছে, বঙ্গে বিজুরা ( সমস্ত ২৫• আসনের নহে ) কেবল ১৯৯-টি আসনের তত অংশ প্রাপ্ত হউক, যাহা সংখ্যানুপাত অনুসারে তাহারা পাইতে পারে। মুসলমান “প্রতিনিধিরা” ইহাতেও জাপত্তি করেন। র্তাহারা বলেন, এরূপ করিলে ব্যবস্থাপক সভায় জনমত ঠিক প্রকাশ পাইবে না। বঙ্গে তাহারা তাহাজের সংখ্যা অয়লায়ে বেশী আসন না পাইলে জনমত ঠিক প্রকাশ পাইৰেন, কিন্তু জন্স রিসংখ্যায়পাতে প্রাপ্য আসন অপেক্ষ কম পাইলেণ্ড