পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন नांषक चि८जटाजांथ tröe 9 কাজ হইতেছে ঐ কাগজ ও পাতাগুলি অপসারিত করা, কারণ ঐগুলি নর্দমার মুখ আটকায় এবং বৃষ্টির পর জলনিকাশের পথ বদ্ধ করে । আমি ইদানীং প্রবাসী ভিন্ন অনেকগুলি সাময়িক পত্রিকায় বাঙালীর অলসতা ও শ্রমবিমুখত বিষয়ে অনেক প্রবন্ধ ছড়াইতেছি এবং গত কুড়ি-পচিশ বৎসর যাবৎ ছড়াইয় আসিয়াছি। কিন্তু এক এক সময়ে মনে হয় যেন অরণ্যে রোদন করিতেছি । অল্পসমস্তায় যে বাঙালী অবাঙালীর সহিত প্রতিযোগিতায় निन-निन शछिद्रा थाहे८डररू देशग्न थषांत्र कांब्र१ च्णगड ও শ্রমবিমুখত বাঙালীর কেন অস্থিমজ্জাগত। আমি প্রাই বলিয়া থাকি, অর্থনীতিক হিসাবে বাঙালী যে মাড়োমারীর স্বারা পরাজিত হুইয়াছে তাহার প্রধান কারণ এই অলসতা ও দীর্ঘস্থত্রিতা। এখনও শত শত মাড়োয়ারী প্রতি বৎসর লোটাকম্বল সম্বল করিয়া এবং দিনান্তে প্রকৃতপক্ষেই ছাতু খাইয়া সামান্ত রকমে ব্যবসা স্বরু করে এবং ক্রমান্বয়ে পাচ-সাত-দশ বছর পরে নিজে দোকানদার, এমন কি গজিয়ানী হইয়া ব্যবসা ফাদিয়া বসে। সাধক দ্বিজেন্দ্রনাথ ক্রমুধীরচন্দ্র কর ঐ দূরে দেখা যায় ধূসর প্রাস্তর ধূপ ধুনো কোথ, শুধু শুষ্ক ধূলাবালি, বন্ধুর বিরলতৃণ উদার গম্ভীর, গোষ্ঠধেনু-কণ্ঠে বাজে ঘণ্টা কোলাহল, ওরই বুকে রাজে তব শ্মশানবাসর দিগবালা স্বর্ণখালে সাজায়ে বৈকালী ছত্র নাই, পত্র নাই, ওঠেনি মন্দির । আরতি ৰরিয়া যায় দিনাস্তে কেবল । দিনের প্রথম ডালি নব রৌদ্র বানে নাহি আসে সাধু সন্ত, নাহি মিলে মেলা রবিকর হতে ঝরে বেদীচারিধারে, আজও কেহু করে না এ তীর্থপৰ্য্যটন, বিহগ-বিহুগীদল বৈতালিক তানে - উৰ্দ্ধ দিয়া নন্দি ধায় পরিয়া তোমারে । বায়ু বহে ধীরে স্বল্প তৃণ দুলাইয়া অলক্ষ্য সে নিসর্গের চামর ব্যজন, পুপ নাই, আছে রক্তকঙ্করের হিয়া লালিমার লেপিয়াছে চাতালে চন্দন । শুধু হেরি ভোর হতে অপরার বেলা রাখালের আশপাশে করে গোচারণ। তুমি চলে গেছ তব রয়েছে জাভাস হুে তপৰী জ্ঞানবৃদ্ধ চিরশিশু প্ৰাণ.. তারে ঘিরে আছে শাস্ত দীপ্ত নীলাকাশ দেহে নাই আছ মনে অমৃত সন্তান ॥