পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জুয়াঙ্গ জাতি শ্ৰীনিৰ্ম্মলকুমার বসু উড়িা প্রদেশটিকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। সমূত্রের কূলে ধে সমতল অংশটি আছে তাহাকে স্থানীয় লোকেরা মোগলবন্দী বলিয় থাকে এবং তাহার পশ্চিমে খে গভীর অরণ্যময় পাৰ্ব্বত্য প্রদেশ আছে তাহাকে গড়জাত বলে। উড়িষ্যা প্রদেশ মোটের উপর পশ্চিম ও উত্তর-পশ্চিম হইতে পুৰ্ব্ব ও দক্ষিণ-পূৰ্ব্ব দিকে ঢালু। উড়িষ্যায় নদীর সংখ্যা বহু। কলিকাতা হইতে পুরী যাইতে হইলে কত যে বড় বড় নদী পড়ে তাহার ঠিকানা নাই। স্নবর্ণরেখা, ব্রাহ্মণী, বৈতরণী, মহানদী প্রভৃতি তাহাদের মধ্যে প্রধান। তাহ ছাড়া শাখা-প্রশাখা যেগুলি আছে, তাহাদের সংখ্যা দশ বারটির কম मळू । vहे नख्ण ननैौ त्रफबाटङद्र नार्सङ चरल ८ख्न कब्रिब আসিয়াছে। পাহাড়ের মধ্যে যেখান দিয়া নদী বহিয়া যায়, সেখানকার দুগু অতি রমণীয়। কোথাও বা গভীর খাদ, দুষ্ট পাশে ঘন বনে ঢাকা পাহাড়, বায়ুচলাচলের অভাবে छऐबक छुट्टात्र সমস্ত স্থানটি একরকম ভিজা গরমে ভৰ্ত্তি হইয়া আছে ; আবার কোথাও-ব নদী বেশ প্রশস্ত হইয়া গিয়াছে, মাঝে বালুর চরে চকাচকি বসিয়া বিশ্রাম করিতেছে অথবা কুমীর শুষ্ক কৃষ্ণবর্ণ কাঠের মত পড়িয়া আছে, অথবা ই করিয়া রোদ পোহাইতেছে। দুই পাশে ঘন শালের বন, ঈষদ্বল্পত জমির উপর যেন সবুজের ঢেউ খেলিয়া গিয়াছে। এমন দৃপ্ত উড়িযুর গড়জাতে বহু স্থানে দেখা যায়। মোগলবন্দীতে যে-সকল উড়িয়া-ভাষাভাষী চাষীরা বাস