পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&PsiIei পাহাড় আকারে বিসদৃশ হইলেও স্বন্দরব্রুপে স্থই দিকের ছন্দের মিল বা ওজন রাখিয়াছে। মাঝখানে সেন্ট জর্জের প্রতিকৃতি দুগুটিকে প্রায় সমান দুই ভাগে বিভক্ত করিয়া গৃহপ্রাচীরের অলঙ্কারের হিসাবে ( decorative value) চিত্ৰখানির মহিমা বৃদ্ধি করিয়াছে। সেণ্ট জর্জের মূৰ্ত্তি বীররস প্রকাশক, কিন্তু এই রসে চঞ্চলতার চিহ্ন নাই । এই বীররস অশুভ নাশে রত সেন্ট ( snint ) জনোচিত শাস্তভাব মিশ্রিত। সেণ্ট জর্জ অশ্বপৃষ্ঠে বসিয়া ধীরভাবে ড্রেগনকে বশীর দ্বারা বিদ্ধ করিতেছেন এবং স্থির দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া আছেন । বর্শী-বিদ্ধ ড্রেগন দংশন করিবার জন্ত মস্তক উত্তোলন করায় সম্মুখের পা বঁাচাইবার জন্য সেন্টের ঘোড়া লাফাইয়৷ উঠিয়াছে । কিন্তু এই লম্ফ ও যেন সংযত । দ্বিতীয় নিদর্শন (২ নং চিত্র ) উনবিংশ শতাব্দীস্তে প্রাদ্ধভূত ফরাসী ভাস্কর বেরে ( Barye ) গঠিত বৃষাস্থর ( Minotaur ) বিনাশে রত গ্ৰীক পৌরাণিক বীর থিতুস (Theseus)এর মূৰ্ত্তি। এই মূৰ্ত্তি ১৮৪৮ সালে নিৰ্ম্মিত হইয়াছিল। প্রাণভয়ে ভীত বৃষাস্থর উন্মত্তের মত আকুল ব্যাকুল হইয়া থিস্থসকে জড়াইয়া ধরিয়াছে । থিমৃস স্থির দৃষ্টি ধীর ভাবে লক্ষ্য করিয়া অস্বরের মস্তকে ছোরা বিদ্ধ করিতেছে । কিন্তু থিস্থসের প্রশাস্ত গম্ভীর মুখমণ্ডলের সহিত তাহার স্ফীত ত্রস্ত মাংসপেশীগুলির ছন্দের মিল নাই। বেরের এই মূৰ্ত্তি গ্ৰীক আদশে গঠিত । মাংসপেশীর প্রাধান্য অনেক গ্রীক নগ্ন মূৰ্ত্তির প্রধান দোষ । রাফেল বর্শ্ব পরিধান করাইয়। সেণ্ট জর্জের চিত্রকে এই দোষ হইতে বঁাচাইয়াছেন। দশভূজার প্রাচীন প্রতিকৃতির মধ্যে আমরা প্রথম উল্লেখ করিব মামল্পপুরের ( মহাবলিপুরের ) মহিষমগুপের প্রাচীরগাত্রে খোদিত দুর্গার সহিত মহিষাস্বরের যুদ্ধের চিত্র (স্বতন্ত্র মুদ্রিত চিত্ৰ ক )। এই খোদিত চিত্রের প্রথম উদেশু মণ্ডপের প্রাচীরের শোভা সম্পাদন করা। অলঙ্কারের হিসাবে এই চিত্র চমৎকার। চিত্রের একাৰ্ধে শিবগণে পরিবৃত সিংহবাহিনী দুর্গ, জার একার্থে অস্থর সৈন্তসহ बश्वािंइब्र । भश्विाश्ब्र गरेनछ। ब्रर्षरकर्ड इहेटङ श्रणोद्धन করিতেছেন ; ছৰ্গা সগণ অগ্রসর হইতেছেন। সিংহের क्लङ्कजा جون ভ্ৰংষ্ট্ৰাহত একটি অধঃশির অম্বরের পৃষ্ঠের চিত্রের দিকে দৃষ্টি করিলে দেখা যায় শিল্পী কিরূপ সাবধানে দুই দিকের eछन ( balance ) गभांन ब्रांथिब्रां८कन ; किरू विछन्नैौ দেবীর সেনা এবং পশ্চাৎপদ অস্বর সেনার পার্থক্যও Copyright : Archaeological Survey of India. eनः क्रिज । भद्रून्नडप्अब थाठौन ब्रांजषांनी षिन्निजब अश्विबभिौ। স্বন্দর দেখান হইয়াছে। এই চিত্রের ছোট বড় সকল মূৰ্ত্তিই সজীব এবং স্বতন্ত্র ; কোনও মূৰ্ত্তিই অপর কোন মূৰ্ত্তির ঠিক অল্পরূপ নহে ; অথচ সেনাশ্রেণীর চিত্রে একাকার মূৰ্ত্তি থাকিলে দোষ হয় না। এক একবার মুখ ফিরাইয়া দেবীর দিকে চাহিয়া পশ্চাদগামী মহিষাস্থরের গমনশীলতা পরিষ্কার ফুটিয়া উঠিয়াছে।